Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1207
গতপর্বে আমি চেষ্টা করেছিলাম কিভাবে একটি বড় বাক্য লিখা যায় adjective clause ব্যবহার করে।

আজকে এই পোষ্টে চেষ্টা করব বড় বাক্য ইংরেজি থেকে বাংলা অনুবাদের একটি কৌশল। তবে চলুন, শুরু করা যাক। তবে মনে রাখবেন, আমি অনুবাদের সকল ক্ষেত্রে clause এর ব্যবহার করব। তাই আমি আশা করব আপনি এই নিয়ম অনুসরন করার পূর্বে clause এর নিয়ম গুলো ভাল ভাবে পড়ে নেবেন।

প্রত্থমে নিচের ইংরেজি বাক্যের দিকে তাকান।

According to the 15th amendment of constitution, resulting in a significaint change in election system, Incumbent govt, established by Bangldesh AL, will arrange the next election program.
এই বাক্যের অনুবাদ করার আগে আমাদের কাজ হল বাক্যের independent clause খুজে নেয়া।
এই বাক্যের independent clause= Incumbent govt will arrange the next election program.
মোটামুটি অর্থ করতে পারলে আপনি এমনি বুঝতে পারবেন এর অর্থ হবেঃ ক্ষমতাসীন সরকার পরবর্তী নির্বাচন আয়োজন করবে।

এবার বাক্যের বাকি অংশগুলো অনুবাদ করতে হবে।

১। established by Bangldesh AL যদি আপনি adjective clause ভালো করে পড়ে থাকেন, তবে বুঝবেন যে এটি Incumbent govt কে মডিফাই করেছে। এর অর্থ হলঃ বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত। এবার মাথায় রাখতে হবে এটি Incumbent govt এর আগে গিয়ে বসবে। তাই অনুবাদ হবেঃ বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত ক্ষমতাসীন সরকার পরবর্তী নির্বাচন আয়োজন করবে।

২। According to the 15th amendment of constitution এর অনুবাদঃ ১৫ তম সংশোধনী অনুসারে।
resulting in a significaint change in election system এই অংশটি মডিফাই করছে the 15th amendment of constitution কে। তাই এর অর্থঃ নির্বাচন প্রক্রিয়াতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে
বসবে the 15th amendment of constitution আগে গিয়ে। তাই অনুবাদ হবেঃ নির্বাচন প্রক্রিয়াতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে ১৫ তম সংশোধনী অনুসারে।

আরেকটু ভালভাবে বলতে গেলেঃ নির্বাচন প্রক্রিয়াতে ব্যাপক পরিবর্তন ঘটানো ১৫ তম সংশোধনী অনুসারে

তাই পুরো বাক্যের অনুবাদ হবেঃ নির্বাচন প্রক্রিয়াতে ব্যাপক পরিবর্তন ঘটানো ১৫ তম সংশোধনী অনুসারে, বাংলাদেশ আওয়ামীলীগ প্রতিষ্ঠিত ক্ষমতাসীন সরকার পরবর্তী নির্বাচন আয়োজন করবে।
কেমন লাগল মতামত জানাবেন

আগামী পর্বে, adverb clause দিয়ে বাক্য লিখার পদ্ধতি এবং অনুবাদের টেকনিক নিয়ে কথা বলব।
শাহনাজ পারভীন
কর্মকর্তা;বাংলাদেশ কৃষি ব্যাংক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    1 Replies 
    1601 Views
    by Abrar

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]