- Sat Sep 25, 2021 6:08 pm#7277
*সুন্দর ও সফল জীবন নির্ভর করে উদ্দেশ্যের ওপর; উদ্দেশ্যহীনভাবে কাজ
করলে কোনো ফল লাভ হবে না।
*. পরামর্শের মাধ্যমে কোনোকিছু না জানলে জেনে নিন। কখনোই না জেনে
জানার ভান করাবেন না। অকারণ ভণিতা সাফল্য অর্জনে ব্যাঘাত ঘটাতে
পারে।
লক্ষ্য নির্ধারণে করণীয়
* সফল ব্যক্তিদের জীবনী পড়তে পারেন। এতে জীবনের লক্ষ্য নির্ধারণ সহজ
হবে।
* চলার পথে ভুলগুলো থেকে শিক্ষা নিন। তাতে করে ভবিষ্যতে ভুল এড়িয়ে
যাওয়াটা সহজ হবে । আপনি হয়ে উঠবেন ভুলবিহীন নিখুঁত একজন মানুষ।
* লক্ষ্য নির্ধারণে একটা ছক এঁকে নিতে পারেন। জীবনের কোনো সময়টাতে
কী করতে চান, তার একটা খসড়া পরিকল্পনা থাকা উচিত।
*. মনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন্দ্রীভূত রাখুন। লক্ষ্যের প্রতি উৎসাহী ও
মনোযোগী থাকুন।
খুজে নিন আগ্রহের ক্ষেত্র
ক্যারিয়ার গড়ার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। প্রত্যেকের এক একটা নির্দিষ্ট ক্ষেত্রে
ঝোক, আগ্রহ বা প্রবণতা থাকে। আপনার আগ্রহ ও ঝোক কোন দিকে বেশি
বা কোন দিকে কম তা নির্ধারণ করে নিন। এক্ষেত্রে বিভিন্ন পেশা সম্পর্কে
মোটামুটি ধারণা থাকলে ভালো হয়। আপনার আগ্রহ ও পেশাগত বিভিন্ন দিক
বিবেচনায় রেখে যে পেশায় যেতে চান, সেই পেশার জন্য প্রয়োজনীয় নৈপুণ্য ও
শিক্ষাগত যোগ্যতা আপনার আছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখুন।
ক্যারিয়ার পরিকল্পনা
ক্যারিয়ার সংক্রান্ত লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপক বিবরণের নামই হলো ক্যারিয়ার
পরিকল্পনা। অর্থাৎ আপনি কোন পেশায় কিভাবে যাবেন তার সুনির্দিষ্ট কর্মসূচি।
অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা বলতে পেশা নির্বাচনকে বুঝে থাকেন।
ক্যারিয়ার কাউন্সিলর বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন মনস্তাত্বিক পরীক্ষার মাধ্যমে
একজন শিক্ষার্থীর কোন পেশায় যাওয়া উচিত এবং কোন পেশায় গেলে তার
সফল হওয়ার সম্ভাবনা বেশি তা নির্ণয় করে দেন। সুতরাং সফল হতে চাইলে
জীবনের লক্ষ্য নির্ধারণে আর গড়িমসি নয়। এমারসনের সেই বিখ্যাত উক্তিই
হোক আপনার অনুপ্রেরণার উৎস- যে মানুষ জানে তার জীবনের লক্ষ্য কী,
পৃথিবী তার লক্ষ্যে পৌছানোর পথ তৈরি করে দেয়!
করলে কোনো ফল লাভ হবে না।
*. পরামর্শের মাধ্যমে কোনোকিছু না জানলে জেনে নিন। কখনোই না জেনে
জানার ভান করাবেন না। অকারণ ভণিতা সাফল্য অর্জনে ব্যাঘাত ঘটাতে
পারে।
লক্ষ্য নির্ধারণে করণীয়
* সফল ব্যক্তিদের জীবনী পড়তে পারেন। এতে জীবনের লক্ষ্য নির্ধারণ সহজ
হবে।
* চলার পথে ভুলগুলো থেকে শিক্ষা নিন। তাতে করে ভবিষ্যতে ভুল এড়িয়ে
যাওয়াটা সহজ হবে । আপনি হয়ে উঠবেন ভুলবিহীন নিখুঁত একজন মানুষ।
* লক্ষ্য নির্ধারণে একটা ছক এঁকে নিতে পারেন। জীবনের কোনো সময়টাতে
কী করতে চান, তার একটা খসড়া পরিকল্পনা থাকা উচিত।
*. মনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে কেন্দ্রীভূত রাখুন। লক্ষ্যের প্রতি উৎসাহী ও
মনোযোগী থাকুন।
খুজে নিন আগ্রহের ক্ষেত্র
ক্যারিয়ার গড়ার বিভিন্ন ক্ষেত্র রয়েছে। প্রত্যেকের এক একটা নির্দিষ্ট ক্ষেত্রে
ঝোক, আগ্রহ বা প্রবণতা থাকে। আপনার আগ্রহ ও ঝোক কোন দিকে বেশি
বা কোন দিকে কম তা নির্ধারণ করে নিন। এক্ষেত্রে বিভিন্ন পেশা সম্পর্কে
মোটামুটি ধারণা থাকলে ভালো হয়। আপনার আগ্রহ ও পেশাগত বিভিন্ন দিক
বিবেচনায় রেখে যে পেশায় যেতে চান, সেই পেশার জন্য প্রয়োজনীয় নৈপুণ্য ও
শিক্ষাগত যোগ্যতা আপনার আছে কিনা সে বিষয়টিও বিবেচনায় রাখুন।
ক্যারিয়ার পরিকল্পনা
ক্যারিয়ার সংক্রান্ত লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপক বিবরণের নামই হলো ক্যারিয়ার
পরিকল্পনা। অর্থাৎ আপনি কোন পেশায় কিভাবে যাবেন তার সুনির্দিষ্ট কর্মসূচি।
অনেকেই ক্যারিয়ার পরিকল্পনা বলতে পেশা নির্বাচনকে বুঝে থাকেন।
ক্যারিয়ার কাউন্সিলর বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন মনস্তাত্বিক পরীক্ষার মাধ্যমে
একজন শিক্ষার্থীর কোন পেশায় যাওয়া উচিত এবং কোন পেশায় গেলে তার
সফল হওয়ার সম্ভাবনা বেশি তা নির্ণয় করে দেন। সুতরাং সফল হতে চাইলে
জীবনের লক্ষ্য নির্ধারণে আর গড়িমসি নয়। এমারসনের সেই বিখ্যাত উক্তিই
হোক আপনার অনুপ্রেরণার উৎস- যে মানুষ জানে তার জীবনের লক্ষ্য কী,
পৃথিবী তার লক্ষ্যে পৌছানোর পথ তৈরি করে দেয়!