Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#4777
১.সে আমার কথা শুনে না।
-He does not listen to my words.
২.এটি একটি চমৎকার দৃশ্য বটে।
-This is a nice scenery indeed.
৩.ঠিক ঠিক উত্তর দাও।
-Answer to the point.
৪.এখন প্রভাত।
-It is dawn now.
৫.আর ঘুমাইও না।
-Do not sleep any longer.
৬.তুমি কি এককাপ চা খাবে?
-Will you take a cup of tree?
৭.অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
-A friend in need is a friend indeed.
৮.তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাও।
-Do you want to quarrel with me?
৯.তোমরা যা খুশি করতে পার।
-You can do whatever you like.
১০.আমি না হেসে পারলাম না।
-I could not but laugh.
১১.গাছটিতে ফুল ধরেছে।
-The tree is in flower.
১২.আমার ভাই আমার চেয়ে দুই বছরের বড়।
-My brother is senior to me by two years.
১৩.অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।
-Death is preferable to dishonour.
১৪.আয়ের অধিক ব্যয় করিও না।
-Do not live beyond your means.
১৫.বালকটি বাড়ি যাক।
-Let the boy go home.
১৬.সে প্রায়ই এখানে আসে।
-He often comes here.
১৭.গরু ঘাস খেয়ে জীবন ধারন করে।
-The cow lives on grass.
১৮.মাছ উড়তে পারে না, পারে কি?
-Fishes cannot fly, can they?
১৯.মৃত্যুর সময় অসময় নেই।
-Death knows no time.
২০.তেল অপেক্ষা পানি ভারি।
-Water is heavier than oil.
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    101 Views
    by shanta
    0 Replies 
    29 Views
    by shanta
    0 Replies 
    1918 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2180 Views
    by bdchakriDesk
    0 Replies 
    79 Views
    by shanta

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]