Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#221
ভাইরে/আপুরে! একটা মজার ছোটখাটো রিসার্চ করলাম। পৃথিবীর সবচে' কঠিন পরীক্ষা কোনটা?! নীচে দেখেন:
#US_Navy_SEAL - এইটাতে পুরা ট্রেনিং শেষে মাত্র ২৫% পাশ করে বা টেকে। যারা থ্রিলার/ একশন সিনেমা দেখছেন তারা জানেন Navy SEAL কি জিনিষ!

#HARVARD_University - এইটাতে চান্স পাইবার/ accepted হইবার সম্ভাবনা ৫%!
#FBI_Agent - এইটা মাত্র ১.২% applicant FBI Agent হইতে পারে!
#Secret_Service - আমেরিকার প্রেসিডেন্ট এর আশেপাশে কালা স্যুট পরা সিকিউরিটি তে চান্স পাইবার সম্ভাবনা ১%!
আর তারপর....(কঠিন ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে)...
#BCS - গত ৩ বছরের গড় ০.৭৫%!!!! হা ভাই!! ঠিকই শুনছেন! ২৫০,০০০ এর মত পরীক্ষা দেয় আর ফাইনাল সিলেকশন হয় মাত্র ১৮০০-২০০০ জন!
(তবে এর চেয়েও একটা কঠিন পরীক্ষা আছে। #NASA_Astronaut হইবার সম্ভাবনা ০.০৭৫%! তয় ভাইরে NASA বইলা কথা! NASA র জন্য কইলাম কোনো MP3 Guide নাই!)
তাইলে কি শিখলাম? Statistically (disregarding average applicants' background) একজন BCS হইবার চেয়ে আপনের Hollywood এ যাইয়া ক্রুজ বাবার লগে অভিনয় করার Probability অনেক বেশী! এর জন্য এত্ত হাজার হাজার মানুষ ২/৩ বছর কিই না অমানুষিক খাটাখাটনি করে! ফলাফল? ৯৯.২৫% ফ্রাস্ট্রেটেড Young Generation!
ভাইরে! একটু চোখ খুলি না?! একটু বাইরের দিকে তাকাই না?! দুনিয়া কে BCS ছাড়া একটু ভাবি না!
আপনাদের জন্য Internationally কত্ত শত্ত Job আছে তা কি কোনদিন খোঁজ করছেন? ভাইবা দেখছেন ওমুক ভাই, তমুক আপু ক্যামনে সুইজারল্যান্ড এ ILO তে assignment পাইছে? ক্যামনে একজন সাউথ আফ্রিকাতে IOM বা ক্যারিবিয়ান এ UN এর চাকরী করতেছে?
একটু চেষ্টা করি না?
ক্যামনে কি?
১. প্রথমে এক কাজ করেন। Wikipedia তে List of Intergovernmental Organizations সার্চ করেন। দেখবেন UN, World Bank, ILO, WHO, INTERPOL সহ শ' খানেক প্রতিষ্ঠানের নাম।
২. প্রত্যেকটা প্রতিষ্ঠান এর নাম পড়েন আর তার থিকা নিজের পছন্দ হয় এমন অন্তত ১০ টা সিলেক্ট করেন। ওই ১০টা লিনক এ ক্লিক কইরা ওদের সম্বন্ধে একটা মোটামুটি আইডিয়া নেন। সময় ১০ দিন
৩. ওই ১০ টা প্রতিষ্ঠান এর প্রতিটার Employment Section এ যান। দেখবেন অনেক অনেক Job Advertisement /listing আছে। এখন এদের থিকা নিজের খায়েশ মত ৩/৪ টা ক্যাটাগরি সিলেক্ট করেন। যেমন Finance/ Accounting/ Security / Operations / Admin/ Construction - যেসব জায়গায় আপনের কাজ করার ইচ্ছা। ১০ টা পম প্রতিষ্ঠান এর মোট ৩০/৪০ টা Advertisement সিলেক্ট করবেন আর তা প্রিন্ট করবেন। সময় ১৫ দিন
৪. এই যে প্রিন্ট করা Ad গুলা পইড়া মুখস্থ কইরা ফেলবেন। ক্যানো? মাথার ভিতরে যাতে ওই Post গুলার Academic/ Experience কি যোগ্যতা লাগে তার সম্বন্ধে ভালো ধারনা পাওয়া যায়। সময় ১৫ দিন
৫. প্রতিটা Organization এর Application Process আলাদা আলাদা। যেই ১০ টা প্রতিষ্ঠান সিলেক্ট করছেন সেইগুলার Application Process নিয়া পইড়া ঝাড়াঝাড়া কইরা ফেলেন। সময় ১০ দিন।
মোট ৫০ দিন!
এখন যদি আপনে Undergraduate Student হন তাইলে নিজেরে তৈরী করতে থাকেন। কি কি কোর্স করা লাগে তা করেন। ইন্টার্ন করেন আর সবচে বড় কথা দেশেই বিভিন্ন চাকরী/ কাজ কইরা experience যোগাড় করেন। Junior Level assignment এ ৩/৪ বছর experience হইলে Apply করা যায়।
মাসে একবার কইরা ওই প্রতিষ্ঠান গুলার সার্কুলার দেখেন আর এপ্লাই করতে থাকেন। আর পাশেপাশে চাকরীর মাঝে Volunteer করতে পারলে আরো ভালো।
উপরের যে বুদ্ধি দিলাম তা BCS এর গাধার খাটনির চেয়ে কঠিন না, আবার সোজাও না। কিন্তু আপনে মনে প্রানে চাইছেন কিন্তু পান নাই, এইরাম হইবার সম্ভাবনা খুব খুব কম। আমি মিশনে থাকতে UN, AFP, WHO তে চাকরী করা International Staff দের দেখছি। কেউ Usain Bolt বা মহাত্মা গান্ধী না। সুতরাং নিজেরে ছোট ভাবার কোন কারনই নাই।
আপনে নিজে কত ভালো তা জানেন নাই, জানেন না আর কোনদিন ও জানবেনও না।
So move your lazy a** and start working for your life from today!
International এ যান, BCS এর উপর চাপ কমান!
Kickass Job Hunting!

.......collected....... .
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]