- Fri Jan 11, 2019 10:26 am#1284
আপনি ইংরেজী তে যতই দুর্বল হোন না কেন, আজকের পোস্ট টি তে দেওয়া 40 টি BASIC STRUCTURE খুব ভালকরে আয়ত্ত করতে পারলে আপনার SPOKEN ENGLISH & ENGLISH এর ভয় অনেকাংশে চলে যাবে। পোস্টে প্রথম অংশে Rules এবং ২য় অংশে সার্বিক আলোচনা করা হয়েছে।
rules.I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
I am having a hard time understanding my friends ( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে)
I am having a hard time downloading songs( আমার গান গুলি
ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
I am having a hard time answering your questions.
( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules,
I am having a hard time browsing internet,.........
RULE:
There is something wrong with + noun. ( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with my computer. আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে।
2. There is something wrong with my mobile.আমার মোবাইলে সমস্যা হয়েছে।
3. There is something wrong with my relationship. আমার রিলেশনশিপে সমস্যা হয়েছে।
4. There is something wrong with my certificate. আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে।
5.There is something wrong with my Television. আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে।
Rules , I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)। যেমন,
1.I have decided to learn English ( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself,আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।
3.I have decided to work hard আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
4.I have decided to help the poor. আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।
5.I have decided to change my bad habits, আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।
Rules , I am trying to + verb (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English ( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something আমি কিছু করার চেষ্টা করতেছি।
3. I am trying to help the street children( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। Raisul Islam Hridoy
5.I am trying to motivate him.আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি।
RULES.I have heard that +.....আমি শুনেছি যে.....
I have heard that you learn English আমি শুনেছি তুমি ইংরেজী শিখ।
I have heard that Search English group is very useful for learners আমি শুনেছি সার্চ ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী।
I have heard that He is very talented আমি শুনেছি সে খুব মেধাবী
I have heard that you work hard আমি শুনেছি তুমি কঠোর কাজ কর
I have heard that you study well আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর
I have heard that you like traditional foods আমি শুনেছি তুমি
ঐতিহ্যবাহী খাবার পছন্দ কর।
I have heard that you waste your time আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর।
Rules , I promise not to + verb(যখন কোন কিছু না করার প্রতিজ্ঞা করা হয়) যেমন,
1. I promise not to criticise others( আমি প্রতিজ্ঞা করতেছি কারও সমালোচনা না করার)
2. I promise not to procrastinate ( আমি প্রতিজ্ঞা করতেছি কোন কাজে গড়িমসি না করার)
3. I promise not to hurt your feelings(আমি প্রতিজ্ঞা করতেছি তোমার feelings এ আঘাত না করার।
[একটা করে Rule আয়ত্ত করে কমপক্ষে ৫ টা করে বাক্য কমেন্ট করার চেষ্টা করুন।]
Rules , I promise to + verb. ( কোন কিছু করার প্রতিজ্ঞা করা)
1. I promise to learn English ( আমি ইংরেজী শেখার প্রতিজ্ঞা করতেছি)
2. I promise to help the poor( আমি গরীবদের কে সাহাজ্য করার প্রতিজ্ঞা করতেছি)
3. I promise to avoid procrastination ( আমি কাজে গড়িমসি পরিত্যাগ করার প্রতিজ্ঞা করতেছি)
Rules , It takes + time + to + verb ( কোন কিছু করতে কত সময় লাগে..)
1. it takes 2/3 months to learn English. ( ইংরেজী শিখতে ২/৩ মাস সময় লাগে)
2. it takes 30 minutes to go to the market( বাজারে যেতে ৩০ মিনিট সময় লাগে)
3. it takes 1 hour to solve the problem (সমস্যাটার সমাধান করতে ১ ঘন্টা সময় লাগে).
