Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By afsara
#5358
Famous quotes:
(i)I wonder by my truth, what thou and I did till we love.
(আমার বিশ্বাসের কসম, আমি বিস্মিত হই ভেবে তুমি-আমি কি করতাম ভালোবাসার আগে)
(The Good Morrow)
(ii)For love, all love of other sights control and make a little room and everywhere.
(ভালোবাসা অন্য সকল অনূভূতিকে নিয়ন্ত্রণ করে এবং ছোট ঘরকে করে তুলে বিশ্ব চরাচর)
(The Good Morrow)
(iii)Busy old fool, unruly sun
(ব্যস্ত, বৃদ্ধ, বোকা, দুষ্ট, সূর্য)
Why dost thus?
(তুমি এমন কেন কর)
Through windows and through curtains
(জানালা ভেদ করে, মশারি ছেদ করে)
Call on us?
(আমরা প্রেমিক-প্রেমিকাদের কেন ডিস্টার্ব কর?
(The Sun Rising)
(iv)She’s all states and all princesses I,
Nothing else is. (The Sun Rising)
(তাহার (কবির প্রেমিকা) মাঝেই আমার সকল সাম্রাজ্য, সকল রাজকুমারী নিহত আছে। আর কিছু আমার দরকার নেই)
(v)For God’s sake, hold your tongue and left me love.
(দোহাই তোমার একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে মোরে অবসর) -The Canonization
কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা নামক রোমান্টিক কাব্যধর্মী উপন্যাসে John Donne এর এই লাইনটি একাধিকাবার উদ্ধত করেছেন।
(উল্লেখ্য, শেষের কবিতার একটি বিখ্যাত উক্তি হলো গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়-হে বন্ধু বিদায়)
(vi) If they be two, they are two so,
As stiff twin compasses are two.
(সত্যিকারের প্রেমিক-প্রেমিকা হলো কম্পাসের দুটি কাটার মতো। যতই দূরে থাক, কাছেই থাকে)
(এটি A Valediction: Forbidding Mourning কবিতা থেকে নেয়া হয়েছে)

2.Andrew Marvell: (1621-1678)
তিনি মহাকবি মিল্টনের ঘনিষ্ঠ এবং অনুপ্রেরণাদানকারী বন্ধু ছিলেন। তবে John Donne এর অনুসারী ছিলেন।
Famous poems:
(i) To His Coy Mistress (লজ্জাবতীকে)
(ii) The Definition of Love
(Theme: out of sight, near to mind)
(iii) The Garden
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]