Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3307
8.Ben Jonson: (1572-1637)
Father of English Realistic Comedy
Father of Comedy of Humours
(কমেডি অব হিউমার মেডিকেল থিউরির সাথে সম্পর্কিত। দেহত্বকের প্রাচীন চার হিউমার হলো মৌলিক তরল পদার্থ: রক্ত, শ্লেষা, ক্রোধ বা হলুদ পিত্ত,এবং বিষাদ বা কৃষ্ণ পিত্ত। এই পদার্থগুলোর পরমাণ এবং দেহে তাদের উপস্থিত ও মিশ্রণের প্রকৃতি দ্বারা মানুষের শারীরিক ও চারিত্রিক টাইপ নির্ধারিত হয় বলে বিশ্বাস করা হতো। সুস্থ্য চরিত্রের মধ্যে সবকটি উপাদান সুসমন্বিতভাবে উপযুক্ত পরিমাণে উপস্থিত থাকে।
তিনি Elizabethan Period এ লেখালেখি শুরু করলেও Jacobean period এ বেশি সুখ্যাতি লাভ করেন। রাজা প্রথম জেমসের আমলে শেক্সপিয়ারের পরে তাকে শ্রেষ্ঠ নাট্যকার মনে করা হয়। মনে রাখুন বেন জনসন বানানে h নেই।
Famous plays of Ben Jonson:
i. Every Man in His Humour
ii. Every Man Out of His Humour
iii. The Silent Women (or Epicoene)
iv. Volpone (ভলপোনি) or the Foxes এ নাটকের অন্যতম চরিত্র Mosca । এটাকে beast fable ও বলা হয়। এ নাটকে মুনাফালোভী মানুষদের নোংরা, বীভৎসরূপ উপস্থাপিত হয়েছে।
v. The Alchemist (তীব্র অর্থ লালসার করুন চিত্র)
9.Thomas Kyd: (1558-1594)
A famous university Wit
Title: Father of English Revenge Tragedy (ইতালীয় নাট্যকার Seneca কে Father of Tragedy বলা হয়)
Famous play of Kyd: The Spanish Tragedy (প্রথম নাটক)
এটিকে Boody Drama বলা হয়। The Spanish Tragedy পড়ে Shakespeare তার Hamlet নাটকটি লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন।
10.Thomas More: (1478-1535)
তাকে রাজা অষ্টম হেনরি শিরশ্ছেদ করেছিলেন। কারণ তিনি অষ্টম হেনরির স্বৈরচারী শাসনের বিরোধী ছিলেন।
Famous book: Utopia (কাল্পনিক স্বর্গরাজ্য)
[A kingdom of no-where; an imaginary island where there is no problem] এটি তিনি ল্যাটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন।
11.Geoege Chapman: (1559-1634)
তিনি Homer এর মহাকাব্য Iliad এবং Odyssey এর ইংরেজি অনুবাদ করেন। ইলিয়াড একটি গ্রিক মহাকাব্য। প্রাচীন গ্রীসের ইলিওন শহরের নামানুসারে এ মহাকাব্যের নামকরণ করা হয়েছে। ১৬,০০০ পঙক্তি বিশিষ্ট এই মহাকাব্যের বিষয়বস্তু ট্রয়ের যুদ্ধ যেটি হেলেন নামের এক নারীকে কেন্দ্র করে সংঘটিত হয়। গ্রিকদের সেরা বীর একিলিস এবং ট্রয়ের সেরা বীর হেক্টর । যুদ্ধ শেষে গ্রিক সেনারা সুরক্ষিত ও সাজানো নগরী ট্রয়কে জ্বালিয়ে দেয়।
12.Niccolo Marchiavelli: (1469-1527)
Title: Father of Modern political Science
তিনি ইতালিতে জন্মগ্রহণ করেছেন।
তার বিখ্যাত গ্রন্থ: The Prince**
সাহিত্যে Machiavellian Character বলতে বোঝায়- selfish character.
Belief of Machiavellin character: The end justifies the means.
During the Italian Renaissance, Niccolo Machiavelli established the emphasis of modern political science on direct empirical observation of political institutions and actors. Machiavelli was also a realist, arguing that even evil means should be considered if they help to create and preserve a desired regime. (অর্থাৎ তিনি ক্ষমতার আরোহণ বা কাক্ষিত সাফল্য লাভের জন্য সকল অবৈধ পন্থাকে বৈধ মনে করতেন)
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]