Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#3150
2.Christopher Marlowe:
- জন্মস্থান: Canterbury of England (1564-1593)
- তিনি একজন University Wit ছিলেন।
-১৫৯৩ সালের ৩০ মে ২৯ বছর বয়সে গুপ্তচরের ছুরিকাঘাতে (stabbing) তিনি নিহত হন। এর আগে ১৮ মে নাস্তিকতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল ।
-Title: Father of English Drama/ Tragedy (সার্থক জনক)
-তিনি Shakespeare এর পূর্বে England এর শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। শেক্সপিয়র মার্লোর লেখালেখি থেকে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল।
-তিনি Shakespeare এর Contemporary বা সমসাময়িক হওয়া সত্ত্বেও Predecessor/ পূর্বসূরি লেখক। (Though Marlowe and Shakespeare were born in the same year, Shakespeare became prominent after Marlowe’s mysterious early death.)
- তিনি নাটকে Blank verse (অমিত্রাক্ষর ছন্দ) প্রবর্তন করেন। (বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের)
-’The Passionate Shepherd to His Love’ এবং ‘Hero and Leander’ তার অন্যতম lyric (গীতিকবিতা) ।
মার্লোর মৃত্যুর পর জর্জ চ্যাপম্যান Hero and Leander কবিতাটি সমাপ্ত করেন।

Famous Tragedies of Marlowe:
(i) Doctor Faustus ( ডক্টর ফস্টাস্ )
- এটিকে Morality play-ও বলা হয়।
- পুরো নাম: The Tragical History of the Life and Death of Doctor Faustus
- Faustus কে Renaissance Hero বলা হয়।
- নায়ক Faustus তার আত্মাকে ২৪ বছরের জন্য শয়তানের কাছে বিক্রি করেছিল। Satanic figures – Lucifer, Mephistophilis. ডক্টর ফস্টাস্ নাটকের বাংলা অনুবাদ করেছেন জিয়া হায়দার (১৯৩৬-২০০৮)
(ii) The Jew (জ্যু) of Malta (Malta’র ইহুদি, চড়া সুদখোর)
-নগর কতৃপক্ষের বিরুদ্ধে এক মাল্টা নিবাসী ইহুদীর বর্বরোচিত প্রতিশোধ গ্রহণের কাহিনী নিয়ে এ নাটকটি লেখা হয়েছে। ইহুদীটির নাম Barabas।
-এ নাটক পড়ে Shakespeare তার The Merchant of Venice লিখেছেন বলে ধারণা করা হয় ।
(iii) Tambeurlaine the Great
- এটি মোগল সম্রাট বাবরের পূর্বপুরুষ রাজা তৈমুর লংকে নিয়ে লেখা। তৈমুর কিভাবে রাখাল থেকে যোদ্ধা হয়ে উঠেছিলেন সেটিই এ নাটকে দেখানো হয়েছে।


(iii) Edward (II): এটি একটি historical play
(iv) Dido, Queen of Carthage (1586; মার্লোর প্রথম নাটক)
Quotes: Man is the maker of his own fate. (মানুষ নিজেই তার ভাগ্যের নির্মাতা)
“Sweet Helen, make me immortal with a kiss”. -Doctor Faustus

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]