Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
By rafique
#1818
মাহমুদ হাসান হৃদয়
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

বিসিএসের রিটেনের জন্য পেপার কাটিং বিষয়টা সলিড ইনফরমেশনের একটি বড় উৎস। এছাড়া নোট প্রস্তুতির ক্ষেত্রেও এটা অনেক কাজে দিবে।

১.প্রথমত চিন্তা করে বের করুন,রিসেন্ট গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং ফিক্সড বিষয়গুলি যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে।

২.আপনার বাছাইকৃত টপিকস বিষয়ক কোন নিউজ পেলে কেটে রাখুন।

৩.পরবর্তীতে একই টপিকের কোন নিউজ পেলে পুনরায় নিউজের অংশটুকু কেটে আগের কাটিং এর সাথে রেখে দিন।

৪.এইভাবে টপিকস অনুসারে নিউজগুলো আলাদা আলাদা করে রাখুন।

৫.পেপার কাটিংগুলো টপিকস অনুসারে স্ট্যাপ্লিং করে,ফাইলে বা নোট খাতায় পিন-আপ করে রাখতে পারেন।

৬.এছাড়া নোট খাতা তৈরির ক্ষেত্রেও পত্রিকার গুরুত্বপূর্ণ অংশ থেকে তথ্য টপিকস অনুসারে নোট খাতায় তুলে রাখতে পারেন।

৭.যেকোন তথ্য রাখার ক্ষেত্রে বা পেপার কাটিং এ অবশ্যই পত্রিকার নাম,প্রকাশের তারিখ লিখে রাখবেন।

৮.এছাড়া পত্রিকায় প্রকাশিত গ্রাফ,চার্ট বা বিখ্যাত ব্যাক্তিত্বের উক্তি নোট খাতায় তুলে রাখবেন।

৯.একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা ফলো করার চেষ্টা করবেন।

১০.রিটেনের আগে পর্যন্ত রিটেনের আসার মতো নিউজগুলোকেই শুধু গুরুত্ব দিন।অপ্রয়োজনীয় বিষয়গুলোকে স্কিপ করুন।

শুভকামনা রইলো।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    4937 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]