- Sun Jun 17, 2018 2:41 am#247
বাংলাদেশ ব্যাংকের প্রিলি পরীক্ষার জন্য আর সময় আছে মাত্র ২০ দিন। এই ২০ দিনে আপনার পক্ষে সবকিছু পড়া সম্ভব নয়। তাই এগোতে হবেে সঠিক পরিকল্পনা নিয়ে।
যে কোন পরীক্ষার প্রস্তুতির নেওয়ার আগে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে
১. আপনার হাতে আর কত দিন সময় আছে।
২. আপনার Strong zone বা weak zone কি?
এবার আসি এই ২০ দিনে আপনার কি কি পড়া উচিত।
বাংলা
mp3 বা প্রফেসর এর যে কোন একটা বই পড়লেই হবে।
তবে আমার পছন্দ mp3,
বাংলা ব্যাকরণ অংশটা ভাল করে পড়তে হবে। বিশেষ করে বাগধারা, এক কথায় প্রকাশ, পরিভাষা, বানান শুদ্ধিকরণ, ণ-ত্ব, ষ-ত্ব বিধান, উপসর্গ, সন্ধি, সমাস, প্রবাদের বঙ্গানুবাদ ভাল করে দেখে যাবেন।
তবে প্রশ্ন যেহেতু arts faculty করবে, তাই আপনি ভাল প্রিপারেশন নিয়ে গেলেও ৫০% উপরে মার্ক পাওয়া কঠিন হবে।
ইংরেজি
ইংরেজিতে চাইলেও আপনি নিজেকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না।
তাই ইংরেজিতে এখন নতুন কিছু না পড়ে আগে যা পড়া অাছে তাই রিভিশন দিয়ে যান।
এই পার্টে meaning, synonyms,antonyms,analogy, spelling, voice change, fill in the blank থেকে বেশি প্রশ্ন আসে।
গনিত
arts faculty প্রিলিতে গনিতপার্টটা তুলনামুলক সহজ করে। যাদের গনিতের বেসিক মোটামুটি ভাল তারা অংশে ভাল মার্ক আশা করতে পারেন। গনিতের বিগত বছরের প্রশ্ন + arts faculty এর গত এক বছরে যে পরীক্ষা নিয়েছে সে গুলোর গনিতের প্রশ্ন অবশ্যই দেখে যাবেন।
সাধারণ জ্ঞান
arts faculty সাম্প্রতিক থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন বেশি করে। তাই জুন এবং জুলাই মাসের কারেন্ট আফেয়ার্স অবশ্যই দেখে যাবেন।
আর সময় পেলে mp3 থেকে বিগত বছরের mcq দেখে যাবেন।
মনে রাখবেন এই অংশে সময় দিলে আপনি আবশ্যই ভাল মার্ক পাবেন।
computer & IT
easy computer + arts faculty গত এক বছরের করা বিভিন্ন ব্যাংক পরীক্ষার computer + IT পার্টের প্রশ্ন অবশ্যই দেখে যাবেন।
শেষকথা হল, আপনি কতটা পড়লেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটা মনে রাখতে পারলেন।
মাসিউর
সহকারী পরিচালক (মেধায় সুপারিশপ্রাপ্ত)
বাংলাদেশ বাংক
========================
সংগৃহিত
যে কোন পরীক্ষার প্রস্তুতির নেওয়ার আগে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে
১. আপনার হাতে আর কত দিন সময় আছে।
২. আপনার Strong zone বা weak zone কি?
এবার আসি এই ২০ দিনে আপনার কি কি পড়া উচিত।
বাংলা
mp3 বা প্রফেসর এর যে কোন একটা বই পড়লেই হবে।
তবে আমার পছন্দ mp3,
বাংলা ব্যাকরণ অংশটা ভাল করে পড়তে হবে। বিশেষ করে বাগধারা, এক কথায় প্রকাশ, পরিভাষা, বানান শুদ্ধিকরণ, ণ-ত্ব, ষ-ত্ব বিধান, উপসর্গ, সন্ধি, সমাস, প্রবাদের বঙ্গানুবাদ ভাল করে দেখে যাবেন।
তবে প্রশ্ন যেহেতু arts faculty করবে, তাই আপনি ভাল প্রিপারেশন নিয়ে গেলেও ৫০% উপরে মার্ক পাওয়া কঠিন হবে।
ইংরেজি
ইংরেজিতে চাইলেও আপনি নিজেকে রাতারাতি পরিবর্তন করতে পারবেন না।
তাই ইংরেজিতে এখন নতুন কিছু না পড়ে আগে যা পড়া অাছে তাই রিভিশন দিয়ে যান।
এই পার্টে meaning, synonyms,antonyms,analogy, spelling, voice change, fill in the blank থেকে বেশি প্রশ্ন আসে।
গনিত
arts faculty প্রিলিতে গনিতপার্টটা তুলনামুলক সহজ করে। যাদের গনিতের বেসিক মোটামুটি ভাল তারা অংশে ভাল মার্ক আশা করতে পারেন। গনিতের বিগত বছরের প্রশ্ন + arts faculty এর গত এক বছরে যে পরীক্ষা নিয়েছে সে গুলোর গনিতের প্রশ্ন অবশ্যই দেখে যাবেন।
সাধারণ জ্ঞান
arts faculty সাম্প্রতিক থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন বেশি করে। তাই জুন এবং জুলাই মাসের কারেন্ট আফেয়ার্স অবশ্যই দেখে যাবেন।
আর সময় পেলে mp3 থেকে বিগত বছরের mcq দেখে যাবেন।
মনে রাখবেন এই অংশে সময় দিলে আপনি আবশ্যই ভাল মার্ক পাবেন।
computer & IT
easy computer + arts faculty গত এক বছরের করা বিভিন্ন ব্যাংক পরীক্ষার computer + IT পার্টের প্রশ্ন অবশ্যই দেখে যাবেন।
শেষকথা হল, আপনি কতটা পড়লেন সেটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কতটা মনে রাখতে পারলেন।
মাসিউর
সহকারী পরিচালক (মেধায় সুপারিশপ্রাপ্ত)
বাংলাদেশ বাংক
========================
সংগৃহিত