Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1211
➤ 01. Fix barriers to foreign investment
= বৈদেশিক বিনিয়োগে বাঁধা দূরীভূত করুন
= বিদেশী বিনিয়োগে প্রতিবন্ধকতা দূর করুন

➤ 02. Red-tape mentality isn't helping
= আমলাতান্ত্রিক মনোভাব যথেষ্ট নয়
= আমলাতান্ত্রিক মানসিকতার পরিবর্তন চাই

➤ 03. Although Bangladesh has received record multi-billion foreign investments from select countries, its efforts to make the country a foreign investment destination remain hamstrung by infrastructure and bureaucratic bottlenecks.

= যদিও বাংলাদেশ নির্ধারিত দেশগুলোর কাছ থেকে রেকর্ড পরিমাণ বিলিয়ন ডলারের অধিক বিনিয়োগ পাচ্ছে, অবকাঠামো এবং আমলাতান্ত্রিক ধীরগতির কারনে বিনিয়োগের পথ বাধাগ্রস্থ হয়ে আছে।

=যদিও বাংলাদেশ নিদিষ্ট কিছু দেশ থেকে রের্কড পরিমাণ মাল্টি বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ পাচ্ছে তথাপী, অবকাঠামোগত ও আমলাতান্ত্রিক ধীর্ঘসূত্রীতার কারনে বাংলাদেশ বিদেশী বিনিয়োগ-লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতার বলি হয়ে আছে৷

➤ 04. There is no reason why the country should be lagging behind because we have what many countries do not—an abundant pool of surplus labour.

= অপরিমেয় উদ্ধৃত জনশক্তি থাকা সত্ত্বেও এ দেশের পিছিয়ে পড়ার কোন কারন দেখছি না৷ কেননা আমাদের যা আছে অনেক দেশেরই তা নেই৷
= বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণে শ্রমিক যা অনেক দেশেরই নেই, তাই এদেশর পিছিয়ে পড়ার কোন কারন দেখিনা।

➤ 05. However, as pointed out by the president of Bangladesh-German Chamber of Commerce & Industry (BGCCI) at the event “Emerging Bangladesh” recently, our workforce remains ineffective because of a lack of policy support to develop the vocational education system.

= যাইহোক, সম্প্রতি বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি "উদীয়মান বাংলাদেশ" নামের একটি অনুষ্ঠানে তুলে ধরেছেন, কারিগরি শিক্ষা ব্যবস্থায় নীতি-সহায়তা না থাকায় আমাদের বিশাল কর্মীগোষ্ঠী অকার্যকর হয়ে থাকে।

= যাইহোক সম্প্রতি বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (বিজিসিসিআই) প্রেসিডেন্ট "উদীয়মান বাংলাদেশ" শীর্ষক একটি সেমিনারে উল্লেখ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থা উন্নয়নে নীতি সহায়তা না থাকায় আমাদের কর্মক্ষেত্র/কর্মসংস্থানগুলি কার্যকরী হয়ে উঠছে না৷

➤ 06. Without enough skilled labour, the country simply will not be able to attract enough foreign direct investment (FDI).
= পর্যাপ্ত দক্ষ শ্রমিক ছাড়া সরাসরি বিদেশি বিনিয়োগ(এফডিআই) আকর্ষণ করা সম্ভব না।
= প্রর্যাপ্ত দক্ষ শ্রমিক ছাড়া দেশটি সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে পারবে না

➤ 07. We really need to take a hard look at what is happening in the Asian region.
= এশীয় অঞ্চলে কি হচ্ছে তা আসলেই আমাদের ভালো করে দেখা উচিত।
= নিঃসন্দেহে আমাদের মনোযোগী হতে হবে এশিয়ায় কি ঘটছে সেই দিকে৷

➤ 08. The fact that Vietnam is able to attract massive FDI every year is due to the fact that the country is taking giant steps in infrastructure development in record time.

= ভিয়েতনাম প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হচ্ছে, এর প্রকৃত কারন দেশটি অতিদ্রুত অবকাঠামোগত উন্নয়নের তরে বিশাল পদক্ষেপ নিচ্ছে।
= ভিয়েতনাম অতিদ্রুত সময়ের মধ্যে অবকাঠামোগত উন্নয়নের বিশাল পদক্ষেপ গ্রহণের ফলে প্রতি বছর ব্যাপক বিদেশী বিনিয়োগ আকর্ষণে সক্ষম হয়েছে।
= আসল কথা এই যে, অতি দ্রুত অবকাঠামোগত উন্নয়নের জন্য ভিয়েতনাম সরাসরি বিদেশি বিনিয়োগ লাভে সক্ষম।(বেশি সংক্্ষেপ হয়ে গেছে)

in record time অতি দ্রুত /কম সময়ে

➤ 09. Coupled with a well-educated labour force, it is Vietnam that is getting the lion's share of FDI.