Rules,There is no need to + verb( কোন কিছু করার দরকার নাই)
There is no need to do the work( কাজটি করার কোন দরকার নাই)
There is no need to disturb him. তাকে বিরক্ত করার কোন দরকার নাই
There is no need to neglect himতাকে অবহেলা করার দরকার নাই
There is no need to criticise সমালোচনা করার কোন দরকার নাই
There is no need to rush off তাড়াহুড়ো করার দরকার নাই
There is no need to discuss আলোচনা করার কোন দরকার নাই।
There is no need to procrastinate কাজে গড়িমসি করার কোন দরকার নাই।
rules,Do you like + ing যুক্ত verb ( কোন কিছু করতে পছন্দ কর)
Do you like playing cricket ( তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ কর)
Do you like browsing Internet ( তুমি কি ইন্টারনেট চালাইতে পছন্দ কর)
Do you like watching Tv ( তুমি কি টিভি দেখতে ভালবাস)
Do you like practicing English ( তুমি কি ইংরেজী চর্চা করতে পছন্দ কর)
Do you like singing ( তুমি কি গান গাইতে পছন্দ কর)
Do you like studying তুমি কি পড়াশুনা করতে পছন্দ কর
Do you like hanging out with friends তুমি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ কর
rules,I think I should + verb( আমি মনে করি আমার কোন কিছু করা উচিৎ....)
I think I should study আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত
I think I should learn English আমি মনে করি আমার ইংরেজী শেখা উচিত
I think I should practice regularly আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত
I think I should go there আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত
I think I should write আমি মনে করি আমার লেখা উচিৎ.
RULE Raisul Islam Hridoy
it is my turn to + verb( এবার আমার পালা কোন কিছু করার)
OR
it is your turn to + verb( এবার তোমার পালা কোন কিছু করার)
it is my turn to work hard এবার আমার পালা কঠোর কাজ করার
it is my turn to help you এবার আমার পালা তোমাকে সাহায্য করার
it is my turn to post regularly এবার আমার পালা নিয়মিত পোস্ট দেওয়ার
it is my turn to teach English এবার আমার পালা ইংরেজী শেখানোর
it is my turn to provide iinformation এবার আমার পালা তথ্য সরবরাহ করার
it is my turn to practice English এবার আমার পালা ইংরেজী চর্চা করার
it is your turn to read the post এবার তোমার পালা পোস্ট পড়ার
it is your turn to think এবার তোমার পালা চিন্তা করার
it is your turn to practice English এবার তোমার পালা ইংরেজী চর্চা করার
it is your turn to comment এবার তোমার পালা কমেন্ট করার
RULE
I was busy + ing যুক্ত verb ( কোন কিছু নিয়ে ব্যস্ত ছিলাম)
I was busy learning Englishআমি ইংরেজী শেখা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy speaking English আমি ইংরেজী বলা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy listening English আমি ইংরেজী শোনা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy reading English আমি ইংরেজী পড়া নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy playing cricket আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy watching TV আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy accomplishing my task আমি আমার কাজ শেষ করা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy studying for my exam আমি আমার পরীক্ষার জন্য পড়াশুনা করা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy practicing English আমি ইংরেজী চর্চা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy doing the work আমি কাজটি করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম
I was busy taking the advantage আমি সুবিধাটা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম
RULE
I am trying to + verb (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English ( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something আমি কিছু করার চেষ্টাকরতেছি।
3. I am trying to help the street children( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি।
5.I am trying to motivate him.আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি
Rules , it is very hard for me to +verb ( কারো পক্ষে কোন কিছু করা কঠিন)
1.it is very hard for me to help you.আমার পক্ষে তোমাকে সাহাজ্য করা কঠিন
2.it is very hard for me to continue my study আমার পক্ষে আমার পড়াশোনা চালানো খুবই কঠিন
3. it is very hard for me to do the work আমার পক্ষে কাজটি করা খুবই কঠিন
Rules, I am sorry to + verb কোন কিছু করার জন্য দুঃখিত
1. I am sorry to disturb you তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত
2. I am sorry to kill your time তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত
3. I am sorry to neglect you তোমাকে অবহেলা করার জন্য আমি দুঃখিত
Rule:-I am here to + verb ( আমি এখানে এসেছি কোন কিছু করতে)
1. I am here to learn English (আমি এখানে এসেছি ইংরেজি শিখতে
2. I am here to solve your problems আমি এখানে এসেছি তোমার সমস্যার সমাধান করতে
3. I am here to help you আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে
Rule
✔Spoken English এ Question making খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন কিছুসময় Question making practice করা উচিৎ।
Could you please tell me where the nearest bank is?
Could you please tell me where the fitness center is?
Could you please tell me where your office is?
Could you please tell me where the post office is?
Could you please tell me where your university is?
Could you please tell me where the nearest mosque is?
