Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#110
অনেকেই জানতে চেয়েছেন কিভাবে প্রিলি প্রস্তুতি নিতে হবে??

আমার ক্ষুদ্র জ্ঞান থেকে একটু শেয়ার করছি!!
আজকে শুধু প্রিলি নিয়েই কথা বলব। রিটেন নিয়ে অন্য কোনদিন!!

প্রথমেই বাংলায় আসি...
বোর্ড ব্যাকরণ A to Z ভালো করে পড়বেন, Mp3 পুরটাই। এরপর যদি পারেন সৌমিত্র শেখর এর বাংলা ও সাহিত্য জিজ্ঞাসা বই এর কিছু অংশ পড়বেন যেমন:
সন্ধি
সমাস
কারক
সমার্থক ও প্রতিশব্দ
এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ - প্রবচন।

English part:
BB বরাবরই English synonym and antonym like করে। তাই এই part এ ভালো করতে হলে English native word জানতে হবে... এর জন্য Barron's gre or word smart আর যারা একটু কম পড়তে চান saifurs vocabulary or high frequency word porben. আর গ্রামার part এর জন্য English for competitive exam পড়বেন। idioms and phase এর জন্য Mp3 valo.

Mathematics :
প্রথমেই basic clear এর জন্য class ( 8,9,10) এর English version বই এর math করবেন। এছাড়া professor or saifurs or Arifur এর বই গুলো দেখতে পারেন। সেখানে বিগত বছর এ আসা math গুলো practice করবেন।

general knowledge :
bank গুলো তে recent gk অনেক বেশি দেয়!!! তাই সাম্প্রতিক বিষয়ে update থাকতে হবে!! এছাড়া
current affairs
Mp3 ( Bangladesh and international)
professor ( Bangladesh and international)

computer :
আগে Mp3 পড়লেই cover হত কিন্তু এখন বিভিন্ন website থেকে তুলে দেয়!!! তাই সাম্প্রতিক আসা প্রশ্ন থেকে পড়তে হবে!!! computer related IQ বারাতে হবে!!!

Analytical ability :
BB তে এই part a অনেক গুরত্ত দিতে হবে।। cause এই part থেকে 4-5 ta question থাকে। professor এর analytical ability বই টা ভালো
আছে। এইটা দেখতে পারেন।

সবশেষে একটা কথা আপনি অনেক পরিশ্রম করলে স্রষ্টা আপনাকে খালি হাতে ফিরাবেনা!!!

Alif Hossain
Assistant Director of Bangladesh Bank ( Recommended) 2018 batch
Merit position : 39
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]