Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#2345
Duration: 1558-1603
Titles of the Age:
• Golden/Glorious Period of English Literature/Drama
• A nest of singing birds
এ যুগের কিছু গুরুত্বপুর্ণ তথ্য:
Queen Elizabeth (I) এর নামানুসারে এ যুগের নামকরণ করা হয়্। তিনি ১৫৩৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাকে Virgin Queen বলা হয়। তিনি টিউডর বংশের রাজা Henry (VIII) ও রানী Anne Boleyn এর কন্যা ছিলেন। এলিজাবেথের বয়স যখন আড়াই বছর তখন তার মা এনি বোলিনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয় এবং এলিজাবেথকে অবৈধ সন্তান হিসেবে ঘোষণা করা হয়।
এই শতকেই (রেনেসাঁর যুগে) খ্রিস্টান ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে:
(a) Catholic/Papist: ধর্মগুরু Pope এর অনুসারী
(b) Protestant: Against the Pope (পোপবিরোধী)
জার্মানির ধর্ম সংস্কারক Martin Luther এবং Switzerland এর Calvin এবং Zwingli তৎকালীন Pope ও ধর্মযাজদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে Protest করেছিলেন। তাই তাদের অনুসারীদের Protestant বলা হয়।
রাজা Henry (VIII) তার personal advantage (তথা দ্বিতীয় বিয়ে সংক্রান্ত বিষয়) এর জন্য England এ Protestantism চালু করেন। ফলে England এ Civil War শুরু হয়। রানী Elizabeth ১৫৫৮ সালে ক্ষমতায় এসে religious problems দূর করার জন্য Anglicanism চালু করার মাধ্যমে Civil War এর সমাপ্তি ঘটান।
• Anglicanism means England’s own church.
“A good face is the best letter of recommendation.” (মানে, পেহেলে দর্শনদারী ফের গুণ বিচারী; এটি Queen Elizabeth এর বিখ্যাত উক্তি)
১৫৬০ সালে রানী এলিজাবেথ লন্ডনে West Minister Abbey নামে একটি চার্চ পুননির্মাণ করেন। এখানে ব্রিটিশ রাজা রানীদের সিংহাসনে আরোহন অনুষ্ঠান ও শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এখানে ২য় বিশ্বযুদ্ধে নিহত অনেক অজ্ঞাতনামা যোদ্ধাদের সমাধি রয়েছে। এখানে Poet’s Corner এ কবি চসার, বিজ্ঞানী নিউটন, চার্লস ডিকেন্স, টেনিসন, ব্রাউনিং, হার্ডি, রুডইয়ার্ড কিপলিং, ডারউইনসহ অসংখ্য বিখ্যাত ব্যক্তিদের সমাধি রয়েছে।
বি.দ্রঃ রানী এলিজাবেথ এবং দিল্লির সম্রাট আকবরের আমলে ১৬০০ সালে ২১৮ জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। রানী এলিজাবেথ এই কোম্পানিকে ২১ বছর পর্যন্ত একচেটিয়া বাণিজ্য করার রাজকীয় সনদ প্রদান করেছিলেন।
উল্লেখ্য, এর আগে ১৫৫৬ সালে পানিপথের ২য় যুদ্ধে আফগান নেতা হিমুকে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর দিল্লির সিংহাসন লাভ করেছিলেন। ১৫৭৬ সালের ১২ জুলাই রাজমহলের যুদ্ধে আকবরের নিকট বাংলাদেশের স্বাধীন সুলতান আফগান বংশীয় দাউদ খান কররানী পরাজিত হলে বাংলাদেশ মোগল সাম্রাজ্যের অধীনে চলে যায়।
Elizabethan Theatre এর বৈশিষ্ট্য:
1. There were no female writers in that period.
2. Women were not allowed to act.
3. The boys played the role of women.
4. Elizabethan tragedy এর অন্যতম বৈশিষ্ট্য ছিল:
(a) Revenge (b) Love
5. First English Theatre was established in 1576.
6. Elizabethan Period এর অধিকাংশ নাটক Queen Elizabeth এর সামনে মঞ্চস্থ হয়েছে। প্রথম মঞ্চস্থ নাটক Gorboduc – 1562 সালে।

The Elizabethan Period – এর বিখ্যাত সাহিত্যিক ছিলেন যারা তারা হলেন:
1. Thomas Norton & Thomas Sackville.
2. Christopher Marlowe
3. Edmund Spenser
4. Nicholas Udall
5. Sir Thomas Wyatt
6. Sir Philip Sidney
7. John Webster
8. Ben Jonson
9. Thomas Kyd
10. Thomas More
11. George Chapman
12. Nicholo Machiavelli
13. Migunl de Cervantes
14. Francis Bacon
15. Galileo Galilei
16. William Shakespeare
Elizabethan Period এর কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিক:
1 . Thomas Norton (1532-1584) and Thomas Sackville (1536-1608):
এরা দুইজন Literary collaborator (সাহিত্য সহযোগী) ছিলেন। তাদেরকে Pioneers (পথিকৃৎ) of English tragedy- ও বলা হয়।
First Tragedy (বিয়োগাত্নক নাটক) in English:
The Tragedy of Gorboduc (রাজা গর্বোডাকের ট্র্যাজেডি)
এটির অন্য নাম Ferrex and Porrex । এটি ১৮ জানুয়ারি ১৫৬২ সালে রানী এলিজাবেথের সামনে প্রথম মঞ্চস্থ হয়। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]