- Sun Oct 14, 2018 11:25 pm#907
মাস্টার্স পড়াকালীন একটা বেসরকারি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে যোগদান করি। পরে কিছুটা বেশি বেতনে আরেকটা বেসরকারি ব্যাংকে এমটিও পদে যোগদান করি। এরপর সরকারি ব্যাংকে চাকরি হলে অর্ধেক বেতনে সিনিয়র অফিসার পদে গ্রামে চলে যাই। নিজ অভিজ্ঞতা থেকে খুব ব্যস্ততার মধ্যে লেখা তাই বানান ও বাক্যের প্রতি গুরুত্ব না দিয়ে মূল পয়েন্টগুলো দিলাম।
টার্গেটঃ আপনাকে সামাজিকভাবে হেয় করবে। টার্গেট পূরণে অনেক খরচ; প্রচুর ফোন, অফিসিয়াল গ্রাহকের উপহার, গ্রাহকের বাসা/অফিসে যাওয়া আসা ইত্যাদি খাতে বেতনের ৮/১০ হাজার খরচ হতে পারে। ব্যক্তিগত সময় কমে যাবে, অসামাজিক হয়ে যাবেন। আপনার সকল অর্জনকে ছোট করবে ; শুধু টার্গেট ফিলাপ না করার কারণে প্রমোশন হবে না; ৫ কোটি জিপোজিট অানতে বলল আপনি দিলেন ৪৫ লক্ষ, কত নম্বর দেবে? সরকারিতে কাজের চাপ কম থাকায় সেল্ফ ডেভলপমেন্টের সুযোগ পাবেন।
সোসাল কস্টঃ শুধু চাকরির জন্য আপনার জীবনযাত্রার ব্যয় বাড়বে কমপক্ষে ১০হাজার। যেমন পোষাক, চলাফেরা, সামাজিকতা রক্ষা।
সুইচ করাঃ সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকবেন ৪/৫ বছর পর পর ব্যাংক বদলাতে হবে। নতুন পরিবেশ নতুন বস মানিয়ে নিতে হবে। এক ব্যাংকে বেশিদিন থাকলে মনে হবে কলিগ ব্যাংক ছেড়ে অনেক উন্নতি করছে আমাকেও সুযোগ খুঁজতে হবে।
আয়করঃ বেসরকারি ব্যাংকে বছরে কমপক্ষে ৩০ হাজার টাকা অায়কর বেশি আসে।
লোনঃ ৫% সরল সুদে ৮০/৯০ লক্ষ টাকা লোন পাবেন যার আর্থিক সুবিধা মাসে কমপক্ষে ৩৫হাজার টাকা। লোনের সঠিক ব্যবহার করলে নিজের বাড়ি হবে, অসচ্ছল থাকবেন না। বেসরকারি ব্যাংকের লোন ২০ হতে ৪০ লক্ষ টাকা যা দ্বারা বাড়ি হয়না, টাকাটা নষ্ট হতে পারে, সুদের হার ১০%।
সিনিয়র কর্মীঃ অনেক বেসরকারি ও বিদেশী ব্যাংকে ৪৫ উর্ধ্ব কর্মীদের অবমূল্যায়ন করা হয়, চাকরি ছাড়তে বাধ্য করা হয়।
পেনশনঃ এ বছর একজন ডিজিএম অবসরে গেলে পেনশন পায় মাসে ৩৫ হাজার টাকা। আজীবন নিজে ও স্পাউস পাবে, প্রতি বছর বাড়ে, ঈদ বোনাস দেয়। বাড়ি ভাড়া না লাগলে সংসার খরচ চলে যাবে। ২০ বছর বাঁচলে এখাতে ১ কোটি আসল পাবে, ১০% সুদ ধরলে মোট ৪ কোটি।
গ্রাচুইটিঃ কমপক্ষে ২৫ বছর চাকরি করলে শেষ বেসিকের ১০৩গুণ এককালীন পাবেন। বেসরকারীগণ ৩০ বছর চাকরি করে পাবেন শেষ বেসিকের ৬০ গুণ। সরকারি বেসিক ৬০হাজার আর বেসরকারি বেসিক ১ লক্ষ হলে গ্রাচুইটি সমান হবে।
জিপিএফঃ বেসিকের ২৫% হারে জমানোর সুযোগ পাবেন যার উপর ১৩% সুদ দেবে। চাকরির শুরুতে যাদের বেসিক ৩হাজার টাকার কম ছিল তারা আজকে রিটায়ার করে ৬০লক্ষ টাকা জিপিএফ পাচ্ছে।
