- Sun Nov 25, 2018 12:29 am#1187
কিছু ব্যস্ততার কারনে প্রায় ১ সপ্তাহ লেখালিখি বন্ধ ছিল তাই নিজ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা ছিল বড় বাক্য লেখা এবং ট্রান্সলেশন এর উপর কয়েকটি পোষ্ট দেয়া হবে। আগের পোষ্ট গুলোতে adjective clause দিয়ে বড় বাক্য লিখা এবং এর ট্রান্সলেশন এর উপায় সমূহ দেখানো হয়েছিল। আজকে আমরা adverb clause নিয়ে কথা বলব এবং এটা দিয়ে বাক্য লিখার উপায়গুলো দেখব।
adverb clause নিয়ে বাক্য লিখার জন্য প্রথমে adverb clause marker গুলো জানতে হবে। adverb clause marker অনেক রয়েছে যেমনঃ because/if/unless/after/before/till/until/though/although/even though/when/while ইত্যাদি।
এখানে একটি কথা বলে রাখা উচিত।
১। adverb clause কখনই স্বাধীন বাক্য নয় তাই যদি আপনি adverb clause লিখেন বাক্যের মধ্যে, তখন অবশ্যই Independent Clause আনতে হবে। কারণ হল, Independent Clause ছাড়া কোনভাবেই বাক্য হতে পারেনা।
২। Independent Clause বা adverb clause যেখানেই আপনি কোন noun/noun phrase/pronoun পাবেন, তার জন্য adjective clause নিয়ে আসতে পারবেন।
চলুন, একটা বাক্য লিখার চেষ্টা করি।
১। একটি বাক্য লিখিঃ Bangladesh has been growing at 7.85%
২। এবার একটি বিষয় খেয়াল করুন, এই বাক্যটি কিন্তু একটি স্বাধীন বাক্য। এবার আমরা যদি এর আগে একটি adverb clause marker নিয়ে আসি, তবে কিন্তু বাক্যটি তার স্বাধীনতা শেষ হয় যাবে। আমরা এবার একটি adverb clause marker নিয়ে আসবঃ although.
এবার বাক্যের অবস্থা হবেঃ although Bangladesh has been growing at 7.85%
এবার এটি কিন্তু আর স্বাধীন বাক্য নয় বরং, একটি adverb clause, তাই এটির সাথে একটি Independent Clause নিয়ে আসলে সঠিক বাক্য হবে।
এবার সঠিক বাক্য গঠন করতে গেলে Independent Clause হিসেবে যা আসবে, তা কিন্তু অর্থগতভাবে ঠিক না হলে হবে না।
এখানে খেয়াল করুন, although দিয়ে আপনি একটি বিপরীত এর ধারনা দেবেন। তাই বিপরীত কিছু বলতে হবে। আমরা একটি Independent Clause নিচ্ছি Bangladesh has faced lot of political violence.
এবার বাক্যটি হবে। although Bangladesh has been growing at 7.85%, Bangladesh has faced lot of political violence.
তবে বাক্যটি নিচের মত করে লিখতে পারেন।
Bangladesh has faced lot of political violence although Bangladesh has been growing at 7.85%
তবে এখানে কমার ব্যবহার টা খেয়াল করতে হবে।
এবার একটি মজার কথা বলি। আপনি এখানে Bangladesh পেয়েছেন যার জন্য চাইলে আপনি একটি adjective clause নিয়ে আসতে পারেন।
যেমন নিচের বাক্যটি দেখে নিন(আগের পোষ্ট অনুসারে)
Bangladesh which is now one of the emerging tigers has faced a lot of political violence although Bangladesh has been growing at 7.85%
এইভাবে চাইলে adverb clause এর যেকোন noun/pronoun/noun phrase এর জন্য আপনি adjective clause নিয়ে আসতে পারেন। মতামত জানাবেন। আগামী পর্বে থাকবে এদের অনুবাদ করার টেকনিক।
শাহনাজ পারভীন
কর্মকর্তা ,বাংলাদেশ কৃষি ব্যাংক
adverb clause নিয়ে বাক্য লিখার জন্য প্রথমে adverb clause marker গুলো জানতে হবে। adverb clause marker অনেক রয়েছে যেমনঃ because/if/unless/after/before/till/until/though/although/even though/when/while ইত্যাদি।
এখানে একটি কথা বলে রাখা উচিত।
১। adverb clause কখনই স্বাধীন বাক্য নয় তাই যদি আপনি adverb clause লিখেন বাক্যের মধ্যে, তখন অবশ্যই Independent Clause আনতে হবে। কারণ হল, Independent Clause ছাড়া কোনভাবেই বাক্য হতে পারেনা।
২। Independent Clause বা adverb clause যেখানেই আপনি কোন noun/noun phrase/pronoun পাবেন, তার জন্য adjective clause নিয়ে আসতে পারবেন।
চলুন, একটা বাক্য লিখার চেষ্টা করি।
১। একটি বাক্য লিখিঃ Bangladesh has been growing at 7.85%
২। এবার একটি বিষয় খেয়াল করুন, এই বাক্যটি কিন্তু একটি স্বাধীন বাক্য। এবার আমরা যদি এর আগে একটি adverb clause marker নিয়ে আসি, তবে কিন্তু বাক্যটি তার স্বাধীনতা শেষ হয় যাবে। আমরা এবার একটি adverb clause marker নিয়ে আসবঃ although.
এবার বাক্যের অবস্থা হবেঃ although Bangladesh has been growing at 7.85%
এবার এটি কিন্তু আর স্বাধীন বাক্য নয় বরং, একটি adverb clause, তাই এটির সাথে একটি Independent Clause নিয়ে আসলে সঠিক বাক্য হবে।
এবার সঠিক বাক্য গঠন করতে গেলে Independent Clause হিসেবে যা আসবে, তা কিন্তু অর্থগতভাবে ঠিক না হলে হবে না।
এখানে খেয়াল করুন, although দিয়ে আপনি একটি বিপরীত এর ধারনা দেবেন। তাই বিপরীত কিছু বলতে হবে। আমরা একটি Independent Clause নিচ্ছি Bangladesh has faced lot of political violence.
এবার বাক্যটি হবে। although Bangladesh has been growing at 7.85%, Bangladesh has faced lot of political violence.
তবে বাক্যটি নিচের মত করে লিখতে পারেন।
Bangladesh has faced lot of political violence although Bangladesh has been growing at 7.85%
তবে এখানে কমার ব্যবহার টা খেয়াল করতে হবে।
এবার একটি মজার কথা বলি। আপনি এখানে Bangladesh পেয়েছেন যার জন্য চাইলে আপনি একটি adjective clause নিয়ে আসতে পারেন।
যেমন নিচের বাক্যটি দেখে নিন(আগের পোষ্ট অনুসারে)
Bangladesh which is now one of the emerging tigers has faced a lot of political violence although Bangladesh has been growing at 7.85%
এইভাবে চাইলে adverb clause এর যেকোন noun/pronoun/noun phrase এর জন্য আপনি adjective clause নিয়ে আসতে পারেন। মতামত জানাবেন। আগামী পর্বে থাকবে এদের অনুবাদ করার টেকনিক।
শাহনাজ পারভীন
কর্মকর্তা ,বাংলাদেশ কৃষি ব্যাংক