✔ Spoken English এ এই ধরনের Question এর ব্যবহার প্রচুর। এটা প্রয়োগ করে বেশি বেশি কথা বলুন এবং কমেন্ট করুন।
✔ Native English Speakers দের মত Confidently কথা বলতে কিছু সহজ জিনিস শিখতে পারেন।
✔ HAVE ( এর পরিবর্তে HAVE GOTব্যবহার করুন। Have এবং Have Got এর অর্থ "আছে"।
I have got a carআমার একটি carআছে।
I have got a pen আমার একটি কলম আছে।
I have got a book আমার একটি বই আছে।
I have got two cats আমার দুটি বিড়াল আছে।
✔ Much , many, a lot of এর পরিবর্তে "a great deal of, a large number of " ব্যবহার করুন।
১. Many people are waiting for world cup(অনেক লোকজন world cup এর জন্য অপেক্ষা করতেছে)...
এর পরিবর্তে বলুন "A large number of people are waiting for world cup"....( অনেক লোকজন world cup এর জন্য অপেক্ষা করতেছে)
2. I did a lot of work ( আমি প্রচুর কাজ করেছিলাম) এর পরিবর্তে বলতে পারেন I did a great deal of work(আমি প্রচুর কাজ করেছিলাম).
✔Very এর পরিবর্তে Fairly,quite,pretty ব্যবহার করুন।
যেমন
1.I am very surprised এর পরিবর্তে I am quite surprised.
2.I am very angry এর পরিবর্তে I am pretty angry
3. He is very good এর পরিবর্তে He is fairly good ব্যবহার করতে পারেন.
Have, many, a lot of, very দিয়ে বাক্যগুলি ও grammatically correct. কিন্তু Native Spekaers রা সাধারণত Spoken English এ 'Have' এর পরিবর্তে "Have Got" ব্যবহার করেন,many,much, a lot of এর পরিবর্তে a great deal of, a large number of ব্যবহার করেন,very এর পরিবর্তে fairly,pretty,quite ব্যবহার করেন।
ভালভাবে আয়ত্ত করার পর যত বেশি এগুলি প্রয়োগ করে কথা বলা শুরু করবেন তত দ্রুত English এ fluent হবেন। শুধু Rules দিয়ে কোনদিন spoken English এ দক্ষ হওয়া যাবে না। সুতরাং আজ থেকেই English এ কথা বলা শুরু করে দিন।
Editing by Raisul Islam Hridoy
rules.I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
I am having a hard time understanding my friends ( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে)
I am having a hard time downloading songs( আমার গান গুলি
ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
I am having a hard time answering your questions.
( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules,
I am having a hard time browsing internet,.........
RULE:
There is something wrong with + noun. ( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with my computer. আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে।
2. There is something wrong with my mobile.আমার মোবাইলে সমস্যা হয়েছে।
3. There is something wrong with my relationship. আমার রিলেশনশিপে সমস্যা হয়েছে।
4. There is something wrong with my certificate. আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে।
5.There is something wrong with my Television. আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে।
Rules , I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)। যেমন,
1.I have decided to learn English ( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself,আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।
3.I have decided to work hard আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।
4.I have decided to help the poor. আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।
5.I have decided to change my bad habits, আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।
Rules , I am trying to + verb (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English ( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something আমি কিছু করার চেষ্টা করতেছি।
3. I am trying to help the street children( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি। Raisul Islam Hridoy
5.I am trying to motivate him.আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি।
RULES.I have heard that +.....আমি শুনেছি যে.....
I have heard that you learn English আমি শুনেছি তুমি ইংরেজী শিখ।
I have heard that Search English group is very useful for learners আমি শুনেছি সার্চ ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী।
I have heard that He is very talented আমি শুনেছি সে খুব মেধাবী
I have heard that you work hard আমি শুনেছি তুমি কঠোর কাজ কর
I have heard that you study well আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর
I have heard that you like traditional foods আমি শুনেছি তুমি
ঐতিহ্যবাহী খাবার পছন্দ কর।
I have heard that you waste your time আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর।
Rules , I promise not to + verb(যখন কোন কিছু না করার প্রতিজ্ঞা করা হয়) যেমন,
1. I promise not to criticise others( আমি প্রতিজ্ঞা করতেছি কারও সমালোচনা না করার)
2. I promise not to procrastinate ( আমি প্রতিজ্ঞা করতেছি কোন কাজে গড়িমসি না করার)
3. I promise not to hurt your feelings(আমি প্রতিজ্ঞা করতেছি তোমার feelings এ আঘাত না করার।
[একটা করে Rule আয়ত্ত করে কমপক্ষে ৫ টা করে বাক্য কমেন্ট করার চেষ্টা করুন।]
Rules , I promise to + verb. ( কোন কিছু করার প্রতিজ্ঞা করা)
1. I promise to learn English ( আমি ইংরেজী শেখার প্রতিজ্ঞা করতেছি)
2. I promise to help the poor( আমি গরীবদের কে সাহাজ্য করার প্রতিজ্ঞা করতেছি)
3. I promise to avoid procrastination ( আমি কাজে গড়িমসি পরিত্যাগ করার প্রতিজ্ঞা করতেছি)
Rules , It takes + time + to + verb ( কোন কিছু করতে কত সময় লাগে..)
