Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#1181
এলিজাবেথান পিরিয়ডের পর ইংরেজি সাহিত্যের আরেকটি আধিপত্য বিস্তারকারী যুগ হচ্ছে রোম্যান্টিক পিরিয়ড।
• এ যুগের বিস্তার ১৭৯৮ থেকে ১৮৩২ সাল পর্যন্ত। • ১৭৯৮ সালে William Wordsworth এর Lyrical Ballads প্রকাশের মাধ্যমেই মূলত রোম্যান্টিক যুগের শুরু হয়।
• Most important features of a romantic poetry is - Subjectivity.
এযুগের বিখ্যাত কবিগণ হলেনঃ
- William Wordsworth
- S T Coleridge
- Lord Byron
- P B Shelley
- John Keats
- Walter Scott
- Jane Austene
মনে রাখার নিয়মঃ Wordsworth BCS দিয়ে KSA (সৌদি অারব) যাবে।
Wordsworth, Byron, Coleridge, Shelley, Keats, Scott, Austene
________________
1.William Wordsworth (1770 – 1850)
• He is considered as poet of nature.
• 1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে ডিসিএল উপাধি দেয়।
• তাঁর অধিকাংশ রচনা 1798 থেকে 1808 সালের মধ্যে।
• 1798 সালে কবি S T Coleridge এর সাথে Lyrical Ballads রচনা করেন।
গ্রন্থঃ
- Lyrical Ballads,
- The Prelude
- Thansgiving Ode
- Ecclesiastical Sketches
- The River Duddon
কবিতাঃ
- Tintern Abbey,
- Ode: Immitations of Immortality,
- The Solitery Reaper,
- I Wandered Lonely as a Cloud,
- Michael,
- Lucy Poems.
- Dsffodils.
- The Excursion
_________________
William Wordsworth (1770-1850)
Wrote Lyrical Ballads (1798) with S T Coleridge. S T Coleridge wrote 4 (Four) poems & Willam Wordsworth 19 (Nineteen) poems.
He is considered as Nature of Poet.
1839 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কবিকে ডি সি এল উপাধি প্রদান করে ।
Inspired by French Revolution.
কাব্যগ্রন্থ:
Lyrical Ballads, Thanksgiving Ode, The River Duddon, The Prelude (Auto Bio-bibliography), Ecclesiastical sketches
Poem:
Daffodils, The Solitary Reaper, To Milton, The Excursion, Michael
মনে রাখার নিয়মঃ A MID SME
____________________________________________
2. Samuel Taylor Coleridge (1772 – 1834)
• The collaborator of wordsworth.
• Poet of supernaturalism
• তিনি ফরাসী বিপ্লবের সমর্থক ছিলেন।
• অাফিম সেবন করতেন।
• গিলম্যানের চিকিৎসায় ভাল হন।
• Watchman নামে একটা পত্রিকা চালাতেন।
• Lyricall Ballads এ চারটি কবিতা ছিল।
গ্রন্থঃ Biographia Literaria
কবিতাঃ The Rime of the Ancient Mariner, Kubla Khan, Dejection:Ode, Christabel,Frost at Midnight.
"everywhere,
And all the boards did shrink;
Water, water everywhere,
Nor any drop to drink." ___Quotations from The Rime of the Ancient Mariner.
