Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1232
🎯ইংরেজি শব্দের মধ্যে বর্ণের অবস্থান ও অন্য বর্ণের সাথে বিন্যাসের ওপর ভিত্তি করে অনেক বর্ণের উচ্চারণ হয় না। ইংরেজিতে প্রায় ৬০ ভাগ শব্দের মধ্যে অনুচ্চারিত বর্ণ রয়েছে। তাই ইংরেজি শব্দের শুদ্ধ উচ্চারণের জন্য অনুচ্চারিত বর্ণ সম্পর্কে ধারণা থাকা জরুরি।

🔖ইংরেজি শব্দের কোন অবস্থানে কোন বর্ণের উচ্চারণ হবে না – এ ধরনের কিছু নিয়মকানুন এখানে দেওয়া হলো। এছাড়া নিয়মের বাইরেও ব্যতিক্রমধর্মী কিছু শব্দ আছে যেখানে এক বা একাধিক বর্ণ অনুচ্চারিত থাকে।

Silent B

Rule 1: The letter B is usually not pronounced after M at the end of a word.
কোনো শব্দের শেষ বর্ণ B এবং তার আগের বর্ণ যদি M হয় তাহলে শেষ বর্ণ B উচ্চারিত হয় না।

comb (কৌম্) চিরুনি
bomb (বম্) বোমা
thumb (থাম্) বৃদ্ধাঙ্গুলি
Climb (ক্লাইম্) আরোহণ করা
tomb (টূম্) সমাধি
lamb (ল্যাম্) মেষমাংস
dumb (ডাম্) বোবা

Rule 2: B is usually not pronounced before the letter T.
কোনো শব্দে যদি T-এর আগে B থাকে তবে সেই B-এর উচ্চারণ হয় না।

debt (ডেট্) দেনা
doubt (ডাউট্) সন্দেহ
subtle (সাট্ল্) সুক্ষ্ম

Silent C
Rule 1: The letter C is usually not pronounced in the combination of SC.
কোনো শব্দে যদি পাশাপাশি SC থাকে তাহলে C-এর উচ্চারণ হয় না।

fascinate (ফ্যাসিনেইট্) মুগ্ধ করা
muscle (মাসল্) পেশি
science (সাইনস্) বিজ্ঞান
ascent (অ্যাসেন্ট্) আরোহণ
conscious (কন্∙শাস) সচেতন

Rule 2: C is usually mute before the letters K and Q.
কোনো শব্দে K ও Q-এর পূর্বে C থাকলে সেই C-এর উচ্চারণ হয় না।

lock (লক্) তালা
block (ব্লক্) কাঠের টুকরা; পাথর
acquit (আ∙কোয়িট্) খালাস দেওয়া

Silent D
The letter D is silent when it appears before the letters N and G.
কোনো শব্দে যদি N ও G-এর পূর্বে D থাকে D-এর উচ্চারণ হয় না।

cadge (ক্যাজ্) ভিক্ষা করা
grudge (গ্রাজ্) অনিচ্ছুক হওয়া
Wednesday (ওএনেজ ডে) বুধবার
pledge (প্লেজ্) জামানত

Silent E
Rule 1: If the letter E comes at the ends of words, it is generally not pronounced.
শব্দের শেষ বর্ণ E এর উচ্চারণ হয় না।

fore {ফো(র্)} সন্মুখে
table (টেবল্) টেবিল
write (রাইট্) লেখা
hide (হাইড্) লুকানো

Rule 2: If E occurs before the letter D in the second and third form of the verbs, E may sometimes not to be pronounced.

Bored, fixed, smuggled, begged.
Silent G

The G letter is not pronounced when it comes before N in a word.
কোনো শব্দে যদি G-এর পরে N থাকে তখন G-এর উচ্চারণ হয় না।

design (ডিজাইন্) নকশা
foreign (ফরিন্) বিদেশি
sign (সাইন্) প্রতীকী চিহ্ন
gnash (ন্যাশ্) দাঁত কড়মড় করা

📌Exceptions – ব্যতিক্রম

magnet (ম্যাগনেট্) চুম্বক
igneous (ইগ্নিয়াস্) আগ্নেয়
cognitive (কগনিটিভ্) মানসিক ক্রিয়া
signature {সিগ্ন্যাচা(র্)} স্বাক্ষর

Silent GH

GH is not pronounced when it comes after a vowel in a word.
কোনো শব্দে স্বরবর্ণের পরে GH থাকলে তার উচ্চরণ হয় না।

high (হাই) উঁচু
light (লাইট্) আলোক, হালকা
thought (থোট্) চিন্তা
through (থ্রূ) এক পাশ থেকে অন্য পাশ

