Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
By shihab
#2333
রেনেসাঁ যুগ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
• Actually European Renaissance began in 14th Century in Italy.
• Renaissance means- Revival/ Regeneration/ Rebirth, reawakening of classical (ancient Greek and Roman) learning, culture and free thinking. (14th Century: 1301-1400)
• Renaissance is an French word (মতান্তরে Italian). It is considered the bridge between the Middle ages and the Modern history.
• রেনেসাঁ চতুর্দশ শতকে প্রথমে Florance শহরে এবং পরে Venice ও Rome শহরে ছড়িয়ে পড়ে। তবে, England এ রেনেসাঁ শুরু হয় ১৫০০ সালে।
• Renaissance এর যুগকে Rediscovery of Ancient Civilization of Greece and Rome বলা হয়।
• Renaissance কে Early Modern Period- ও বলা হয়। কারণ, আধুনিকতা ও রোমান্টিসিজমের সূচনা এ যুগ থেকেই শুরু হয়। It started as a Cultural Movement in Italy.
• অনেকে ইতালীয় কবি পেত্রার্ককে Father of Renaissance, Father of Humanism মনে করেন।
• 1500-1558 সাল পর্যন্ত সময়কে England এর Renaissance ‘র প্রস্তুতি যুগ বলা হয়।
• এদিকে ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরজিত করে জহির উদ্দিন মোহাম্মদ বাবর (1526-1530) ভারতবর্ষে মোঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
• The Bengal renaissance can be said to have started with Raja Ram Mohan Roy (1772-1833) and ended with Rabindranath (1861-1941). Raja Ram Mohan Roy is regarded as the ‘Father of the Bengal Renaissance.’

রেনেসাঁ যুগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
Humanism, Free Thinking, Nationalism, Individualism ইত্যাদি।
রেনেসাঁ যুগে ভিঞ্চি এবং মাইকেল এঞ্জেলো’র আঁকা বিখ্যাত কিছু চিত্রকর্ম:
Leonardo Da Vinci (জন্ম ১৪৫২, ফ্লোরেন্স, ইতালি) এর বিখ্যাত The Last Supper, La Giaconda, Mona Lisa, The Virtuvian Man, The Madonna and Child রেনেসাঁ যুগের শ্রেষ্ঠ চিত্রকর্ম। তিনিই প্রথম হেলিকপ্টারের চিত্র অঙ্কন করেছিলেন। (তবে ১৭৪০ সালে প্রথম হেলিকপ্টার তৈরি করা হয়)। লেউনার্দো দ্য ভিঞ্চি ছাড়াও ইতালির Michelangelo (মাইকেলেঞ্জেলো, ১৪৭৫) এ যুগের বিখ্যাত চিত্রকর ছিলেন। তার শ্রেষ্ঠ চিত্রকর্ম হলো ‘মোজেস’, ডেভিড, পিয়েতা (Pieta), The Last Judgement and The Creation of Adam.

রাণী এরিজাবেথের (১৫৫৮-১৬০৩) পূর্বে টিউডর বংশের শাসকগণ:
1. Henry (VII): 1485-1509
2. Henry (VIII): 1509-1547
3. Edward (VI): 1547-1553
4. Queen Mary: 1553-1558

উল্লেখ্য: রানী এলিজাবেথের বাবা Henry (VIII) ৬টি বিয়ে করেছিলেন। তারা হলেন:
1. Catherine of Aragon (divorced, mother of Mary I) 2. Anne Boleyn (executed, mother of Elizabeth I) 3. Jane Seymour (died days after giving birth to Edward VI, believed to be caused by birth complications) 4. Anne of Cleves (divorced, outlived the rest of the wives) 5. Catherine Howard (divorced and later executed) 6. Catherine Parr (widowed).
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]