- Sun Sep 26, 2021 11:59 am#7283
কোন মানুষ যখন গতানুগতিকতার বাইরে গিয়ে নতুন চিন্তা-ভাবনা কিংবা আবিষ্কার নিয়ে কোন কিছু করে; তখন সে মানুষকে উদ্যোক্তা বলে।
সহজ কথায়, সবাই যা করছে তার বাইরে গিয়ে নতুন কিছু যে করবে সেই উদ্যোক্তা। একটি উদাহরণ দিচ্ছি রঙিন টিভি চালু হয়েছে বেশিদিন হয়নি। এর আগে পঞ্চাশের দশক থেকে অর্থাৎ দীর্ঘদিন ধরে সাদা-কালো টিভি মানুষ দেখেছে। তার পর কেউ মনে করলো টিভি কেনো সাদা কালো হবে? টিভি হবে রঙিন। সেই চিন্তা থেকেই টিভিটা সাদা কালো থেকে রঙিন হলো আর আমরা এখন তাঁদের কল্যাণে রঙিন টিভি দেখছি।
যারা রঙিন টিভি আবিষ্কার ও বাজারজাত শুরু করেছে তাঁদের কাজটা একটা উদ্যোগ ছিলো। যারা উদ্যোগ নিলো তাঁরাই হচ্ছে উদ্যোক্তা। যে মানুষগুলা এই রঙিন টিভি আবিষ্কার করলো ও বাজারজাত করলো তাঁরা যদি এটা না করে সাদা-কালো টিভিই বাজারজাত করতো তখন কি তারা উদ্যোক্তা হতো? বা আমরাই কি রঙিন টিভি পেতাম?
না। তাঁরাও উদ্যোক্তা হতো না বা আমরাও রঙিন টিভি পেতাম না। কারণ নতুন কিছু ছাড়া উদ্যোক্তা হয় না। এখন আরেকটি ব্যাপার হচ্ছে- নতুন কিছু মানে যে, একেবারে সম্পূর্ণ নতুন হতে হবে এমন কিন্তু নয়। বরং পুরনো কিছুর সঙ্গে নতুন কোনো ফিচার যুক্ত করলেই সেটা নতুন উদ্যোগ হবে। যেমন- সাদাকালো টিভির কালার পরিবর্তন করায় সেটা একটি উদ্যোগ।
সহজ কথায়, সবাই যা করছে তার বাইরে গিয়ে নতুন কিছু যে করবে সেই উদ্যোক্তা। একটি উদাহরণ দিচ্ছি রঙিন টিভি চালু হয়েছে বেশিদিন হয়নি। এর আগে পঞ্চাশের দশক থেকে অর্থাৎ দীর্ঘদিন ধরে সাদা-কালো টিভি মানুষ দেখেছে। তার পর কেউ মনে করলো টিভি কেনো সাদা কালো হবে? টিভি হবে রঙিন। সেই চিন্তা থেকেই টিভিটা সাদা কালো থেকে রঙিন হলো আর আমরা এখন তাঁদের কল্যাণে রঙিন টিভি দেখছি।
যারা রঙিন টিভি আবিষ্কার ও বাজারজাত শুরু করেছে তাঁদের কাজটা একটা উদ্যোগ ছিলো। যারা উদ্যোগ নিলো তাঁরাই হচ্ছে উদ্যোক্তা। যে মানুষগুলা এই রঙিন টিভি আবিষ্কার করলো ও বাজারজাত করলো তাঁরা যদি এটা না করে সাদা-কালো টিভিই বাজারজাত করতো তখন কি তারা উদ্যোক্তা হতো? বা আমরাই কি রঙিন টিভি পেতাম?
না। তাঁরাও উদ্যোক্তা হতো না বা আমরাও রঙিন টিভি পেতাম না। কারণ নতুন কিছু ছাড়া উদ্যোক্তা হয় না। এখন আরেকটি ব্যাপার হচ্ছে- নতুন কিছু মানে যে, একেবারে সম্পূর্ণ নতুন হতে হবে এমন কিন্তু নয়। বরং পুরনো কিছুর সঙ্গে নতুন কোনো ফিচার যুক্ত করলেই সেটা নতুন উদ্যোগ হবে। যেমন- সাদাকালো টিভির কালার পরিবর্তন করায় সেটা একটি উদ্যোগ।