1. it takes 2/3 months to learn English. ( ইংরেজী শিখতে ২/৩ মাস সময় লাগে)
2. it takes 30 minutes to go to the market( বাজারে যেতে ৩০ মিনিট সময় লাগে)
3. it takes 1 hour to solve the problem (সমস্যাটার সমাধান করতে ১ ঘন্টা সময় লাগে).
Rules,There is no need to + verb( কোন কিছু করার দরকার নাই)
There is no need to do the work( কাজটি করার কোন দরকার নাই)
There is no need to disturb him. তাকে বিরক্ত করার কোন দরকার নাই
There is no need to neglect himতাকে অবহেলা করার দরকার নাই
There is no need to criticise সমালোচনা করার কোন দরকার নাই
There is no need to rush off তাড়াহুড়ো করার দরকার নাই
There is no need to discuss আলোচনা করার কোন দরকার নাই।
There is no need to procrastinate কাজে গড়িমসি করার কোন দরকার নাই।
rules,Do you like + ing যুক্ত verb ( কোন কিছু করতে পছন্দ কর)
Do you like playing cricket ( তুমি কি ক্রিকেট খেলতে পছন্দ কর)
Do you like browsing Internet ( তুমি কি ইন্টারনেট চালাইতে পছন্দ কর)
Do you like watching Tv ( তুমি কি টিভি দেখতে ভালবাস)
Do you like practicing English ( তুমি কি ইংরেজী চর্চা করতে পছন্দ কর)
Do you like singing ( তুমি কি গান গাইতে পছন্দ কর)
Do you like studying তুমি কি পড়াশুনা করতে পছন্দ কর
Do you like hanging out with friends তুমি কি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ কর
rules,I think I should + verb( আমি মনে করি আমার কোন কিছু করা উচিৎ....)
I think I should study আমি মনে করি আমার পড়াশোনা করা উচিত
I think I should learn English আমি মনে করি আমার ইংরেজী শেখা উচিত
I think I should practice regularly আমি মনে করি আমার নিয়মিত চর্চা করা উচিত
I think I should go there আমি মনে করি আমার সেখানে যাওয়া উচিত
I think I should write আমি মনে করি আমার লেখা উচিৎ.
RULE Raisul Islam Hridoy
it is my turn to + verb( এবার আমার পালা কোন কিছু করার)
OR
it is your turn to + verb( এবার তোমার পালা কোন কিছু করার)
it is my turn to work hard এবার আমার পালা কঠোর কাজ করার
it is my turn to help you এবার আমার পালা তোমাকে সাহায্য করার
it is my turn to post regularly এবার আমার পালা নিয়মিত পোস্ট দেওয়ার
it is my turn to teach English এবার আমার পালা ইংরেজী শেখানোর
it is my turn to provide iinformation এবার আমার পালা তথ্য সরবরাহ করার
it is my turn to practice English এবার আমার পালা ইংরেজী চর্চা করার
it is your turn to read the post এবার তোমার পালা পোস্ট পড়ার
it is your turn to think এবার তোমার পালা চিন্তা করার
it is your turn to practice English এবার তোমার পালা ইংরেজী চর্চা করার
it is your turn to comment এবার তোমার পালা কমেন্ট করার
RULE
I was busy + ing যুক্ত verb ( কোন কিছু নিয়ে ব্যস্ত ছিলাম)
I was busy learning Englishআমি ইংরেজী শেখা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy speaking English আমি ইংরেজী বলা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy listening English আমি ইংরেজী শোনা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy reading English আমি ইংরেজী পড়া নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy playing cricket আমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy watching TV আমি টিভি দেখা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy accomplishing my task আমি আমার কাজ শেষ করা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy studying for my exam আমি আমার পরীক্ষার জন্য পড়াশুনা করা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy practicing English আমি ইংরেজী চর্চা নিয়ে ব্যস্ত ছিলাম
I was busy doing the work আমি কাজটি করা নিয়ে খুব ব্যস্ত ছিলাম
I was busy taking the advantage আমি সুবিধাটা নেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত ছিলাম
