Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#4092
c. Othello (The Moor): (1604-1605)
কাহিনী সংক্ষেপ: মানুষের মানসিক দুর্বলতা থেকে কীভাবে ট্রাজেডি রচিত হয় তারই প্রকাশ ঘটেছে শেক্সপিয়রের বিখ্যাত ট্রাজেডি ওথেলোতে। ওথেলো নাটকের কেন্দ্রীয় চরিত্র হলো ওথেলো – যিনি ইতালির ভেনিসিয়ান সেনাবাহিনীর একজন কৃষ্ণকায় মুরিশ জেনারেল । বর্ণবাদ, ইর্ষা, ও ভালোবাসার অভিনব সংমিশ্রণ এই নাটকের মূল উপজীব্য। ওথেলোর ভুল সন্দেহের নির্মম বলি হতে হয়েছে তার স্ত্রী ডেসডিমনাকে। ওথেলো দেশের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা। তার বীরত্বের কাহিনী শুনতে শুনতে তাকে ভালো বেসে ফেলেছিল সিনেটার ব্রাবানশিওর সুন্দরী কন্যা ডেসডিমোনা। ওথেলোর সাথে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছিল । ব্রাবানশিও অভিযোগ জানাল ডিউকের কাছে। ডিউকের আদেশে সকলের সামনে এসে ডেসডিমোনা জানাল সে ওথেলোকে ভালোবেসে স্বেচ্ছায় ঘর ছেড়ে বের হয়। অন্যদিকে ব্রাবানশিওর এক আত্নীয় রোডারিগো চেয়েছিল ডেসডিমোনাকে বিয়ে করতে। তার এই ইচ্ছার কথা জানত ওথেলের এক কর্মচারী ইয়াগো। তার ইচ্ছা ছিল সেনাপতির সহকারী হওয়ার। কিন্তু ওথেলো সহকারী হিসেবে নির্বাচিত করেছিল ক্যাসিওকে। ক্যাসিওকে তাড়িয়ে দিয়ে সে হবে ওথেলোর সহকারী। এমন সময় তুর্কিদের বিরূদ্ধে যুদ্ধের জন্য ওথেলোকে পাঠানো হলো সাইপ্রাসে। তার অনুগামী হলো ডেসডিমোনা। বেসিও, ইয়াগো, ও তার বউ এমিলিয়া। যুদ্ধে জয়ী হলো ওথেলো। তার সম্মানে আনন্দ উৎসব হয়। ইয়াগো এই সুযোগের অপেক্ষায় ছিল। ক্যাসিওকে মদ খাইয়ে মিথ্যা গন্ডগোল সৃষ্টি করে। তারই জন্য তাকে কর্মচ্যুৎ করে ওথেলো। দু:খে অনুশোচনায় ভেঙে পড়ে ক্যাসিও। ক্যাসিও যায় ডেসডিমোনার কাছে। গোপনে ওথেলো ইয়াগোকে ডেকে বলে দুজনের মধ্যে গোপন প্রনয় আছে। ওথেলোর মনের মধ্যে সন্দেহের বীজ জেগে ওঠে। ওথেলো ডেসডিমোনাকে একটি মন্ত্রপূত রুমাল দিয়েছিল। ডেসডিমোনা কখনো সেই রুমাল হাতছাড়া করতো না। একদিন ডেসডিমোনার কাছ থেকে রুমালটি হারিয়ে গিয়েছিল। তা কুড়িয়ে নিয়ে্ এমিলিয়াকে দিল। ইয়াগো দিল ক্যাসিওকে। ডেসডিমোনার কাছে রুমাল না দেখে ওথেলোর সন্দেহ আরও ঘনীভূত হয়। তারই সাথে ওথেলোর মনকে আরো বিষাক্ত করে তোলে ইয়াগো। ক্রোধে আত্মহারা হয়ে ওথেলো ঘুমন্ত ডেসডিমোনাকে গলা টিপে হত্যা করে। তারপরই আসল সত্য প্রকাশ পায়। ইয়াগোকে বন্দি করা হয় আর ওথেলো নিজের বুকে ছুরিবিদ্ধ করে আত্মহত্যা করে। বীর ওথেলোর এই মৃত্যু আমাদের সমস্ত অন্তরকে ব্যথিত করে তোলে।
A Domestic Tragedy (যে নাটকে স্বামী-স্ত্রী কর্তৃক অথবা স্ত্রী স্বামী কর্তৃক নিহত হয়)
Theme: Fatal Consequence of doubt (সন্দেহের মারাত্মক কুফল)
Othello gave Desdemona a handkerchief as a token of love.
মনোবিজ্ঞানে, ওথেলো সিনড্রম বলতে সন্দেহবাতিক বা মানসিক বিকারগ্রস্থ রোগীর অবস্থা বোঝায়।
ওথেলো নাটকের বিখ্যাত কিছু চরিত্র:
Othello (a brave Moorish solder)
Desdemona (heroine, স্বামী ওথেলোর সন্দেহের বলি হন)
Brabantio (Venetian Senator, father of Desdemona)
Iago (ইয়েগু, ষড়যন্ত্রকারী; তাকে হত্যা করে ওথেলো নিজে আত্মহত্যা করেন)
Cassio (assistant of Othello (তার সাথে ডেসডিমোনার পরকীয়া ছিলো বলে ওথেলো সন্দেহ করেছিল, যা পরে পুরোপুরিভাবে ভুল প্রমাণিত হয়েছিল)

d. King Lear: (1605-1606)
A tragedy of an arrogant king
Father of three daughters
Goneril – (সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক)
Regan (সুবিধাভোগী তবে বিশ্বাসঘাতক)
Cordelia (সুবিধাবঞ্চিত তবে বিশ্বস্ত)

King Lear নাটকের বিখ্যাত কিছু উক্তি
I am a man more sinned against than sinning. (আমি যতটা না অন্যায় করছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে)
King Lear এর মতে, How sharper than a serpent’s tooth it is
To have a thankless Child. (সন্তানের অকৃতজ্ঞতা সাপের বিষ দাতের চেয়েও তীক্ষ্ণ)
My love is richer than my tongue. (আমার ভালোবাসা মুখে বোঝানো সম্ভব নয়)
Nothing will come of nothing. (কারণ ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]