= অবকাঠামোগত উন্নয়নের সাথে সুশিক্ষিত কর্মীবাহিনী মিলে ভিয়েতনামই বিদেশি বিনিয়োগের সিংহভাগ নিয়ে নিচ্ছে।
= সুশিক্ষিত শ্রমশক্তির মাধ্যমে ভিয়েতনামই বৈদেশিক বিনিয়োগের সিংহভাগ লাভ করছে।।

➤ 10. That country's leadership has moved heaven and earth to make foreign investors welcome, not just by meeting infrastructure needs, but also by lessening the time it takes to get paperwork done.

= এসব দেশ যেমন করেই হোক বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, প্রশাসনিক কাজকর্মও দ্রুততর সময়ে সম্পন্ন করে ফেলে।

=দেশটির নেতৃত্ব ইতোমধ্যেই বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ করেছে তাদের প্রশাসনিক কার্যক্রম সম্পাদন করতে।

= দেশটির নেতৃত্বে বৈদেশিক বিনিয়োগকারীদের সর্বাত্মক আমন্ত্রণ / স্বাগত জানাচ্ছে,কেবল মাত্র অবকাঠামো চাহিদা পূরণ করেই নয়, বরং কাগজপত্র তৈরির সময় ও কমিয়ে এনেছে।

➤ 11. We are yet to get over our red-tape mentality.

=আর আমরা এখনো আমাদের আমলাতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করতে পারিনি।

=আর আমরা এখনও আমাদের আমলাতান্ত্রিক মানসিকতা কাটিয়ে উঠতে পারলাম না।

➤ 11. Foreign companies interested in Bangladesh read global indices about the ease of doing business where Bangladesh consistently lags behind and we simply can't seem to get our act together on this issue.

=যেখানে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে সহজে ব্যবসা করার সুযোগ দেখে আগ্রহী হচ্ছে, সেখানে আমরা ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছি এবং আমাদের এই ব্যাপারে একসাথে কাজ করার কোনো ভ্রুক্ষেপ নেই।

= যেখানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ব্যবসা করা সহজ বলে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, সেখানে আমরা অনবরত পিছিয়ে পড়ছি এমনকি তাদের সাথে যৌথভাবে কাজ করার কোন চিন্তাভাবনাও করছিনা।

➤ 12. Until we do something about that, Bangladesh will keep losing out to other competing countries in the region.

= যতক্ষণ না আমরা এই ব্যাপারে উদ্যোগ নিব, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ এই অঞ্চলের প্রতিযোগী দেশগুলোর কাছে মার খেতে থাকবে।

=এ ব্যাপারে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তাহলে আমরা অন্য প্রতিযোগী দেশের কাছে সব কিছু হারাতে থাকব।

= যতদিন না পর্যন্ত আমরা এ ব্যাপারে উদ্যেগ না নিচ্ছি ততদিন পর্যন্ত অন্যান্য প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশ পিছিয়ে যেতে থাকবে।

=আমরা যতক্ষন পর্যন্ত এই বিষয়ে কিছু করব না ততক্ষন পর্যন্ত বাংলাদেশ অন্য দেশগুলোর সাথে প্রতিযোগিতায় পিছিয়েই থাকবে৷


■ যা জানা আবশ্যিকঃ

→Red-tape mentality
আমলাতান্ত্রিক মানসিকতা
→Fix barriers
বাঁধা দূরীভূত করা/প্রতিবন্ধকতা কাটিয়ে উঠা
→record multi-billion foreign investments
রেকর্ড পরিমাণ মাল্টিবিলিয়ন বৈদেশিক বিনিয়োগ
→infrastructure and bureaucratic bottlenecks
অবকাঠামোগত ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রীতা
→foreign investment destination
বিদেশী বিনিয়োগ-লক্ষ্য
→lagging behind
পিছিয়ে পড়া
→abundant pool of surplus labour
অপরিমেয় উদ্ধৃত জনশক্তি
→policy support
নীতি-সহায়তা
→in record time
অতি দ্রুত /কম সময়ে
→move heaven and earth to do something
কোন কিছু করতে মরিয়া হয়ে উঠা/যেকোন কিছু করা
→Paperwork
প্রশাসনিক কাজকর্ম
→get over
কাটিয়ে উঠা/পার পাওয়া

----------By Razibul Hoq Raz---------

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]