Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By sumon
#5986
Caroline Period এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক:

Robert Herrick: (1591-1674)
A famous poet of Caroline period.
তাকে The greatest Cavalier poet বলা হয়।
কারণ তিনি রাজার সমর্থক ছিলেন।
তিনি Clergyman (যাজক) ছিলেন।

হেরিকের বিখ্যাত কবিতা:
To Daffodils
To Daffodils কবিতার Theme হলো short living of human being বা ‘Life is short, so live to the fullest। অর্থাৎ Daffodil ফুলের মতো মানুষের জীবন প্রস্ফলিত হয়ে এক সময় ঝরে যায়। Daffodil কবিকে মৃত্যুর কথা মনে করিয়ে দেয়। এ কবিতায় Hasting day বলতে Hurriendly passing day বুঝানো হয়েছে এবং Human life কে Summer’s morning dew এর সাথে তুলনা করা হয়েছে।

তবে To Daffodils নামের একটি বিখ্যাত কবিতা লিখেছেন রোমান্টিক যুগের কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। (এটির বিষয়বস্তু হলো- প্রকৃতির নিরাময় ক্ষমতা আছে)।

Other poems of Herrick:
Delight in Disorder
The Night piece of Julia.
His Slitany to the Holy Spirit
(এটিকে Sacred poem বলা হয়)

Famous quotes from To Daffodils:
Fair daffodils, we weep to see
You haste away so soon,
We have a short time to stay, as you,
We have as short a spring.
Never to be found again. (The last lines of “To Daffodils”)

(ভাবার্থ: উজ্জ্বল ড্যাফোডিল যত দেখি ভিজে উঠে চোখ/ কতই না দ্রুত চলে যায়/ তোমাদের মত এক সংক্ষিপ্ত জীবন। আমাদের যৌবন বসন্তকালের মতই, এসেই আবার চলে যায়/পলক ফেরালেই নাই, সব ফাঁকা)।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]