- Mon Jun 18, 2018 6:39 pm#256
Asad Rony , DU , বিসিএস( পুলিশ) ক্যাডারে সুপারিশ প্রাপ্ত
৩৭ তম ভাইভা অভিজ্ঞতা
বোর্ড: কামাল উদ্দিন আহমেদ স্যার+ এক্সটারনাল ম্যানেজমেন্ট এর টিচার সহ আরেকজন
বিষয়: ফিন্যান্স
পছন্দক্রম: প্রশাসন, পুলিশ, অডিট এন্ড একাউন্টস.......
সময়ঃ ১৫-১৭ মিনিট ।
ঢুকে সালাম দিলাম।দেখি কথা বলতেছে।একটু এগিয়ে আবার দিলাম। এবার ও কথার ফাকে আমাকে আসতে বলে আবার কথা শুরু। তাদের কথা শুনিতেছিলাম মনযোগ দিয়ে!এবার চেয়ারম্যান স্যার আমার দিকে নজর দিলেন।১.আপনার নাম?
২. ২ মিনিটে আপনার ফ্যামিলি আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে বলুন।নিজের সম্পর্কে বলতে নিষেধ করেছিল।তাও বলে দিছি এবং একমিনিট এর আগেই বলা শেষ!!
৩. প্রথম চয়েস কি?এটা জিজ্ঞেস করে চেয়ারম্যান স্যার আরেকজন স্যারকে ইশারা করলেন প্রশ্ন করতে।তিনি শুরু করলেন:
৪.দেশে প্রশাসনিক বিভাগ কয়টা?
পারতেছিলাম না দেখে জেলা কয়টা তারপর বিভাগ কয়টা আস্ক করে বলল সর্বশেষ বিভাগ?
৫.সর্বশেষ বিভাগেরই সন্তান এখন জনপ্রশাসন এর মন্ত্রী। তার নাম কি?তার আরেকটা পরিচয় আছে সেটা কি?জনপ্রশাসন সচিবের নাম কি?সচিবের নাম ভুল করেছি যা উনারা বোর্ডেই বলছে।
৫. প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটা?মুখ ফসকে সচিব বলার পরে প্রশ্ন রিপিট করছে।সরি বলে সঠিক উত্তর দিলাম।উনার নাম কি?
৬. মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ কি?সর্বনিম্ন? সহকারী কমিশনার কে কেন্দ্রীয় প্রশাসনে নিয়োগ দিলে তার পদ কি হবে?
এক্সপার্ট বলে আপনি তো বিবিএর স্টুডেন্ট। ম্যানেজমেন্ট নিশ্চয় পড়ছেন।আমি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াই।আমার গলা শুকিয়ে গেল!!আশা শেষ!
আমি:জি,স্যার পড়ছি।তবে ফার্স্ট ইয়ারে থাকতে।বুঝাইতে চাইলাম যে আমি উত্তর দিতে প্রস্তুত নই।পারলে ফিন্যান্স থেকে করেন।তাও উনি করবেই।হোয়াট ইজ ম্যানেজমেন্ট ?ছোট করে বললাম "দ্য আর্ট অব গেটিং থিংস ডান বাই আদার" উনি আস্ক করলেন এটুক ই???আমিঃ না স্যার,ম্যানেজমেন্ট হচ্ছে কিছু কাজের সমষ্টি যার সংক্ষেপ হচ্ছে POSDCORB।উনি বলে এগুলা ম্যানেজমেন্ট এর উপাদান। আমি হ্যা সূচক জবাব দিলাম।
৭.ম্যানেজমেন্ট এর জনক কে?অরগ্যানাইজেশনাল ম্যানেজমেন্ট এর জনক কে?মনে মনে বলতেছি "প্লিজ ভাইভাটা পাশ করতে দেন। আমার সাবজেক্ট থেকে প্রশ্ন না করতে পারলে চুপ করেন"org. mgt এর ফাদার পারি নি। অরগ্যানাইজেশনাল লিডারশীপ পড়ছেন?না সূচক উত্তর পেয়ে উনি হাল ছেড়ে দিয়ে চেয়ারম্যান স্যারের কাছে আমাকে সোপর্দ করলেন ।এবার চেয়ারম্যান স্যার শুরু করলেন।
৮. Difference between intl. finance and intl. economics..attempted to answer then said sorry.স্যার বলে না পারলে না করবেন প্রথমে।আবারো সরি বললাম।(সেইম প্রশ্ন ওয়ান ব্যাংক স্পেশাল ক্যাডারের ভাইভাতেও পারি নি এটেম্পট নিয়ে!!)
৯.এলসি কি?রপ্তানিকারক এর দিক থেকে কোন এলসি ইস্যু করা যায় কিনা?
১০.ইন্টারন্যাশনাল ক্লিয়ারিং হাউজের নাম শুনছেন? এটার কাজ কি?
