- Thu Sep 13, 2018 10:43 pm#734
ভাইভা অভিজ্ঞতা:
পোস্ট: সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ)।
তারিখ: ১২/৯/২০১৮
সাবজেক্ট: Accounting
বোর্ড চেয়ারম্যান: জনাব সায়েদুল হক স্যার।
অনুমতি নিয়ে প্রবেশ করলাম। বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান স্যার বললেন, আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, কে জানেন?
-জ্বি স্যার। ইতিহাসের একজন কুখ্যাত ব্যক্তি তিনি।
চেয়ারম্যান স্যার বললেন, কুখ্যাত? কুখ্যাত কেন?
আমি বললাম,
স্যার তার পরিকল্পনাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। ইতিহাসের জঘন্য এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছেন তিনি। সে কারণেই তাকে কুখ্যাত বলেছি। (উত্তর শুনে চেয়ারম্যান স্যারকে খুশি মনে হলো।)
চেয়ারম্যান স্যার বললেন, অনেক আগেইতো পাশ করেছেন। এত দিন পরীক্ষা দেননি? আপনিতো Accounting এর স্টুডেন্ট; রেজাল্টও বেশ ভালো-আমাদের এখানে এর আগে ভাইভা দেননি?
আমি নিচু স্বরে বললাম, স্যার, এর আগে আমি এখানে কৃষি ব্যাংক অফিসার পোস্টে ভাইভা দিয়েছি। বাট, হয়নি। এখানে এটা আমার দ্বিতীয় ভাইভা।
চেয়ারম্যান স্যার বললেন, কি করছেন এখন?
-বললাম।
তারপর বললেন, একাউন্টিংয়ের কি কি পড়ে এসেছেন বলুনতো।
-স্যার মূল মূল বিষয়গুলো পড়েছি।
চেয়ারম্যান স্যার জানতে চাইলেন, উৎপাদন ব্যয় সংক্রান্ত বিষয় পড়েছি কিনা।
-(আমি একমাত্র এই চ্যাপারটিই পড়ে যাই নি।) বললাম, স্যার অনেক আগে পড়েছি। ভালো মনে নেই।
চেয়ারম্যান স্যার বললেন, Ok.
আচ্ছা বলেনতো Contract এবং Agreement এর মধ্যে পার্থক্য কী?
-বললাম (তেমন ভালো হয়নি)। স্যার বললেন, আপনার উত্তরটা তেমন ভালো হয়নি, নিতে পারলাম না।
- বললাম, সরি স্যার।
চেয়ারম্যান স্যার জানতে চাইলেন, Prime Cost কী?
-ভালোভাবে বললাম।
(ওনাকে এবার খুশি মনে হলো।)
এরপর বললেন, Auditing এবং Inspection এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?
-মোটামুটি বললাম।
চেয়ারম্যান স্যার বললেন,
ধরুন, পূবালী ব্যাংক বছরে লোকসান করল ৫ লাখ টাকা। উদ্বৃত্তপত্রে কোথায় বসবে?
- এই প্রশ্নের উত্তর ৫০% পারলাম। বাকিটা স্যার নিজেই বলে দিলেন।
স্যার বললেন, কয়েকটা Fictitious Asset এর নাম বলুনতো।
-বললাম।
জানতে চাইলেন, ব্যাংকের অর্থের উৎস কী? আয়ের উৎস কী?
-বললাম
এরপর জিজ্ঞেস করলেন, Contingent Liabilities কি জানেন? কয়েকটার নাম বলুনতো।
- বললাম। স্যার বেশ খুশি হলেন। প্রশ্ন পারতে পারতেই মনে হচ্ছে তিনি দ্রুত শেষ করতে চাইছেন। বললেন, ওকে, ওকে আপনি আসুন।
অন্য দুইজন মেম্বার চেয়ারম্যান স্যারকে বললেন, স্যার শুধু একাউন্টিং প্রশ্ন দিয়েই শেষ করবেন?