📌Exceptions – ব্যতিক্রম

cough (কফ্) জোরে কাশা
laugh (লাফ্) শব্দ করে হাসা
draught (টাফ্) শক্তিশালী, দৃঢ়

Silent K
Rule: The letter K is always silent when it precedes the letter N in a word.
কোনো শব্দে K-র পরে N থাকলে K-র উচ্চরণ হয় না।

know (নৌ) জানা, অবগত হওয়া
knock (নক্) আঘাত; টোকা
knight (নাইট্) বীরযোদ্ধা
knife (নাইফ্) ছুরি
knowledge (নলিজ্) জ্ঞান; অবগতি

Silent L
Rule: The letter L is usually not pronounced after the vowels: A, O and U.
কোনো শব্দে L-র পূর্বে স্বরবর্ণ A, O ও U থাকলে L-র উচ্চরণ হয় না।

calf (কা:ফ্) বাছুর
half (হা:ফ্) অর্ধেক
palm (পা:ম্) হাতের তালু
would (য্যুড্) will-র অতীত
folk (ফৌক্)মানুষ; লোক

Silent N
Rule: The letter N is not pronounced when it comes after M at the end of a word.
শব্দের শেষের বর্ণ যদি N হয় এবং সেই N-র পূর্বে যদি M থাকে তাহলে শেষের N উচ্চরণ হয় না।

autumn (ও:টাম্) শরৎকাল
column (কলাম্) স্তম্ভ; খাম
damn (ড্যাম্) মূল্যহীন ঘোষণা করা
solemn (সলম্) আনুষ্ঠানিক

Silent P
Rule 1: The letter P is not pronounced at the he beginning of many words using the combinations PS, PT and PN.
শব্দের শুরুতে PS, PT বা PN থাকলে P-র উচ্চারণ হয় না।

psalm (সা:ম্) স্তুতিগান
pseudo (সিউডৌ) কপট; কৃত্রিম
pneumonia (নিউমোনিয়া) ফুসফুসপ্রদাহ
psephology (সেফলোজি) নির্বাচনতত্ত্ব
psychology (সাইকোলজি) মনোবিদ্যা
pterodactyl (ট্যারোড্যাকটিল্) ডাইনোসার (পাখি)
receipt (রিসীট্) প্রাপ্তি

Rule 2: PH is sometimes pronounced like F.
শব্দের মধ্যে P ও H পাশাপাশি থাকলে অনেক সময় এটি F-এর মত উচ্চারিত হয়। যেমন: Sophia, paragraph, elephant, telephone.
Silent S
Rule: The letter S is not pronounced before L in the following words:
কোনো শব্দে L-এর পূর্বে S থাকলে Lটির উচ্চারণ উহ্য থাকে।

aisle (আইল্) সংকীর্ন চলাচল পথ
island (আইল্যান্ড) দ্বীপ
islet (আইলিট্) ক্ষুদ্রদ্বীপ

Silent T
Rule: The letter T is not pronounced in the following common English words:
নিম্নলিখিত শব্দগুলোতে T-র উচ্চারণ হয় না।

castle, christmas, fasten, listen, often, beret, Chevrolet, whistle, thistle, bustle, hasten, soften, rapport, gourmet, ballet.
Silent U
Rule: The letter U is not pronounced when it comes after G and before a vowel in a word.
যদি কোনো শব্দের মধ্যে U-এর পূর্বে G এবং পরে স্বরবর্ণ থাকে তবে সেই U-র উচ্চারণ হয় না।

guide (গাইড্) পথপ্রদর্শক
guest (গেসট্) অতিথি
guard (গাঃড্) প্রহরা

Silent W
Rule 1: The letter W is not pronounced at the beginning of a word when it is before the letter R.
যদি কোনো শব্দের প্রথম বর্ণ W এবং দ্বিতীয় বর্ণ R হয় তবে প্রথম বর্ণ W উচ্চারণ হয় না।

write (রাইট্) লেখা
wrong (রং) ভুল; অযৌক্তিক
wrap (রেপ্) কোনো কিছু ঢেকে ফেলা

Rule 2: W is silent in the following words:
নিম্নলিখিত শব্দগুলোতে W উচ্চারণ হয় না।
who, whose, whole, whom, whole, whoever, answer, sword, two.

Collected: Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1746 Views
    by shohag
    0 Replies 
    254 Views
    by masum
    0 Replies 
    209 Views
    by masum
    0 Replies 
    295 Views
    by sakib
    0 Replies 
    248 Views
    by rafique

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]