- Mon Jun 04, 2018 2:56 pm#113
বেকার মাত্রই বিসিএস পরীক্ষা দেয়। কিন্তু আপনি বেকার বলেই বিসিএস দিবেন সেটা কোন কথা না। বিসিএস পরীক্ষা দেওয়ার আগে আপনার মাথায় থাকা দরকার আদৌ আপনার বিসিএস দেওয়ার প্রয়োজন আছে কিনা? নাহয় হেলায় কয়েকটা বছর সময় নষ্ট করবেন। এখন দেখেন আপনি বিসিএস দিবেন কিনা
১. ডাক্তার:
আপনি যদি ডাক্তার হন, আর বাংলাদেশে খেয়ে পরে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই বিসিএস দেওয়াটা বুদ্ধিমানের কাজ। একসময় মানুষ বলতো, ডাক্তাররা গাছতলায় চেয়ার টেবিল নিয়ে বসলেও রোগী দেখে টাকা ইনকাম করতে পারে। সেই দিন আর নাইরে ভাই, প্রাইভেট প্রাকটিস করে সংসার চালানোর দিন শেষ। এখন ঘরে ঘরে ডাক্তার।
আর যদি উচ্চতর ডিগ্রি নিতে চান তাহলে অবশ্যই বিসিএস আপনার জন্য জরুরি। নাহয় বিনা বেতনে ট্রেনিং করতে করতে জান শেষ হয়ে যাবে।
২. ইঞ্জিনিয়ার:
আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকলে আপনার জন্য বিসিএস জরুরি না। বাংলাদেশে এখনও ইঞ্জিনিয়ারদের কাজের অনেক ক্ষেত্র আছে। বিসিএসকেই একমাত্র ধ্যানজ্ঞান না করে অন্য বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। তবে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বিসিএস দেওয়াটা সুবিধাজনক।
৩. আর্টস/ফাইন আর্টস:
আর্টসের ছাত্র মানেই বিসিএস ছাড়া কোন উপায় নাই এই ধারনা এখন পুরোনো হয়ে গেছে। আর্টসের স্টুডেন্টরা এখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। যেমন সংবাদিকতা, বিজ্ঞাপন এজেন্সি, কর্পোরেট অফিস ইত্যাদি ক্ষেত্রে। তবে সিলেকটিভ কিছু মানুষের জন্য বিসিএস ভালো বিকল্প হতে পারে। আপনার বুঝতে হবে আপনি সেই কিছু মানুষদের মধ্যে পরেন নাকি।
আর আপনি যদি ফাইন আর্টসের ছাত্র হোন, তাহলে তো ভাই আপনি ক্রিয়েটিভ লাইনের লোক। হুদাই আমরা হতে যাবেন কেন আপনি?
৪. রেজাল্ট খারাপ:
বিসিএর এর সাথে রেজাল্ট ভালো খারাপের কোন সম্পর্ক নাই। এসএসসি/এইচএসসিতে কম জিপিএ পাওয়া অনেকেরই বিসিএস হয়েছে। আবার তাদের বড় একটা অংশেরই হয়নি। তাই এক দুজনকে দেখে ভুল মোটিভেশন নেওয়ার দরকার নাই। আপনাকে ভাবতে হবে আপনার অতীতের রেজাল্ট কেন খারাপ হলো। সেটা যদি আপনার গাফলতির কারনে হয়ে থাকে তাহলে সেই অভ্যাস দূর করার ইচ্ছাশক্তি আপনার আছে কিনা। নাহয় আপনার এই লাইনে চেষ্টা না করাই ভালো।
৫. মেধাবী/মেধাহীন:
বিসিএস এর সাথে মেধাবী না মেধাহীন এর কোন সম্পর্ক নাই। আদতে জন্মগত মেধা বলে কোন জিনিস আছে সেটাই আমি বিশ্বাস করি না। মেধা জিনিসটাই হলো দীর্ঘদিনের চর্চা ও পরিশ্রমের ফলে কোন বিষয়ে মানুষের দক্ষতা অর্জন করা। আর আমাদের বিসিএস এর প্রশ্ন পদ্ধতিই এমন যেটাতে ভালো করতে হলে আপনাকে দীর্ঘদিন চর্চা করতে হবে।
৬. বিসিএস না দিলে কি করবেন?
