Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#2743
Bank job এর জন্য গণিতের Preparation নেয়ার ক্ষেত্রে আমার মতে অন্যতম একটি বই হচ্ছে Quantitative Aptitude by R S Agarwal.
তবে আমাদের গতানুগতিক চাকরির পরিক্ষার জন্য এই বইয়ের সবগুলো Chapter সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে কোন Chapter গুলো অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ? আমার দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে কিছু লিখতে চেষ্টা করছি।

গ্রুপে অনেক সিনিয়র ভাই বোন অাছেন। ভুল ত্রুটি ক্ষমা সু্ন্দর দৃষ্টি তে দেখবেন।

প্রথমত, Bank exam এর বিগত বছরের প্রশ্নগুলো analysis করলে দেখা যায় কিছু topic থেকে বরাবরই math এসে থাকে অর্থাৎ কিছু topic বেশি গুরুত্বপূর্ণ এবং কিছু topic কম, যা অনেকটা প্রশ্নকর্তা / faculty অনুযায়ী vary করে।

তবে আমার কাছে Agarwal এর বইয়ের যে chapter গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে -

***Time & work
***Partnership
***Problem on trains
***Percentage
***Time & distance
***Boat & stream
***Alligation & mixture
***Problems on numbers
***Volume & surface area
**Pipe & cistern
**Probability
**Profit loss
**Interest

প্রশ্নকারী প্রত‍্যেক facultyর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কিছু topic থাকে, যা ঐ facultyর বিগত প্রশ্নগুলো দেখলে বোঝা যায়।

এই বইয়ের প্রতিটি chapter এর শুরুতে কিছু short cut method দেয়া আছে। আমার মতে প্রতিটি math বিস্তারিত করা ভালো।

অনেকেই প্রশ্ন করেন, example এবং
exercise সবগুলো করা লাগবে কিনা?
এটা আপনার ইচ্ছা। আমি example গুলো দেখে নিয়ে exercise গুলো practice করতাম।

অনেকে agarwal এর বইয়ের বাংলা ভার্সন করতে চান। যেহেতু পরিক্ষায় ইংরেজিতে math থাকে, কষ্ট হলেও ইংরেজি ভার্সন করাই ভালো।

যেহেতু কিছু কিছু chapter এ প্রচুর সংখ্যক math রয়েছে, অনেকে suggestion চেয়ে থাকেন। আমার মতে একই নিয়মের একাধিক math গুলো skip করলে math এর সংখ্যা কমে আসে।

math বার বার ভুলে যাওয়ার সমস্যা যাদের আছে , তারা chapter wise নোট করে ফেলতে পারেন। ( কারণ বইয়ের সমাধান অনেক বেশি short cut মনে হত )।

অবশেষে follow করা না করা আপনার ব‍্যাক্তিগত ব‍্যাপার। আমি যেভাবে পড়েছি আপনাদের সাথে তা share করছি মাত্র।

কোন প্রশ্ন থাকলে জানাবেন।

সকলের জন্য শুভকামনা।

Md. Otul
AJO (cash), Pubali Bank ltd.
Recommended as Officer (cash), BKB.
Recommended as Senior Officer, BKB.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    482 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1120 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2465 Views
    by sajib
    0 Replies 
    2435 Views
    by rajib
    0 Replies 
    1402 Views
    by shohag
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]