RULE
I am trying to + verb (কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English ( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something আমি কিছু করার চেষ্টাকরতেছি।
3. I am trying to help the street children( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি।
5.I am trying to motivate him.আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি
Rules , it is very hard for me to +verb ( কারো পক্ষে কোন কিছু করা কঠিন)
1.it is very hard for me to help you.আমার পক্ষে তোমাকে সাহাজ্য করা কঠিন
2.it is very hard for me to continue my study আমার পক্ষে আমার পড়াশোনা চালানো খুবই কঠিন
3. it is very hard for me to do the work আমার পক্ষে কাজটি করা খুবই কঠিন
Rules, I am sorry to + verb কোন কিছু করার জন্য দুঃখিত
1. I am sorry to disturb you তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত
2. I am sorry to kill your time তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত
3. I am sorry to neglect you তোমাকে অবহেলা করার জন্য আমি দুঃখিত
Rule:-I am here to + verb ( আমি এখানে এসেছি কোন কিছু করতে)
1. I am here to learn English (আমি এখানে এসেছি ইংরেজি শিখতে
2. I am here to solve your problems আমি এখানে এসেছি তোমার সমস্যার সমাধান করতে
3. I am here to help you আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করতে
Rule
✔Spoken English এ Question making খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিন কিছুসময় Question making practice করা উচিৎ।
Could you please tell me where the nearest bank is?
Could you please tell me where the fitness center is?
Could you please tell me where your office is?
Could you please tell me where the post office is?
Could you please tell me where your university is?
Could you please tell me where the nearest mosque is?
✔ Spoken English এ এই ধরনের Question এর ব্যবহার প্রচুর। এটা প্রয়োগ করে বেশি বেশি কথা বলুন এবং কমেন্ট করুন।
✔ Native English Speakers দের মত Confidently কথা বলতে কিছু সহজ জিনিস শিখতে পারেন।
✔ HAVE ( এর পরিবর্তে HAVE GOTব্যবহার করুন। Have এবং Have Got এর অর্থ "আছে"।
I have got a carআমার একটি carআছে।
I have got a pen আমার একটি কলম আছে।
I have got a book আমার একটি বই আছে।
I have got two cats আমার দুটি বিড়াল আছে।
✔ Much , many, a lot of এর পরিবর্তে "a great deal of, a large number of " ব্যবহার করুন।
১. Many people are waiting for world cup(অনেক লোকজন world cup এর জন্য অপেক্ষা করতেছে)...
এর পরিবর্তে বলুন "A large number of people are waiting for world cup"....( অনেক লোকজন world cup এর জন্য অপেক্ষা করতেছে)
2. I did a lot of work ( আমি প্রচুর কাজ করেছিলাম) এর পরিবর্তে বলতে পারেন I did a great deal of work(আমি প্রচুর কাজ করেছিলাম).
✔Very এর পরিবর্তে Fairly,quite,pretty ব্যবহার করুন।
যেমন
1.I am very surprised এর পরিবর্তে I am quite surprised.
2.I am very angry এর পরিবর্তে I am pretty angry
3. He is very good এর পরিবর্তে He is fairly good ব্যবহার করতে পারেন.
Have, many, a lot of, very দিয়ে বাক্যগুলি ও grammatically correct. কিন্তু Native Spekaers রা সাধারণত Spoken English এ 'Have' এর পরিবর্তে "Have Got" ব্যবহার করেন,many,much, a lot of এর পরিবর্তে a great deal of, a large number of ব্যবহার করেন,very এর পরিবর্তে fairly,pretty,quite ব্যবহার করেন।
ভালভাবে আয়ত্ত করার পর যত বেশি এগুলি প্রয়োগ করে কথা বলা শুরু করবেন তত দ্রুত English এ fluent হবেন। শুধু Rules দিয়ে কোনদিন spoken English এ দক্ষ হওয়া যাবে না। সুতরাং আজ থেকেই English এ কথা বলা শুরু করে দিন।
Editing by Raisul Islam Hridoy