- Fri Sep 24, 2021 11:36 am#7269
বিপুলা এই পৃথিবী- কত সুযোগ এখানে! কতভাবে গড়া যায় ক্যারিয়ার। আমাদের প্রত্যেকের চেষ্টা আসলে কর্মসমুদ্রে নিজের যথার্থ ক্যারিয়ারটি আবিষ্কারের অভিযাত্রা । কিন্তু তার আগে জানতে হবে সেসবের বিস্তারিত।
একবিংশ শতাব্দীর পৃথিবীতে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। এমন কিছু
বিষয় এসেছে, যা আগে ছিলই না। চলমান এই বিশ্বকাজের দরবারে
তিনিই সফল হন, যিনি ওই ক্ষেত্রগুলোর সন্ধান জানেন এবং “গুলো” থেকে
সঠিকটি বাছাই করতে পারেন আর সময়মতো 'বাছাই কাজ'-এ পৌঁছানোর
পরিকল্পনা করে এগিয়ে যান।
এখন প্রয়োজন ওই ক্ষেত্র বা সুযোগগুলোর কথা যতদুর সম্ভব জানা এবং গন্তব্যের পথে হাটতে শুরু করা। যদিও আমরা সবাই জানি, বলা সহজ করা কঠিন।
তবে এক্ষেত্রে উপায় বাৎলে দেওয়া যেতে পারে। আপনি আপনার বাবা-মা,
চাচা, খালা, শিক্ষক, আত্মীয়দেরকেই নিচের প্রশ্নগুলো করতে পারেন:
* আপনি যখন আমাদের বয়েসী ছিলেন, তখন আপনার সপ্নের চাকরি কোনটা
ছিল?
* আপনি যখন আমাদের মতো ছিলেন, তখন কিভাবে আপনার ক্যারিয়ার
নির্বাচন করেছিলেন?
* শেষ পর্যন্ত আপনি কি স্বপ্নের চাকরি করতে পেরেছেন? যদি ’না’ পারেন তবে কেন পারেননি?
*.আপনি কি আপনার কর্মনজীবনে কখনো ক্যারিয়ার বদলেছেন? যদি বদলে থাকেন তবে কেন?
* আপনার বর্তমান কাজের কী কী পছন্দ আর অপছন্দই-বা কী কী?
তথ্য সংগ্রহ করুন
একের অধিক পছন্দ আপনার থাকতেই পারে। যে বিষয়ে বা বিষয়গুলোয় আপনি
ক্যারিয়ার গড়বেন বলে প্রাথমিক ভাবে ভাবছেন, সেসব সম্পর্কে যত পারেন তথ্য সংগ্রহ করুন। তথ্য পাবেন বইয়ে, প্রত্রিকায়, ইউটিউবে আর ওয়েবসাইটে। প্রয়োজনীয় পরামর্শ
পেতে পারেন ক্যারিয়ার কাউন্সিলরদের কাছে থেকেও।
একবিংশ শতাব্দীর পৃথিবীতে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। এমন কিছু
বিষয় এসেছে, যা আগে ছিলই না। চলমান এই বিশ্বকাজের দরবারে
তিনিই সফল হন, যিনি ওই ক্ষেত্রগুলোর সন্ধান জানেন এবং “গুলো” থেকে
সঠিকটি বাছাই করতে পারেন আর সময়মতো 'বাছাই কাজ'-এ পৌঁছানোর
পরিকল্পনা করে এগিয়ে যান।
এখন প্রয়োজন ওই ক্ষেত্র বা সুযোগগুলোর কথা যতদুর সম্ভব জানা এবং গন্তব্যের পথে হাটতে শুরু করা। যদিও আমরা সবাই জানি, বলা সহজ করা কঠিন।
তবে এক্ষেত্রে উপায় বাৎলে দেওয়া যেতে পারে। আপনি আপনার বাবা-মা,
চাচা, খালা, শিক্ষক, আত্মীয়দেরকেই নিচের প্রশ্নগুলো করতে পারেন:
* আপনি যখন আমাদের বয়েসী ছিলেন, তখন আপনার সপ্নের চাকরি কোনটা
ছিল?
* আপনি যখন আমাদের মতো ছিলেন, তখন কিভাবে আপনার ক্যারিয়ার
নির্বাচন করেছিলেন?
* শেষ পর্যন্ত আপনি কি স্বপ্নের চাকরি করতে পেরেছেন? যদি ’না’ পারেন তবে কেন পারেননি?
*.আপনি কি আপনার কর্মনজীবনে কখনো ক্যারিয়ার বদলেছেন? যদি বদলে থাকেন তবে কেন?
* আপনার বর্তমান কাজের কী কী পছন্দ আর অপছন্দই-বা কী কী?
তথ্য সংগ্রহ করুন
একের অধিক পছন্দ আপনার থাকতেই পারে। যে বিষয়ে বা বিষয়গুলোয় আপনি
ক্যারিয়ার গড়বেন বলে প্রাথমিক ভাবে ভাবছেন, সেসব সম্পর্কে যত পারেন তথ্য সংগ্রহ করুন। তথ্য পাবেন বইয়ে, প্রত্রিকায়, ইউটিউবে আর ওয়েবসাইটে। প্রয়োজনীয় পরামর্শ
পেতে পারেন ক্যারিয়ার কাউন্সিলরদের কাছে থেকেও।