- Tue Sep 28, 2021 8:35 pm#7304
আজকে থেকে এক যুগ আগেও অন্যের অধীনে চাকরি পাওয়াটাকে মানুষ সৌভাগ্য হিসেবে বিবেচনা করতো । কিন্তু বর্তমান সময়ে ট্রেন্ড বদলে গেছে। এখন সবাই নিজে থেকে কিছু করতে চায়। এখনকার স্লোগান হচ্ছে “চাকরি খোঁজবো না, চাকরি দিবো।”
একটি সময় বাংলাদেশের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া কিছুই ভাবতে পারতো না। এখন অবশ্য মানুষের চিন্তা-ভাবনা বদলাচ্ছে। ডাক্তার-ইঞ্জিনিয়ার সংস্কৃতি বদলাচ্ছে। ধীরে ধীরে উদ্যোক্তা সংস্কৃতি চালু হচ্ছে। এখন তো উদ্যোক্তা হওয়া এক ধরনের ট্রেন্ড। তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, স্বপ্ন দেখে। এটা তো ভালো ইঙ্গিত।
তরুণরা কেনো উদ্যোক্তা হবে না? পৃথিবীর টপ কয়েকটা কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন দিচ্ছি; দেখে আমাকে বলেন, চাকরি করে এগুলে সম্ভব কিনা? শুধু মার্কে ভ্যালুয়েশন না, সোসাইটিতে এদের ইমপেক্ট চিন্তা করেন্
This is the century of doing incredible things. Let’s create something incredible…
1. Amazon Inc. 802.18 bln (billion)
2. Microsoft Inc. 789.25 bln
3. Alphabet Inc. 737.37 bln
4. Apple Inc. 720.12 bln
5. Berkshinre Hathaway Inc. 482.36 bln
6. Facebook 413.25 bln
7. Tencent 400.90 bln
8. Alibaba Group 392.25 bln
9. Johnson & Johnson 347.99 bln
10. JP Morgan Chase 332.24 bln
বিগেটসের মাইক্রোসফট, জেফ বেজোসের আমাজন, স্টিভ জবসের অ্যাপল, জাকারবার্গের ফেসবুক এখকার তরুণদের অনুপ্রাণিত করে। ল্যারি পেইজের গুগল আমাদের তরুণদের অনুপ্রাণিত করে।
কিছু কিছু মানুষ কিন্তু আবার গুগলে চাকরি পাওয়ার জন্য জান কুরবান করে দিবে এমন অবস্থা। আরে ভাই গুগলে চাকরি পাওয়ার জন্য এত মরিয়া হচ্ছেন কেনো? আপনাকে দিয়ে কি গুগলের চাইতে বড় কোম্পানি সম্ভব নয়? আপনাকে দিয়েও যে সম্ভব, তা হয়তো আপনি এখনো জানেন না।
আমাদের দেশে চাকরির জন্য মরিয়া মানুষ একটা সময় অত্যাধিক ছিল। কিন্তু বর্তমানের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার একটি আগ্রহ বেশ লক্ষ্য করা যায়। তারা চায় নিজে স্বাবলম্বী ও স্বাধীন হয়ে চলতে ও দেশের জন্য বড় রকমের অবদান রাখতে। কারণ চাকরি করে দেশের জন্য যতটুকু অবদান রাখা যায়, চাকরি তৈরি করে তার চাইতেও বেশি অবদান রাখা যায়। আপনি কোন দলে? চাকরি প্রত্যাশীদের দলে না গুগল/মাইক্রোসফট বা অ্যাপল প্রতিষ্ঠাকারীদের দলে?
একটি সময় বাংলাদেশের মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া কিছুই ভাবতে পারতো না। এখন অবশ্য মানুষের চিন্তা-ভাবনা বদলাচ্ছে। ডাক্তার-ইঞ্জিনিয়ার সংস্কৃতি বদলাচ্ছে। ধীরে ধীরে উদ্যোক্তা সংস্কৃতি চালু হচ্ছে। এখন তো উদ্যোক্তা হওয়া এক ধরনের ট্রেন্ড। তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার চিন্তা করে, স্বপ্ন দেখে। এটা তো ভালো ইঙ্গিত।
তরুণরা কেনো উদ্যোক্তা হবে না? পৃথিবীর টপ কয়েকটা কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন দিচ্ছি; দেখে আমাকে বলেন, চাকরি করে এগুলে সম্ভব কিনা? শুধু মার্কে ভ্যালুয়েশন না, সোসাইটিতে এদের ইমপেক্ট চিন্তা করেন্
This is the century of doing incredible things. Let’s create something incredible…
1. Amazon Inc. 802.18 bln (billion)
2. Microsoft Inc. 789.25 bln
3. Alphabet Inc. 737.37 bln
4. Apple Inc. 720.12 bln
5. Berkshinre Hathaway Inc. 482.36 bln
6. Facebook 413.25 bln
7. Tencent 400.90 bln
8. Alibaba Group 392.25 bln
9. Johnson & Johnson 347.99 bln
10. JP Morgan Chase 332.24 bln
বিগেটসের মাইক্রোসফট, জেফ বেজোসের আমাজন, স্টিভ জবসের অ্যাপল, জাকারবার্গের ফেসবুক এখকার তরুণদের অনুপ্রাণিত করে। ল্যারি পেইজের গুগল আমাদের তরুণদের অনুপ্রাণিত করে।
কিছু কিছু মানুষ কিন্তু আবার গুগলে চাকরি পাওয়ার জন্য জান কুরবান করে দিবে এমন অবস্থা। আরে ভাই গুগলে চাকরি পাওয়ার জন্য এত মরিয়া হচ্ছেন কেনো? আপনাকে দিয়ে কি গুগলের চাইতে বড় কোম্পানি সম্ভব নয়? আপনাকে দিয়েও যে সম্ভব, তা হয়তো আপনি এখনো জানেন না।
আমাদের দেশে চাকরির জন্য মরিয়া মানুষ একটা সময় অত্যাধিক ছিল। কিন্তু বর্তমানের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার একটি আগ্রহ বেশ লক্ষ্য করা যায়। তারা চায় নিজে স্বাবলম্বী ও স্বাধীন হয়ে চলতে ও দেশের জন্য বড় রকমের অবদান রাখতে। কারণ চাকরি করে দেশের জন্য যতটুকু অবদান রাখা যায়, চাকরি তৈরি করে তার চাইতেও বেশি অবদান রাখা যায়। আপনি কোন দলে? চাকরি প্রত্যাশীদের দলে না গুগল/মাইক্রোসফট বা অ্যাপল প্রতিষ্ঠাকারীদের দলে?