চেয়ারম্যান স্যার বললেন। ইট ইজ ইনাফ।
শুরু থেকেই সব প্রশ্ন তিনি একাই করেছেন। এরপর মার্ক দিতে দেখলাম। কি দিলেন আল্লাহ মালুম। তবে চেয়ারম্যান স্যার আমার চাকরির আবেদনের বয়স যে শেষ, এই বিবেচনায় বেশ আন্তরিক ছিলেন। মনে হচ্ছিল, তিনি আমাকে নিতে চান যদিও অন্য দুজন মেম্বার এ ব্যাপারে কিছুটা সিদ্বান্তহীন ছিলেন।
রিটেন পরীক্ষা বেশ ভালোই দিয়েছিলাম। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।
তবে যা-ই লিখলাম সব অনুমান নির্ভর। পজেটিভ ভেবেছি বলেই হয়ত সব পজেটিভ বলেছি। কে জানে কপালে কি আছে! ক্যাশ বলেন আর যা-ই বলেন, বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজারটা যে কত কঠিন, তা দীর্ঘদিন যাবৎ যারা লেগে আছেন তারা নিশ্চয়ই উপলদ্ধি করেছেন।
যা-হোক, জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার পোস্টে আবারও রিটেন দেওয়ার সুযোগ পেয়ে নতুন একটা জীবন পেলাম। "তোমাদের কোনো চাওয়াই পূরণ হয় না যদি সৃষ্টিকর্তা না চান।" দিনশেষে এটাই আসল কথা। সব তাঁরই ইচ্ছা। দোয়া করবেন।
(বি:দ্র: মোবাইলে অনেক বড় করে লেখার ধৈর্যের সীমাবদ্ধতা আছে। তাই উত্তরে আমি কি বলেছি সেগুলো লিখিনি। সংশ্লিষ্টরা অন্তত জানতে তো পারলেন কি কি প্রশ্ন করেছে। ইন্টারনেট/বই থেকেও অনায়াসে এর উত্তরগুলো খুজে নিতে পারবেন।)
সংগৃহিতঃ Mostak Ahmed
পোস্ট: সোনালী ব্যাংক অফিসার (ক্যাশ)।
তারিখ: ১২/৯/২০১৮
সাবজেক্ট: Accounting
বোর্ড চেয়ারম্যান: জনাব সায়েদুল হক স্যার।
অনুমতি নিয়ে প্রবেশ করলাম। বসতে বললেন। ধন্যবাদ দিয়ে বসলাম।
চেয়ারম্যান স্যার বললেন, আপনার নামে একজন বিখ্যাত ব্যক্তি আছেন, কে জানেন?
-জ্বি স্যার। ইতিহাসের একজন কুখ্যাত ব্যক্তি তিনি।
চেয়ারম্যান স্যার বললেন, কুখ্যাত? কুখ্যাত কেন?
আমি বললাম,
স্যার তার পরিকল্পনাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। ইতিহাসের জঘন্য এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছেন তিনি। সে কারণেই তাকে কুখ্যাত বলেছি। (উত্তর শুনে চেয়ারম্যান স্যারকে খুশি মনে হলো।)
চেয়ারম্যান স্যার বললেন, অনেক আগেইতো পাশ করেছেন। এত দিন পরীক্ষা দেননি? আপনিতো Accounting এর স্টুডেন্ট; রেজাল্টও বেশ ভালো-আমাদের এখানে এর আগে ভাইভা দেননি?
আমি নিচু স্বরে বললাম, স্যার, এর আগে আমি এখানে কৃষি ব্যাংক অফিসার পোস্টে ভাইভা দিয়েছি। বাট, হয়নি। এখানে এটা আমার দ্বিতীয় ভাইভা।
চেয়ারম্যান স্যার বললেন, কি করছেন এখন?
-বললাম।
তারপর বললেন, একাউন্টিংয়ের কি কি পড়ে এসেছেন বলুনতো।
-স্যার মূল মূল বিষয়গুলো পড়েছি।
চেয়ারম্যান স্যার জানতে চাইলেন, উৎপাদন ব্যয় সংক্রান্ত বিষয় পড়েছি কিনা।
-(আমি একমাত্র এই চ্যাপারটিই পড়ে যাই নি।) বললাম, স্যার অনেক আগে পড়েছি। ভালো মনে নেই।
চেয়ারম্যান স্যার বললেন, Ok.