গুরুতর অসুস্থতাঃ গুরুতর অসুস্থ হলে আপনি বেসরকারি চাকরি করতে পারবেন না। সরকারি চাকরিতে মানবিক দিক বিবেচনা করা হয়।
কার্টেসি: আনোয়ার পারভেজ, এসিসিএ, জনতা ব্যাংক লিমিটেড।
টার্গেটঃ আপনাকে সামাজিকভাবে হেয় করবে। টার্গেট পূরণে অনেক খরচ; প্রচুর ফোন, অফিসিয়াল গ্রাহকের উপহার, গ্রাহকের বাসা/অফিসে যাওয়া আসা ইত্যাদি খাতে বেতনের ৮/১০ হাজার খরচ হতে পারে। ব্যক্তিগত সময় কমে যাবে, অসামাজিক হয়ে যাবেন। আপনার সকল অর্জনকে ছোট করবে ; শুধু টার্গেট ফিলাপ না করার কারণে প্রমোশন হবে না; ৫ কোটি জিপোজিট অানতে বলল আপনি দিলেন ৪৫ লক্ষ, কত নম্বর দেবে? সরকারিতে কাজের চাপ কম থাকায় সেল্ফ ডেভলপমেন্টের সুযোগ পাবেন।
সোসাল কস্টঃ শুধু চাকরির জন্য আপনার জীবনযাত্রার ব্যয় বাড়বে কমপক্ষে ১০হাজার। যেমন পোষাক, চলাফেরা, সামাজিকতা রক্ষা।
সুইচ করাঃ সবসময় একটা অস্থিরতার মধ্যে থাকবেন ৪/৫ বছর পর পর ব্যাংক বদলাতে হবে। নতুন পরিবেশ নতুন বস মানিয়ে নিতে হবে। এক ব্যাংকে বেশিদিন থাকলে মনে হবে কলিগ ব্যাংক ছেড়ে অনেক উন্নতি করছে আমাকেও সুযোগ খুঁজতে হবে।
আয়করঃ বেসরকারি ব্যাংকে বছরে কমপক্ষে ৩০ হাজার টাকা অায়কর বেশি আসে।
লোনঃ ৫% সরল সুদে ৮০/৯০ লক্ষ টাকা লোন পাবেন যার আর্থিক সুবিধা মাসে কমপক্ষে ৩৫হাজার টাকা। লোনের সঠিক ব্যবহার করলে নিজের বাড়ি হবে, অসচ্ছল থাকবেন না। বেসরকারি ব্যাংকের লোন ২০ হতে ৪০ লক্ষ টাকা যা দ্বারা বাড়ি হয়না, টাকাটা নষ্ট হতে পারে, সুদের হার ১০%।
সিনিয়র কর্মীঃ অনেক বেসরকারি ও বিদেশী ব্যাংকে ৪৫ উর্ধ্ব কর্মীদের অবমূল্যায়ন করা হয়, চাকরি ছাড়তে বাধ্য করা হয়।
পেনশনঃ এ বছর একজন ডিজিএম অবসরে গেলে পেনশন পায় মাসে ৩৫ হাজার টাকা। আজীবন নিজে ও স্পাউস পাবে, প্রতি বছর বাড়ে, ঈদ বোনাস দেয়। বাড়ি ভাড়া না লাগলে সংসার খরচ চলে যাবে। ২০ বছর বাঁচলে এখাতে ১ কোটি আসল পাবে, ১০% সুদ ধরলে মোট ৪ কোটি।
গ্রাচুইটিঃ কমপক্ষে ২৫ বছর চাকরি করলে শেষ বেসিকের ১০৩গুণ এককালীন পাবেন। বেসরকারীগণ ৩০ বছর চাকরি করে পাবেন শেষ বেসিকের ৬০ গুণ। সরকারি বেসিক ৬০হাজার আর বেসরকারি বেসিক ১ লক্ষ হলে গ্রাচুইটি সমান হবে।
জিপিএফঃ বেসিকের ২৫% হারে জমানোর সুযোগ পাবেন যার উপর ১৩% সুদ দেবে। চাকরির শুরুতে যাদের বেসিক ৩হাজার টাকার কম ছিল তারা আজকে রিটায়ার করে ৬০লক্ষ টাকা জিপিএফ পাচ্ছে।
গুরুতর অসুস্থতাঃ গুরুতর অসুস্থ হলে আপনি বেসরকারি চাকরি করতে পারবেন না। সরকারি চাকরিতে মানবিক দিক বিবেচনা করা হয়।
কার্টেসি: আনোয়ার পারভেজ, এসিসিএ, জনতা ব্যাংক লিমিটেড।