Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
#1442
1) অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।
-হেলেন কিলার

2) অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না
-আবুল ফজল

3) অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় ।
-শেক্সপিয়র

4) অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ ।
-স্যার টমাস ব্রাউন

5) অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।
-হোমার

6) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
-গোল্ড স্মিথ

7) অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
-গোল্ড স্মিথ

8) আইন, ভাঙ্গার জন্যই তৈরী হয় ।
-জন উইলসন।

9) আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।
-শেলী

10) আমার দোষ তুমি আমাকেই বল।
-ইমাম গাজ্জালী

11) আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়।
-হেনরি ডেভিড থিওরো

12) আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
- শেখ সাদী

13) আমি জানি না" বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা।
-হিব্রু প্রবাদ

14) আমি তিনটি খবরের কাগজকে এক লক্ষ বেয়নেট অপেক্ষা বেশী ভয় করি
-নেপোলিয়ান।

15) আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে
-চেষ্টারফিল্ড

16) আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
-মাইকেল জর্ডান

17) আহ্, কী ভালোই না লাগে- পুরনো বন্ধুর হাত।
-মেরি এঙলেবাইট

18) উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়
-ইয়ং

19) এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে
-আইনস্টাইন

20) একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ।
-জর্জ লিললো

21) একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।
-শেখ সাদী

22) একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান
-ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]

23) একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।
-কার্লাইল

24) একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের।
-ফারসি প্রবাদ

25) একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে
-জর্জ ম্যারাডিথ।

26) কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
-সিসেরো

27) কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষ অপেক্ষা শ্রেয়
-শেখ সাদী।

28) কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।
-প্লেটো

29) কান্না চোখের একটি মহৎ ভাষা
-রবার্ট হেরিক।

30) কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ ।
-এডিসন

31) কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও।
-অজানা

32) কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি।
-আবদুল্লাহ আবু সাঈদ

33) কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে।
-রবার্ট লুই স্টিভেন্স

34) গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে।
-হিন্দি প্রবাদ

35) গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম।
-আরবি প্রবাদ

36) ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে।
-সিমোনিডেস

37) ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।
-অজানা

38) জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।
-চীনা প্রবাদ

39) জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।
-অজানা

40) জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।
-ক্রিনেট

41) জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না
-সি. এইচ. স্পারজন।

42) জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি
-হুইটিয়ার

43) টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী
-ভলতেয়ার।

44) তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে
-চীনা প্রবাদ

45) দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে
-মার্ক টোয়েন

46) দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই
-অ্যারিস্টটল

47) দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ
-টমাস ক্যাম্পবেল।

48) ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান
-ড্রাইডেন

49) নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না
-কাজী নজরুল ইসলাম

50) নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়
-জন লিভেগেট

51) নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়
-টমাস মুর।

52) নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত
-সূত্র:অজানা

53) নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য
-হযরত আলী (রা)

54) নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু
-জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩], ফরাসী কবি

55) প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক
- আব্রাহাম লিংকন।

56) পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়
-এডওয়ার্ড ইয়ং।

57) বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না
-হেনরী ওয়ার্ড বিশার

58) বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে
-ডিকেন্স

59) বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ
-ডেমোক্রিটাস।

60) বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।
-এরিস্টটল

61) বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।
-কার্লাইল

62) বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।
-উইড্রো উইলসন

63) বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে ।
-প্লেটো

64) বুলেট ব্যতীত বিপ্লব হয় না
-চে গুয়েভারা।

65) বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে বুঝি না বলা।
-কাজী নজরুল ইসলাম

66) বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।
-জন ম্যাকি

67) বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে
-মিল্টন

68) ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।
-জন ল্যাক হন

69) ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।
-ইলা অলড্রিচ

70) ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
-শেক্সপীয়ার

71) মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা
-লেডি বার্নার্ড।

72) মানুষের পয়লা নাম্বার শত্রু হল সময়
-সঞ্জীব চট্টোপাধ্যায়

73) মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী
-ওরসন স্কোরার ফাউলার

74) মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারায় নয়, সাধ্যমত করতে পারায়।
-অজানা

75) যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
-মাদার তেরেসা

76) যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
-আইনস্টাইন

77) যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না ।
-সিনেকা

78) যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
-জন সার্কল

79) যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে ।
-লাভাটাব

80) যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না।
-আলফ্রেড টেনিস

81) যে দৃষ্টির সংগে মনের যোগাযোগ নাই-সে তো দেখা নয়, তাকানো
-যাযাবর।

82) যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।
-জন লিভগেট

83) যে ন্যায়ের পক্ষে, সে সত্যের পক্ষে
-রাহুল সাংকৃত্যায়ন।

84) যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-জন এন্ডারসন

85) যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।
-জন এন্ডারসন

86) যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
-হযরত আলী (রাঃ)

87) যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ।
-ফ্রান্সিস বেকন

88) যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায় না।
-লাউতজে

89) যে সৎ হয় নিন্দা তার কোন অনিষ্ট করতে পারে না!
-শেখ সাদী

90) যে সম্পদ কারো চোখে পড়ে না তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে
-বেকন।

91) যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য ও নেই
-উইলিয়াম ল্যাংলয়েড

92) রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।
-সেফটিস বারী

93) শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।
-ওল পিয়ার্ট

94) শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি
-এরিস্টটল।

95) শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল ।
-টিপু সুলতান

96) সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।
-ডেমিক্রিটাস

97) সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।
-ভলতেয়ার

98) সব লোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।
-জুভেনাল

99) সবচে' জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা ।
-জে এবট

100) সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন ।
-মার্ক টোয়াইন

101) সময় চলে যায়না, আমরাই চলে যাই ।
-অস্টিন ডবসন

102) সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়
-বেকেন বাওয়ার

103) সময়ের সমুদ্রে আছি,কিন্তু একমুহূর্ত সময় নেই
-রবীন্দ্রনাথ ঠাকুর

104) সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু ।
-জর্জ হার্বাট

105) হ্যাঁ' এবং 'না' কথা দুটো সবচে' পুরনো এবং সবচে' ছোট । কিন্তু এ কথা দু'টো বলতেই সবচে' বেশি ভাবতে হয়।
-পীথাগোরাস

সংগৃহিতঃ-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]