Get on Google Play

ইংরেজি সাহিত্য বিষয়ক আলোচনা
#1801
✪ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল- Beowulf
✪ ইংরেজি গদ্যের জনক – John Wyclif
✪ শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে
✪ শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে
✪ শেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।
✪ William Wordsworth এর উপাধি হল- The Poet of Nature.
✪ John Keats এর উপাধি হল- The Poet of Beauty.
✪ John Milton এর উপাধি হল- English Epic Poet.
✪ George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair
✪ George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.
✪P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।
✪S.T. Coleridge আফিমে আসক্ত ছিল।
✪ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding
✪T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল
✪John Keats পেশাগতভাবে একজন ডাক্তারছিলেন।
✪ Winston Churchill ছিলেন এমন একজন রাষ্ট্রপতি যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
✪Sydney William Porter এর pen name হল O’ Henry.
✪T.S.Eliot তার তত্ত্ব ‘Objective Co- relative এর জন্যবিখ্যাত।
✪Sigmund Freud তার তত্ত্ব ‘Psycho Analysis’ এর জন্য বিখ্যাত।
✪James Joyce তার তত্ত্ব ‘Stream of Consciousness’ এর জন্য বিখ্যাত
✪ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়- Lord Byron
✪ইংরেজি কবিতার জনক- Geoffrey Chaucer
✪জন কিটস মারা গিয়েছিলেন- যক্ষায়
✪Bertrand Russel হলেন একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন।
✪প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন- Samuel Johnson
========
প্রায় একই রকম নাম কিন্তু ভিন্ন সাহিত্যিকের সাহিত্যকর্ম :
১) To Daffodil =Robert Herrick
The Daffodil= Wiliam Wordsworth

২)A tale of tubs=jonathan swift
A tale of Two cities=Charls Dickens

3)The battle of books= jonathan Swift
The battle of life=Dickens

4)The Patriot= Robert browning
Patriotism =sir walter scott

5)Rape upon rape= henry fielding
Rape of the lock=Alexander pope

6) Candide=voltaire
Candida= G.B. Shaw

7)Rainbow(poem)=William wordsworth
Rainbow(novel)= D.H Lawarence

8) prometheus bound=Aeschylus
Prometheus unbound = P.B. Shelly.
ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন:

১)বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ,
ইংরেজী সািহিত্যের আদি নিদর্শন বিউলফ(Beowulf)

২)চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা,
ইংরেজীতে Caedmon(ক্যাডমন)

৩)বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি চন্দ্রাবতী
আর ইংরেজী সাহিত্যে Aphra benn

৪) বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজার চিঠি,
ইংরেজী গদ্যের আদি নিদর্শন Anglo saxon chronicle.

৫)বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
ইংরেজী গদ্যের জনক John wycliffe.

৬) বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারনে অন্ধকার যুগ ১২০১-১৩৫০,
ইংরেজীতে ফরাসি নরম্যান শাসকদের কারনে ১৪০০-১৫০০।

৭) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ১ম গ্রন্থ লিখেছে দীনেশ চন্দ্রসেন,
ইংরেজীতে Saint vernable Bede.

৮)বাংলা মূদ্রাক্ষরোর জনক চার্লস উইলকিন্স
ইংরেজীর william caxton.

৯) ১ম রোমান্টিক উপন্যাস কপালকুন্ডলা
ইংরেজীতে Morte D' Arthur.

১০)বাংলা প্রথম ট্র্যাজিডি কীর্তিবিলাস,
ইংরেজী Gorbuduc.

১১)প্রথম সার্থক ট্র্যাজিডি কৃষ্ণকুমারী,
ইংরেজী Dr.Faustaus.

১২)বাংলা সাহিত্যে ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী,
ইংরেজীতে university wits.

১৩)কবিদের কবি নির্মলেন্দু গুন,
ইংরেজী সাহিত্যে Edmund spencer.

১৪)প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসূদন দত্তের পদ্মাবতী,
ইংরেজীতে Nicholus udal এর Rulf roister Doister.

১৫)ইংরেজী সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট,
বাংলা সনেটের মাইকেল মধূসূদন দত্ত।

১৬)১ম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল,
ইংরেজী samuel richardson এর Pamela.

১৭) বাংলায় অমিত্রাক্ষর(Blank verse) এর জনক মধূসূদন,
ইংরেজীতে ক্রিস্টোফার মার্লো।

১৮) ১ম ইংরেজ মহাকবি মিল্টন,
বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাওলকে।

১৯)অমিত্রাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্য,
ইংরেজীতে মিল্টনের প্যারাডাইজ লস্ট।

২০)বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ,
ইংরেজী সাহিত্যে জন মিল্টনে লাইচিডাস(Lycidas)

২১) বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র,
ইংরেজী সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং (Henry Fielding)

২২)ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট,
বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিম চন্দ্র।

২৩)বাংলা সাহিত্যের করুন চরিত্র হৈমন্তী,
একই রকম ইংরেজী চরিত্র Clarissa.

২৪)মনোসমীক্ষামূলক উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহর চাদের আমাবস্যা,
ইংরেজী তে ডেনিয়েল ডিফোর Robinson crusoe(বিতর্ক আছে ভ্রমন কাহিনী)

২৫)বাংলার শেলী হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ কে বলা হয় প্রকৃতির কবি,
ইংরেজীতে (poet of nature) প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (wilian wordsworth)

২৬) বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম,
ইংরেজীতে soldier & poet হলেন লর্ড বায়রন(Lord Byron)

২৭) বাংলা সাহিত্যে শ্রষ্ঠ Dramatic Monologue (স্বগতোক্তি) জসীম উদ্দীনের কবর কবিতা,
ইংরেজীতেRobert browning এর Andre del sarto.

২৮)বাংলা সাহিত্যে দূ:খবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত,
ইংরেজী সাহিত্যে ম্যাথু আর্নল্ড(Mathewo Arnold)

২৯)বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর,
ইংরেজীতে wilam Blake

৩০)রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুন গল্প ছুটি,
ইংরেজীতে চার্লস ডিকেন্সের Oliver twist.

৩১) বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর,
ইংরেজী Short srtory র জনক Edgar allan poe.

৩২)বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দীন,
ইংরেজী সাহিত্যের Pearl S Buck।

Farhan Ahmed Nil
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    210 Views
    by mousumi
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    1848 Views
    by romen
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    938 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]