Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#3068
অডিটর & জুনিয়র অডিটর এর সকল তথ্য একসাথে দিলাম। আশা করি পুরোটায় মনোযোগ দিয়ে পড়বেন। কেননা, পোস্টটা আপনাদের উপকারের জন্য লিখা।
অডিটর এন্ড
জুনিয়র_অডিটর
>>> অডিটর বা জুনিয়র অডিটর -
অডিটর বা জুনিয়র অডিটর হিসেবে বিল নিরীক্ষা ,অর্থ পরিশোধ , হিসাব তৈরি ইত্যাদি কাজ গুলো বেসিক। কিন্তু হিসাব রাখা, বাজেট প্রস্তুত, নিয়ন্ত্রন ও পর্যালোচনাকরণ, কাশ ব্যস্থাপনা, ভাণ্ডার হিসাব ইত্যাদিও কাজ রয়েছে যা তারা পালন করে থাকে ।
এই কাজ গুলোতেই একজন অডিটর সরাসরি অংশ গ্রহণ করে থাকে। কাজের ধরন সহজ বা কঠিন হতেও পারে কিন্তু তারা ট্রেনিং পায় বলে নিজেরা কাজ বুজে যায় । এই ট্রেনিং হয় ফিমাতে ( FIMA ) । ফিমা ( FIMA ) হোলো বাংলাদেশের ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী।
Auditor - অডিটর পোস্টটি মূলত এখনও ১১তম গ্রেডের মানে তৃতীয় শ্রেনীর। এখানে ১১তম গ্রেড ২য় শ্রেনী হিসেবে ধরা হয়না। ১১তম থেকে ১৩তম গ্রেড উচ্চমান সহকারী পোস্ট। তাই আপনি অডিটর হিসাবে যোগ দিলে আপনার গ্রেড হবে ১১ তম । কিন্তু ভাল খবর হল এই ১১ গ্রেডকে দ্রুত ১০ম গ্রেডে নেয়া হচ্ছে । তখন অডিটর পোস্ট হবে ১০ম গ্রেডের জব ।
তাছাড়া অডিটর দের প্রমোশনের জন্য SAS (Subordinate Accounts Service) Exam হয় । যে অডিটররা এই পরিক্ষা পাস করতে পারে তারা প্রমোশন পায় সুপার গ্রেড হিসাবে । যেমন - ১১তম গ্রেডে যোগ দিয়ে অডিটররা ২-৪ বছর পর এই SAS Exam দিতে পারে । তারা এই পরিক্ষা দিয়ে পাস করলেই সুপার গ্রেড ১০ম এ পদোন্নতি পায় । অর্থাৎ SAS পরিক্ষা দিলে আপনি সুপার গ্রেড হিসাবে ১০ম গ্রেডে যেতে পারছেন । এইখান থেকে আপনি চাকুরির বয়স এবং কাজ দেখিয়ে সর্বোচ্চ ৫ম বা ৬ষ্ঠ গ্রেডে যেতে পারবেন ।
এটা ছিল নরমাল এখঙ্কার হিসাব । কিন্তু অইযে বললাম অডিটর পোস্টকে ১০ম করবে তখন হিসাব কিছুটা পালটাবে । যেমন - ১১তম গ্রেডের অডিটর পোস্ট হবে ১০ম গ্রেডের অডিটর । আর সুপার গ্রেড ১০ম থেকে হয়ে যাবে ৯ম গ্রেড । অর্থাৎ আপনি একজন নন ক্যাডার সমমানের হবেন পিএসই পরিক্ষা না দিয়েই ।
>>>Junior Auditor - এই পদটি মূলত ১৬ গ্রেডের । কিন্তু গ্রেডের বিচারে এই জব অন্যসব জব থেকে ভাল । প্রেসার কম বেশি ভাল থাকে জুনিয়র অডিটরদের কিন্তু কাজ এবং জব ২তাই বেশ ভাল । আপনি JA হিসাবে জবে ঢুকে ২/৩ বছর পর অটোমেটিক অডিটর পদে পদোন্নতি পাবেন । তারপর আরো ৩/৪ বছর পর আপনি SAS exam দিবার জন্য যোগ্য হবেন । তারপর ঠিক অডিটর পদের মত আপনার উথা নামা হবে । এখন চিন্তা করেন কোন ১৬ গ্রেডের জবে ঢুকে আপনি এইরকম গ্রোথ পাবেন ? পাবে না কোন ১৬ গ্রেডের জবে ।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সম্প্রতি তাদের বিশাল এক সার্কুলার পাবলিশ করেছে । এরকম বড় সার্কুলার খুব কম সময়েই দেখা যায় । অনেকে জানেন আবার অনেকে জানেনই না এই প্রতিষ্ঠান সম্পর্কে ।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় টা অর্থ মন্ত্রনালয় এর অধীনে। সম্প্রতি Controller general of Accountants ( CGA ) এর অধিনে অডিটর এবং জুনিয়র অডিটরের সহ অনেক পদের সার্কুলার হয়েছে ।
>
>>
পরিক্ষা দিবার যোগ্যাতা -
অডিটর পদের জন্য স্নাতক
জুনিয়র অডিটর পদের জন্য এইচএসসি
কি কি টপিক্স পরিক্ষায় আসে -
১। বাংলা
২। ইংরেজি
৩। ম্যাথ
৪। সাধারন জ্ঞান
আপনি যদি অডিটরের পরিক্ষা দেন তাহলে হয়ত আপনাকে ৩টা স্টেপের পরিক্ষা দিতে হবে - প্রিলি + রিটেন + ভাইভা ( কম্পিউটার টেস্ট হতেও পারে আবার নাও হতে পারে ) ।
আপনি যদি জুনিয়র অডিটরের পরিক্ষা দেন তাহলে সম্ভাবনা বেশি আপনাকে ২টা স্টেপে পরিক্ষা দিতে হবে - প্রিলি + ভাইভা । কিন্তু ক্যান্ডিডেট অনেক বেশি হলে প্রিলির পর রিটেন মাস্ট হবে।



