Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1208
ইংরেজী নিয়ে ধারাবাহিক লিখার আজকে বিষয় হল বড় বাক্য লেখার পদ্ধতি।
লেখা লেখির ক্ষেত্রে দেখা যায় একটু প্রফেশনাল ভাব আনতে গেলেই একটু বড় বাক্য লিখতে হয়। আর এই বাক্য লিখতে গেলে আমাদের যত ঝামেলা হয় তা দেয়া দেয় এক সাথে। যদিও এক পোস্টে বড় বাক্য লেখার ধরন নিয়ে আলোচনা করে শেশ করা খুব কঠিন একটি কাজ তবুও চেস্টা করা যাক, যতটা পারা যায়।
দেখুন, শক্তিশালি বাক্য তৈরি করতে গেলে সবচেয়ে বড় ফ্যাক্ট হল আপনাকে clause এর ব্যবহার জানতে হবে। এটা পারলেই আপনার একটা ভাল দখল চলে আসবে। যেমন ধরুন। আমি আজকে কেবল adjective clause নিয়ে কথা বলব। এটা এমন এক ধরনের clause যা দিয়ে আপনি অনেক বড় বাক্য লিখতে পারেন। তার আগে জেনে নিতে হবে এর কাজ কি?
এর কাজ হল কোন noun, pronoun, noun phrase কে modify করা। যেমন দেখুন, নিচের
Shahnaz who was a student of economics is a banker. এখানে who was a student of economics দিয়ে মডিফাই করা হয়েছে Shahnaz কে যা একটি noun
আবার নিচের বাক্যটি দেখুন।
She who was a student of economics is a banker.
who was a student of economics দিয়ে মডিফাই করা হয়েছে She কে। She একটি pronoun.
The economy of Bangladesh which is growing fast will be a vast economy soon. এখানে which is growing fast দিয়ে মডিফাই করা হয়েছে The economy of Bangladesh কে যা একটি noun phrase
মজার কথা হল আপনি চাইলে এইভাবে একটি করে adjective clause নয়, আরো বেশি noun phrase দিয়েও কাজ করতে পারেন। যেমন নিচের লেখাটিভাল করে খেয়াল করুন।
আপনি পদ্মা ব্রিজ নিয়ে লিখেছেন এমন।
The Padma bridge is a 6.1 km long bridge. It will connect 19 southern districts of our country. It wil contribute 1.09% to our economy.
এবার দেখুন, আপনি ৩ টি বাক্যে যা লিখেছেন তা একটি বাক্যে লিখা যায়।
প্রথমে আমি লিখবঃ The Padma bridge will connect 19 southern districts of our country.
এবার The Padma bridge কে মডিফাই করার জন্য একটি adjective clause নিয়ে আসব।
বাক্যটি এমন হবে।
The Padma bridge that is a 6.1 km long bridge wil connect 19 southern districts of our country.
এবার মজার কথা হল that is a 6.1 km long bridge এর bridge কে মডিফাই করার জন্য আরেকটি adjective clause নিয়ে আসতে পারা যায়। তাহলে বাক্যটি নিচের মত হয় যাবে।
The Padma bridge that is a 6.1 km long bridge that will contribute 1.09% to our economy will connect 19 southern districts of our country.
দেখুন, বাক্যটি কত সুন্দর হল। তাইনা। কিন্তু এই বাক্যটি নিচের মত করে লিখা যাবে। যদি আপনি চান তবে কিছু নিয়ম আছে এখানে যা নিয়ে পরের পোস্টে আলোচনা করা হবে।
The Padma bridge, a 6.1km long bridge contributing 1.09% to our economy, will connect 19 southern districts of our country.
কেমন লাগল, জানাবেন। মোট চারটি পোস্ট থাকবে যার একটি আজকে দেয়া হল।
শাহনাজ পারভীন
কর্মকর্তা বাংলাদেশ কৃষি ব্যাংক
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]