আচ্ছা বলেনতো Contract এবং Agreement এর মধ্যে পার্থক্য কী?
-বললাম (তেমন ভালো হয়নি)। স্যার বললেন, আপনার উত্তরটা তেমন ভালো হয়নি, নিতে পারলাম না।
- বললাম, সরি স্যার।
চেয়ারম্যান স্যার জানতে চাইলেন, Prime Cost কী?
-ভালোভাবে বললাম।
(ওনাকে এবার খুশি মনে হলো।)
এরপর বললেন, Auditing এবং Inspection এই দুইয়ের মধ্যে পার্থক্য কী?
-মোটামুটি বললাম।
চেয়ারম্যান স্যার বললেন,
ধরুন, পূবালী ব্যাংক বছরে লোকসান করল ৫ লাখ টাকা। উদ্বৃত্তপত্রে কোথায় বসবে?
- এই প্রশ্নের উত্তর ৫০% পারলাম। বাকিটা স্যার নিজেই বলে দিলেন।
স্যার বললেন, কয়েকটা Fictitious Asset এর নাম বলুনতো।
-বললাম।
জানতে চাইলেন, ব্যাংকের অর্থের উৎস কী? আয়ের উৎস কী?
-বললাম
এরপর জিজ্ঞেস করলেন, Contingent Liabilities কি জানেন? কয়েকটার নাম বলুনতো।
- বললাম। স্যার বেশ খুশি হলেন। প্রশ্ন পারতে পারতেই মনে হচ্ছে তিনি দ্রুত শেষ করতে চাইছেন। বললেন, ওকে, ওকে আপনি আসুন।
অন্য দুইজন মেম্বার চেয়ারম্যান স্যারকে বললেন, স্যার শুধু একাউন্টিং প্রশ্ন দিয়েই শেষ করবেন?
চেয়ারম্যান স্যার বললেন। ইট ইজ ইনাফ।
শুরু থেকেই সব প্রশ্ন তিনি একাই করেছেন। এরপর মার্ক দিতে দেখলাম। কি দিলেন আল্লাহ মালুম। তবে চেয়ারম্যান স্যার আমার চাকরির আবেদনের বয়স যে শেষ, এই বিবেচনায় বেশ আন্তরিক ছিলেন। মনে হচ্ছিল, তিনি আমাকে নিতে চান যদিও অন্য দুজন মেম্বার এ ব্যাপারে কিছুটা সিদ্বান্তহীন ছিলেন।
রিটেন পরীক্ষা বেশ ভালোই দিয়েছিলাম। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা।
তবে যা-ই লিখলাম সব অনুমান নির্ভর। পজেটিভ ভেবেছি বলেই হয়ত সব পজেটিভ বলেছি। কে জানে কপালে কি আছে! ক্যাশ বলেন আর যা-ই বলেন, বর্তমান প্রেক্ষাপটে চাকরির বাজারটা যে কত কঠিন, তা দীর্ঘদিন যাবৎ যারা লেগে আছেন তারা নিশ্চয়ই উপলদ্ধি করেছেন।
যা-হোক, জনতা ব্যাংক এক্সিকিউটিভ অফিসার পোস্টে আবারও রিটেন দেওয়ার সুযোগ পেয়ে নতুন একটা জীবন পেলাম। "তোমাদের কোনো চাওয়াই পূরণ হয় না যদি সৃষ্টিকর্তা না চান।" দিনশেষে এটাই আসল কথা। সব তাঁরই ইচ্ছা। দোয়া করবেন।
(বি:দ্র: মোবাইলে অনেক বড় করে লেখার ধৈর্যের সীমাবদ্ধতা আছে। তাই উত্তরে আমি কি বলেছি সেগুলো লিখিনি। সংশ্লিষ্টরা অন্তত জানতে তো পারলেন কি কি প্রশ্ন করেছে। ইন্টারনেট/বই থেকেও অনায়াসে এর উত্তরগুলো খুজে নিতে পারবেন।)
সংগৃহিতঃ Mostak Ahmed