- Fri Jun 05, 2020 1:36 pm#2671
গত ২ বছরেও সিদ্ধান্ত নিতে পারিনাই । কারো কাছ থেকেই ভালো পরামর্শ পাইনি। অভিজ্ঞ ভাইয়া আপুরা অনেক ব্যাস্ত থাকেন চাকুরী নিয়ে এরপরও যদি কেউ একটু হেল্প করতেন খুব উপকার হতো। আগে থেকেই ইচ্ছে ছিলো যে প্রাইভেট জব করবো বেশী টাকা ইনকাম করবো। বিশেষ করে ব্যাংকের MTO তে। কিন্তু অনেকের কাছে জিজ্ঞেস করলেই বলতো অনেক প্রেশার অনিরাপত্তা আবার এক সময় নাকি সরকারী চাকুরীর জন্য আফসোস করবো। ইদানিং নিজেও ভাবি এতো প্রেশার নিতে পারবো কিনা। সরকারী চাকুরীতে এখন স্যালারি ভালো পাওয়া যায়া ইনসেন্টিভ পাওয়া যায় বোনাস পাওয়া যায় এগুলা দিয়ে ভালোই চলে। সিনিয়র অফিসারে ঢুকলে ৪/৫ বছর পরেই নাকি ৮০ লাখ -১কোটি টাকা ঋন পাওয়া যায়। কিন্তু এই ঋন থেকে কতটুকু হেল্প হয় আমি বুঝিনা। হয়তো সুদ কম দিতে হয় কিন্তু তারপরো তো ভালো এমাউন্টের একটা সুদসহ সেই টাকা পরিশোধ করতেই হয়। আসলে অভিজ্ঞ ভাইয়া বা আপুদের কাছে জানতে চাচ্ছিলাম যে সরকারী ব্যাংকে সিনিয়র অফিসারে ঢুকলে আর্থিক ভাবে কতটা সচ্ছলতা লাভ করা যায় বা পরিবারের সবাইকে নিয়ে কতটুকু সচ্ছল ভাবে জীবন যাপন করা যায়।আসলে আর্থিক ব্যাপারটা সম্পর্কেই একটু ভালোভাবে জানতে চাচ্ছি।অন্যদিকে MTO তে আবার অনেক টাকা এটা জানি।
অগ্রিম ধন্যবাদ সকলকে।
অগ্রিম ধন্যবাদ সকলকে।