১০.আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে?বাংলাদেশে এটার ভূমিকা কি?এখানে সব বলছি কিন্তু ব্যালেন্স অব পেমেন্ট এর ডিফিসিট যে ফাইন্যান্স করে এটা মাথায়ই আসেনি।
১১. ব্যালেন্স অব পেমেন্ট কি??(বোর্ড থেকে বের হওয়ার পর বুঝছি যে উনি আইএমএফের প্রশ্নের উত্তরে ডিফিসিট ফাইন্যান্সের কথাটা শুনতে চাইছিল।)
১২. নিজ জেলা??উপমহাদেশে বিখ্যাত আপনার জেলার এমন একজন এর নাম বলেন।দুজনের নাম বলছি।
১৩.কুখ্যাত দুজনের নাম বলেন।খন্দকার মোশতাক বলার পর
১৪. উনি কি করছে?উনি বংগবন্ধুর হত্যাকান্ডের সাথে জড়িত।
১৫. বংগবন্ধু কে??বাংগালী জাতির পিতা
১৬. আমরা ফরেনার।ইন্ট্রুডিউস হিম টু আস ইন ফাইভ সেন্টেন্স।এখানে স্মার্টনেস দেখাতে পারিনি ।পাঁচের উপর বাক্য বলছি বাট উনার সম্পর্কে মোস্ট ইম্পরট্যান্ট কথা বলতে ভুলে গেছি।
চেয়ারম্যান স্যার আমার দিকে একদৃষ্টিতে তাকাই আছে।শুধু চোখের পাতা নড়ে উনার।আমিও সাহস করে হাসিমুখ করে তাকাইয়া থাকার চেষ্টা করলাম।এভাবে দুবারে অনেকক্ষণ। সবাই চুপ আর আমরা দুজন দৃষ্টি বিনিময় করছিঅবশেষে নিরবতার অবসান
১৭. বাবা কি করে?মা??রিটেন কেমন দিলা?রিটেনে কত পাবা?শুনে অবাক হয়ে আবার প্রশ্ন কত?
১৮. "ক্লান্তি মোরে ক্ষমা কর হে প্রভু" ট্রান্সলেট করে চলে যাও।আমি চুপ।ভাবানুবাদ হবে।চোখে সর্ষেফুল দেখতেছি।বলে করে চলে যাও।কোনরকমে শাব্দিক অনুবাদ করলাম "Oh God!Forgive my Tiredness" সালাম দিয়ে ভাইভা শেষ করে আসলাম।
ফলাফল: আলহামদুলিল্লাহ্ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।আমার কোন ধরনের কোটা নাই।
৩৭ তম ভাইভা অভিজ্ঞতা
বোর্ড: কামাল উদ্দিন আহমেদ স্যার+ এক্সটারনাল ম্যানেজমেন্ট এর টিচার সহ আরেকজন
বিষয়: ফিন্যান্স
পছন্দক্রম: প্রশাসন, পুলিশ, অডিট এন্ড একাউন্টস.......
সময়ঃ ১৫-১৭ মিনিট ।
ঢুকে সালাম দিলাম।দেখি কথা বলতেছে।একটু এগিয়ে আবার দিলাম। এবার ও কথার ফাকে আমাকে আসতে বলে আবার কথা শুরু। তাদের কথা শুনিতেছিলাম মনযোগ দিয়ে!এবার চেয়ারম্যান স্যার আমার দিকে নজর দিলেন।১.আপনার নাম?
২. ২ মিনিটে আপনার ফ্যামিলি আর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে বলুন।নিজের সম্পর্কে বলতে নিষেধ করেছিল।তাও বলে দিছি এবং একমিনিট এর আগেই বলা শেষ!!
৩. প্রথম চয়েস কি?এটা জিজ্ঞেস করে চেয়ারম্যান স্যার আরেকজন স্যারকে ইশারা করলেন প্রশ্ন করতে।তিনি শুরু করলেন:
৪.দেশে প্রশাসনিক বিভাগ কয়টা?
পারতেছিলাম না দেখে জেলা কয়টা তারপর বিভাগ কয়টা আস্ক করে বলল সর্বশেষ বিভাগ?
৫.সর্বশেষ বিভাগেরই সন্তান এখন জনপ্রশাসন এর মন্ত্রী। তার নাম কি?তার আরেকটা পরিচয় আছে সেটা কি?জনপ্রশাসন সচিবের নাম কি?সচিবের নাম ভুল করেছি যা উনারা বোর্ডেই বলছে।
৫. প্রশাসনের সর্বোচ্চ পদ কোনটা?মুখ ফসকে সচিব বলার পরে প্রশ্ন রিপিট করছে।সরি বলে সঠিক উত্তর দিলাম।উনার নাম কি?
৬. মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ কি?সর্বনিম্ন? সহকারী কমিশনার কে কেন্দ্রীয় প্রশাসনে নিয়োগ দিলে তার পদ কি হবে?