{{{ Kubla Khan হচ্ছে একটি অস্পম্পূর্ণ কবিতা। Coleridge ছিল আফিম Addicted। তো একদিন আফিম খাওয়ার পর Kubla Khan কবিতাটি তাঁর মাথায় আসে এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি তা লিখতে বসেন। কিছুক্ষণ পরেই ডাক পিয়ন আসে দরজায় কড়া নাড়ে তাঁকে চিঠি দিতে। চিঠি আনতে আনতে তাঁর নেশা কেটে যায়। এরপর সাথে সাথেই আবার কবিতার বাকি অংশ লিখতে বসলেও দুর্ভাগ্যবশত আর একটি লাইনও তিনি মনে করতে পারেন নি। পরে তিনি বলেন যেটুকু লিখেছে তা ছিল ১০ ভাগের ১ ভাগ। আর এই Kubla Khan হচ্ছে Coleridge এর সবচেয়ে কঠিন কবিতা। }}}
____________________
3.John Keats (1795 –1821):
• মাত্র ২৬ বছর বেঁচে ছিলেন। এর ভিতরেই তাঁর কবি প্রতিভার ঝলক দেখিয়েছেন।
• Keats মূলত তাঁর Ode গুলোর জন্য বিখ্যাত।
• Poet of Sensuousness
• Poet of Beauty
• Died from Tuberculosis
কাব্যগ্রন্থ : (HELP Isabella) Poems, Endymion, Lamia and other poems, Isabella.
• A famous poet who is known as a man of medicine.
• তাঁর Ode গুলোর মধ্যে বিখ্যাত হচ্ছেঃ Ode to a Nightingale, Ode on a Grecian Urn , Ode to Psych, To Autumn, Ode on Melancholy, Ode on Indolence.
{ শিরোনামহীন ব্যান্ডের “ একা পাখি” গানটা Keats এর Ode to a Nightingale এর থিমের উপর ভিত্তি করে রচনা করা। এই তথ্য পরীক্ষায় আসবে না। :P:P }
_________________
4.Percy Bysshe Shelley (1792 – 1822)
• তাঁর কবিতা গুলো বিদ্রোহী ধাঁচের।
• কাজী নজরুল ইসলামের কবিতায় Shelley’র অনেক প্রভাব আছে।
• A revolutionary poet.
• Died from boat sinking
Poem: Ozymandias, Ode to west wind, Ode to Liberty, Ode to Skylark.
Article: Necessity of Atheism, A Defense of Poetry.
কাব্যনাট্য : Prometheus Unbound.
কাব্যগ্রন্থ: The Revolt of Islam, The Spirit of Solitu
কবিতাঃ, Adonais, To a skylark, Ode to the West Wind.
• "The trumpet of a prophecy! O
Wind,
If Winter comes can Spring be far behind ? "___Quotation from West Wind
.
• Our sweetest songs are those that tell of saddest thought." _ Quot from To a Skylark
• Poets are unacknowledged legislation of the world ''
• Oh, lift me as wave , a leaf , a cloud , I fail upon the thorns of life ! I bleed
________________
5.Lord Byron (1788 – 1824):
• George Gordon Lord Byron তিনি ইংরেজি সাহিত্যের একজন বিদ্রোহী কবি।
• তাঁর বিখ্যাত গ্রন্থ হচ্ছে Don Juan আর Vision of Judgement।
• English Bards and Scotch Reviewers.
• Childe Harold's Pilgrimage.
Lord Byron এর মেয়ে Ada Lovelace হচ্ছেন Computer এর ইতিহাসে প্রথম computer programmer.
______________
6.Romantic Age এর আরেকজন বিখ্যাত লেখিকা হচ্ছেন Jane Austen।কিন্তু তিনি হচ্ছেন রোম্যান্টিক পিরিয়ডের একজন Anti-romantic Novelist. তাঁর বিখ্যাত ৫টি উপন্যাস হচ্ছে,
Pride & Prejudice,
Sense and Sensibility,
Mansfield Park, এবং
Emma.
The Persuation
(মনে রাখার নিয়মঃ SME P² )
7. Sir Walter Scott
• 1771 সালের 15 অাগস্ট স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন।
উপন্যাসঃ
• Ivanhoe
• The Abbot
• The pirate
• The Antiquary
• Tale of my Landlord
মনে রাখার নিয়মঃ PIAAL (পিয়াল)
কবিতাঃ
• Patriotism.

সংগৃহীত: Ramjan Ali Suman

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]