ভাইরে বিসিএস ছাড়াও দুনিয়াতে করার মতো বহু কাজ আছে। আপনি সিনেমা বানান, গান গান, লেখালেখি করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন যা ইচ্ছা করেন। তবে যা করবেন মন দিয়ে ডেডিকেশন নিয়ে করবেন, তাতে জীবনের স্বার্থকতা খুজে পাবেন।
ডা: কামরুল হাসান রাহাত
৩৫ তম বিসিএস (স্বাস্থ্য)
১. ডাক্তার:
আপনি যদি ডাক্তার হন, আর বাংলাদেশে খেয়ে পরে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই বিসিএস দেওয়াটা বুদ্ধিমানের কাজ। একসময় মানুষ বলতো, ডাক্তাররা গাছতলায় চেয়ার টেবিল নিয়ে বসলেও রোগী দেখে টাকা ইনকাম করতে পারে। সেই দিন আর নাইরে ভাই, প্রাইভেট প্রাকটিস করে সংসার চালানোর দিন শেষ। এখন ঘরে ঘরে ডাক্তার।
আর যদি উচ্চতর ডিগ্রি নিতে চান তাহলে অবশ্যই বিসিএস আপনার জন্য জরুরি। নাহয় বিনা বেতনে ট্রেনিং করতে করতে জান শেষ হয়ে যাবে।
২. ইঞ্জিনিয়ার:
আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকলে আপনার জন্য বিসিএস জরুরি না। বাংলাদেশে এখনও ইঞ্জিনিয়ারদের কাজের অনেক ক্ষেত্র আছে। বিসিএসকেই একমাত্র ধ্যানজ্ঞান না করে অন্য বিভিন্ন ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেন। তবে সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বিসিএস দেওয়াটা সুবিধাজনক।
৩. আর্টস/ফাইন আর্টস:
আর্টসের ছাত্র মানেই বিসিএস ছাড়া কোন উপায় নাই এই ধারনা এখন পুরোনো হয়ে গেছে। আর্টসের স্টুডেন্টরা এখন বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। যেমন সংবাদিকতা, বিজ্ঞাপন এজেন্সি, কর্পোরেট অফিস ইত্যাদি ক্ষেত্রে। তবে সিলেকটিভ কিছু মানুষের জন্য বিসিএস ভালো বিকল্প হতে পারে। আপনার বুঝতে হবে আপনি সেই কিছু মানুষদের মধ্যে পরেন নাকি।
আর আপনি যদি ফাইন আর্টসের ছাত্র হোন, তাহলে তো ভাই আপনি ক্রিয়েটিভ লাইনের লোক। হুদাই আমরা হতে যাবেন কেন আপনি?
৪. রেজাল্ট খারাপ:
বিসিএর এর সাথে রেজাল্ট ভালো খারাপের কোন সম্পর্ক নাই। এসএসসি/এইচএসসিতে কম জিপিএ পাওয়া অনেকেরই বিসিএস হয়েছে। আবার তাদের বড় একটা অংশেরই হয়নি। তাই এক দুজনকে দেখে ভুল মোটিভেশন নেওয়ার দরকার নাই। আপনাকে ভাবতে হবে আপনার অতীতের রেজাল্ট কেন খারাপ হলো। সেটা যদি আপনার গাফলতির কারনে হয়ে থাকে তাহলে সেই অভ্যাস দূর করার ইচ্ছাশক্তি আপনার আছে কিনা। নাহয় আপনার এই লাইনে চেষ্টা না করাই ভালো।
৫. মেধাবী/মেধাহীন:
বিসিএস এর সাথে মেধাবী না মেধাহীন এর কোন সম্পর্ক নাই। আদতে জন্মগত মেধা বলে কোন জিনিস আছে সেটাই আমি বিশ্বাস করি না। মেধা জিনিসটাই হলো দীর্ঘদিনের চর্চা ও পরিশ্রমের ফলে কোন বিষয়ে মানুষের দক্ষতা অর্জন করা। আর আমাদের বিসিএস এর প্রশ্ন পদ্ধতিই এমন যেটাতে ভালো করতে হলে আপনাকে দীর্ঘদিন চর্চা করতে হবে।
৬. বিসিএস না দিলে কি করবেন?
ভাইরে বিসিএস ছাড়াও দুনিয়াতে করার মতো বহু কাজ আছে। আপনি সিনেমা বানান, গান গান, লেখালেখি করেন, রাজনীতি করেন, ব্যবসা করেন যা ইচ্ছা করেন। তবে যা করবেন মন দিয়ে ডেডিকেশন নিয়ে করবেন, তাতে জীবনের স্বার্থকতা খুজে পাবেন।
ডা: কামরুল হাসান রাহাত
৩৫ তম বিসিএস (স্বাস্থ্য)