এক্সপার্ট বলে আপনি তো বিবিএর স্টুডেন্ট। ম্যানেজমেন্ট নিশ্চয় পড়ছেন।আমি আপনার বিশ্ববিদ্যালয়ে পড়াই।আমার গলা শুকিয়ে গেল!!আশা শেষ!
আমি:জি,স্যার পড়ছি।তবে ফার্স্ট ইয়ারে থাকতে।বুঝাইতে চাইলাম যে আমি উত্তর দিতে প্রস্তুত নই।পারলে ফিন্যান্স থেকে করেন।তাও উনি করবেই।হোয়াট ইজ ম্যানেজমেন্ট ?ছোট করে বললাম "দ্য আর্ট অব গেটিং থিংস ডান বাই আদার" উনি আস্ক করলেন এটুক ই???আমিঃ না স্যার,ম্যানেজমেন্ট হচ্ছে কিছু কাজের সমষ্টি যার সংক্ষেপ হচ্ছে POSDCORB।উনি বলে এগুলা ম্যানেজমেন্ট এর উপাদান। আমি হ্যা সূচক জবাব দিলাম।
৭.ম্যানেজমেন্ট এর জনক কে?অরগ্যানাইজেশনাল ম্যানেজমেন্ট এর জনক কে?মনে মনে বলতেছি "প্লিজ ভাইভাটা পাশ করতে দেন। আমার সাবজেক্ট থেকে প্রশ্ন না করতে পারলে চুপ করেন"org. mgt এর ফাদার পারি নি। অরগ্যানাইজেশনাল লিডারশীপ পড়ছেন?না সূচক উত্তর পেয়ে উনি হাল ছেড়ে দিয়ে চেয়ারম্যান স্যারের কাছে আমাকে সোপর্দ করলেন ।এবার চেয়ারম্যান স্যার শুরু করলেন।
৮. Difference between intl. finance and intl. economics..attempted to answer then said sorry.স্যার বলে না পারলে না করবেন প্রথমে।আবারো সরি বললাম।(সেইম প্রশ্ন ওয়ান ব্যাংক স্পেশাল ক্যাডারের ভাইভাতেও পারি নি এটেম্পট নিয়ে!!)
৯.এলসি কি?রপ্তানিকারক এর দিক থেকে কোন এলসি ইস্যু করা যায় কিনা?
১০.ইন্টারন্যাশনাল ক্লিয়ারিং হাউজের নাম শুনছেন? এটার কাজ কি?
১০.আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা কোন প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে?বাংলাদেশে এটার ভূমিকা কি?এখানে সব বলছি কিন্তু ব্যালেন্স অব পেমেন্ট এর ডিফিসিট যে ফাইন্যান্স করে এটা মাথায়ই আসেনি।
১১. ব্যালেন্স অব পেমেন্ট কি??(বোর্ড থেকে বের হওয়ার পর বুঝছি যে উনি আইএমএফের প্রশ্নের উত্তরে ডিফিসিট ফাইন্যান্সের কথাটা শুনতে চাইছিল।)
১২. নিজ জেলা??উপমহাদেশে বিখ্যাত আপনার জেলার এমন একজন এর নাম বলেন।দুজনের নাম বলছি।
১৩.কুখ্যাত দুজনের নাম বলেন।খন্দকার মোশতাক বলার পর
১৪. উনি কি করছে?উনি বংগবন্ধুর হত্যাকান্ডের সাথে জড়িত।
১৫. বংগবন্ধু কে??বাংগালী জাতির পিতা
১৬. আমরা ফরেনার।ইন্ট্রুডিউস হিম টু আস ইন ফাইভ সেন্টেন্স।এখানে স্মার্টনেস দেখাতে পারিনি ।পাঁচের উপর বাক্য বলছি বাট উনার সম্পর্কে মোস্ট ইম্পরট্যান্ট কথা বলতে ভুলে গেছি।
চেয়ারম্যান স্যার আমার দিকে একদৃষ্টিতে তাকাই আছে।শুধু চোখের পাতা নড়ে উনার।আমিও সাহস করে হাসিমুখ করে তাকাইয়া থাকার চেষ্টা করলাম।এভাবে দুবারে অনেকক্ষণ। সবাই চুপ আর আমরা দুজন দৃষ্টি বিনিময় করছিঅবশেষে নিরবতার অবসান
১৭. বাবা কি করে?মা??রিটেন কেমন দিলা?রিটেনে কত পাবা?শুনে অবাক হয়ে আবার প্রশ্ন কত?
১৮. "ক্লান্তি মোরে ক্ষমা কর হে প্রভু" ট্রান্সলেট করে চলে যাও।আমি চুপ।ভাবানুবাদ হবে।চোখে সর্ষেফুল দেখতেছি।বলে করে চলে যাও।কোনরকমে শাব্দিক অনুবাদ করলাম "Oh God!Forgive my Tiredness" সালাম দিয়ে ভাইভা শেষ করে আসলাম।
ফলাফল: আলহামদুলিল্লাহ্ পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।আমার কোন ধরনের কোটা নাই।