কিভাবে প্রস্তুতি নেয়া যায় -
মাস্ট ম্যাটেরিয়ালস -
১। আপনি CGA , OCAG and CGDF এর Auditor and Junior Auditor এর বিগত সব প্রশ্ন কভার করবেন যে কোন মূল্যেই হোক । যদি কভার না করে যান তাহলে ৩০-৪০% প্রশ্ন কমন পাবার কথা সেটা পাবেন না । তাই এই ভুল না করে পরিক্ষার হলে গেলে ৬০% মানুষ থেকে এগিয়ে থাকবেন ।
২। বিসিএস এর বিগত সব প্রশ্ন পড়বেন । ১১তম বিসিএস থেকে ৪০তম বিসিএসের সব প্রশ্ন পড়বেন ।
উপরের ম্যাটেরিয়ালসগুলা সবার আগে পড়ে শেষ করেন । কারন এইগুলা থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পাবেন। এইগুলা পড়ার পর আপনি টপিক্স ভিত্তিক পড়বেন । নিজের মত করে বই থেকে পড়তে পারেন ।
টপিক্স ভিত্তিকের জন্য যে সব বই দরকার তা হল -
১। বাংলা - ক্লাস ৯-১০ এর ব্যাকরণ, এমপিথ্রি ( জর্জ ) এবং অডিটরের বিগত সব প্রশ্ন । ( অতিরিক্ত পড়তে চাইলে সৌমিত্র শেখর স্যারের বাংলা সাহিত্য ও জিজ্ঞাসা বইটা পড়তে পারেন )

২। ইংরেজি - English Tutor, Common Mistakes in English, Miracle Literature or LitXpert Literature, Daily Reading Newspaper and Writing practice

৩। ম্যাথ - মুকুল'স বেসিক ম্যাথ বই সাথে ক্লাস ৮-১০ ম্যাথ, Mentors Math Q bank, Examveda /Gmatclub/Mathfun/ Indiabix/ Sawaal সাইট ।

৪। জিকে - এমপিথ্রি ( জর্জ ) এর Bangladesh Affairs and International Affairs ।
কম্পিউটার থেকে কিছু প্রশ্ন দিয়ে দেয় তাই একটা বই কিনে পড়বেন - Easy Computer ।

এই বইগুলা বিসিএস সহ সকল সরকারি জবের পরিক্ষার জন্য লাগবে । তাই কেন কিনবো বা অডিটর পদের জন্য এই বই কেন এরকম প্রশ্ন করাটা বেমানান । কারন BCS Exam is the mother of all government job exams.
কোন বিষয়ের জন্য কি কি টপিক্স পড়বেন -
বাংলা ব্যাকরণ ও সাহিত্য -
১. সমার্থক/প্রতিশব্দ বা শব্দের অর্থ ***
২. বানান/ বাক্য শুদ্ধিকরণ ***
৩. বাগধারা ***
৪. এক কথায় প্রকাশ। ***
৫. বিভিন্ন লেখকের উক্তি/ উপাধি/ ছন্দনাম
৬. ধ্বনি/ বর্ণ ***
৭. পদ প্রকরণ
৮. বিপরীত শব্দ/ সমাস/ সন্ধি ***
৯. উপসর্গ/ অনুসর্গ
১০. বিভিন্ন লেখকের লেখা বইয়ের নাম

ইংরেজী -
১. Fill in the gap
২. Identify the underlined word or phrase which is incorrect
৩. World Meaning/Synonym/ Antonym
৪. Select the missing word
৫. Find the odd Word
৬. PinPoint error
৭. Sentence Correction/ Spelling
৮. An idiom or Phrase/ Group Verb


ম্যাথ -
১. দিন ও কাজ/ ঐকিক নিয়ম***
২. বয়স
৩. শতকরা ***
৪. সুদ নির্ণয়
৫. অনুপাত/ সমানুপাত/ মিশ্রণ ***
৬. সংখ্যা/দূরত্ব ও বেগ ***
৭. ধারা ***
৮. নল ও চৌবাচ্চা
৯. লাভ/ ক্ষতি ***
১০. পরিমিতি
। মুকুল'স বেসিক ম্যাথ বই থেকে।

সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক)-
১. সাম্প্রতিক সাধারণ জ্ঞান ( বাংলাদেশ ও বিশ্ব)
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৩. উপজাতি সহ বাংলাদেশের সীমারেখা/ ভূ-রাজনীতি/ সরকার ব্যবস্থা
৪. খেলাধুলা বিশেষ করে বিশ্বকাপ ক্রিকেট ২০১৯
৫. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার A to Z
৬. বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রাচীনতম নির্দশন এবং আলোচিত শহর আর স্থাপনা
৭. বেসিক কম্পিউটার।

Collected
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]