- Mon Oct 08, 2018 1:03 am#856
সকালের দিকে বিসিএস প্রিলি পরীক্ষার জন্য বিভিন্ন প্রকাশনীর নতুন সংস্করণের বই কেনা ও দেখার উদ্দেশ্যে আন্দরকিল্লা গিয়েছিলাম। অনেকক্ষণ সময় নিয়ে বিভিন্ন বই দেখে যে বইগুলোকে আমার তুলনামূলক ভালো, বাস্তবসম্মত এবং প্রিলি পরীক্ষার জন্য কার্যকরী মনে হলো সেগুলোর বিষয়ভিত্তিক একটা তালিকা তুলে ধরলাম।
=== প্রশ্নসম্ভার ===
শুধু বিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে বিসিএস প্রকাশনীর জেনুইন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন-সম্ভার বইটা ভালো লাগলো। তবে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সম্বলিত বই কিনতে চাইলে প্রফেসরস প্রকাশনের জব সল্যুশন বইটি কিনতে পারেন।
=== বাংলা ====
মফিজুল হক মিলনের অগ্রদূত বাংলা বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা সাহিত্য অংশের জন্য মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অংশের ড. হায়াৎ মামুদের উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা বই দুইটি পড়তে পারেন।
=== ইংরেজি ===
সার্বিক প্রস্তুতির জন্য জাহাঙ্গীর আলমের মাস্টার, অ্যানালজির জন্য সাইফুরস অ্যানালজি, ভোকাবিউলারির জন্য ওরাকল প্রকাশনীর ভোকাবিউলারি উইথ নিমোনিক বইগুলো কিনতে পারেন। এগুলোর পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা সাহিত্য অংশের জন্য মফিজার রহমানের এবিসি অফ ইংলিশ লিটারেচার এবং ব্যাকরণ অংশের জন্য জাকির হোসেনের এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই দুইটি দেখতে পারেন।
=== গণিত ===
শাহীনস ম্যাথ বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ ও উচ্চতর গণিতের বোর্ড বইগুলো সলভ করতে পারেন।
=== মানসিক দক্ষতা ===
লিখিত পরীক্ষার জন্য প্রকাশিত ওরাকল প্রকাশনীর মানসিক দক্ষতা বইটা কিনতে পারেন। আর কোন কিছুর দরকার নাই।
=== বাংলাদেশ বিষয়াবলি ===
প্রফেসরস প্রকাশনীর নতুন বিশ্ব অথবা এমপিথ্রি প্রকাশনীর সাধারণ জ্ঞান (বাংলাদেশ) বইটা কিনতে পারেন। আরিফ খানের সহজ ভাষার সংবিধান এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিনবেন। এগুলোর পাশাপাশি টেক্সট পড়তে চাইলে নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইটি দেখতে পারেন।
=== আন্তর্জাতিক বিষয়াবলি ===
প্রফেসরস প্রকাশনীর নতুন বিশ্ব অথবা এমপিথ্রি প্রকাশনীর সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) বইটা কিনতে পারেন। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিনবেন। প্রয়োজন মনে করলে ইন্টারনেটের সাহায্য নিবেন।
===সাধারণ বিজ্ঞান ===
ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বইগুলোতে চোখ বুলাতে পারেন।
=== কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ====
ইজি প্রকাশনীর ইজি কম্পিউটার বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য লেখা প্রকৌশলী মুজিবুর রহমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইটা দেখতে পারেন।
=== ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ===
অ্যাসিওরেন্স প্রকাশনীর ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বইটা কিনতে পারেন। টেক্সট বই পড়তে চাইলে নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইটি দেখতে পারেন।
=== নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ===
অ্যাসিওরেন্স প্রকাশনীর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটা কিনতে পারেন। টেক্সট বই পড়তে চাইলে নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বইটি দেখতে পারেন।
সৈকত তালুকদার
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত
=== প্রশ্নসম্ভার ===
শুধু বিসিএস পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে বিসিএস প্রকাশনীর জেনুইন বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন-সম্ভার বইটা ভালো লাগলো। তবে বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সম্বলিত বই কিনতে চাইলে প্রফেসরস প্রকাশনের জব সল্যুশন বইটি কিনতে পারেন।
=== বাংলা ====
মফিজুল হক মিলনের অগ্রদূত বাংলা বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা সাহিত্য অংশের জন্য মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অংশের ড. হায়াৎ মামুদের উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা বই দুইটি পড়তে পারেন।
=== ইংরেজি ===
সার্বিক প্রস্তুতির জন্য জাহাঙ্গীর আলমের মাস্টার, অ্যানালজির জন্য সাইফুরস অ্যানালজি, ভোকাবিউলারির জন্য ওরাকল প্রকাশনীর ভোকাবিউলারি উইথ নিমোনিক বইগুলো কিনতে পারেন। এগুলোর পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা সাহিত্য অংশের জন্য মফিজার রহমানের এবিসি অফ ইংলিশ লিটারেচার এবং ব্যাকরণ অংশের জন্য জাকির হোসেনের এ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই দুইটি দেখতে পারেন।
=== গণিত ===
শাহীনস ম্যাথ বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সাধারণ ও উচ্চতর গণিতের বোর্ড বইগুলো সলভ করতে পারেন।
=== মানসিক দক্ষতা ===
লিখিত পরীক্ষার জন্য প্রকাশিত ওরাকল প্রকাশনীর মানসিক দক্ষতা বইটা কিনতে পারেন। আর কোন কিছুর দরকার নাই।
=== বাংলাদেশ বিষয়াবলি ===
প্রফেসরস প্রকাশনীর নতুন বিশ্ব অথবা এমপিথ্রি প্রকাশনীর সাধারণ জ্ঞান (বাংলাদেশ) বইটা কিনতে পারেন। আরিফ খানের সহজ ভাষার সংবিধান এবং মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিনবেন। এগুলোর পাশাপাশি টেক্সট পড়তে চাইলে নবম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইটি দেখতে পারেন।
=== আন্তর্জাতিক বিষয়াবলি ===
প্রফেসরস প্রকাশনীর নতুন বিশ্ব অথবা এমপিথ্রি প্রকাশনীর সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) বইটা কিনতে পারেন। মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কিনবেন। প্রয়োজন মনে করলে ইন্টারনেটের সাহায্য নিবেন।
===সাধারণ বিজ্ঞান ===
ওরাকল বিজ্ঞান ও প্রযুক্তি বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা নবম শ্রেণির সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বইগুলোতে চোখ বুলাতে পারেন।
=== কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ====
ইজি প্রকাশনীর ইজি কম্পিউটার বইটা কিনতে পারেন। এটার পাশাপাশি যারা টেক্সট বই পড়তে চান, তাঁরা একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য লেখা প্রকৌশলী মুজিবুর রহমানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বইটা দেখতে পারেন।
=== ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ===
অ্যাসিওরেন্স প্রকাশনীর ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বইটা কিনতে পারেন। টেক্সট বই পড়তে চাইলে নবম শ্রেণির ভূগোল ও পরিবেশ বইটি দেখতে পারেন।
=== নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ===
অ্যাসিওরেন্স প্রকাশনীর নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন বইটা কিনতে পারেন। টেক্সট বই পড়তে চাইলে নবম শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা বইটি দেখতে পারেন।
সৈকত তালুকদার
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত