Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By mrhelal91
#6283
Duration : 1649-1660

এ যুগের কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
এই যুগও Puritan যুগের অন্তর্ভূক্ত ।
There was no monarch in England inthis period.
কারণ ১৬৪৯ সালে প্রথম চার্লসকে শিরশ্ছেদ করা হয়েছিল।
১৬৪৯ সালে প্রথম চার্লস নিহত হওয়ার পর Oliver Cromwell ক্ষমতায় আরোহণ করেন । ১৬৫৮ সালে Oliver Cromwell এর মৃত্যুর পর তার পুত্র Richard Cromwell England এর ক্ষমতায় আরোহণ করেন এবং তিনি অদক্ষতার কারণে জনপ্রিয়তা হারান।
(became gradually unpopular)
১৬৬০ সালে রিচার্ড ক্রমওয়েল ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে ইংল্যান্ডে রেনেসাঁ যুগের পরিসমাপ্তি ঘটে।
(English people realized that Monarchy was essential for them)
১৯৬৮ সালে সম্রাট আওরঙ্গজেবের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি হিসেবে জেমস হার্ট। ঢাকা প্রবেশ করার মধ্য দিয়ে বাংলায় ইংরেজ আগমন শুরু হয়।
অওরঙ্গজেবের আমলে ১৬৯০ সালে সম্পাদিত একটি সন্ধি চুক্তি মোতাবেক ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র ভারতবর্ষে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার ফিরে পায়। এই সন্ধির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন চার্নকের নেতৃত্বে ১৬৯০ সালের ২৪ আগস্ট সুতানটিতে বানিজ্যকুঠি স্থাপন করেন।

Common Wealth Period এর কিছু সাহিত্যিক:
1.Thomsd Hobbes (1588-1679)
A political philosopher

তার বিখ্যাত বইয়ের নাম – Leviathan
(এই গ্রন্থে হবস সামাজিক চুক্তির পক্ষে যুক্তি প্রদর্শন করেন)
Quote: The end of Knowledge is power.

2.Jeremy Taylor: (1613-1667)
Famous prose:
Holy Living
Holy Dying
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2699 Views
    by bdchakriDesk
    0 Replies 
    666 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]