Get on Google Play

ইংরেজি ব্যাকরণ বিষয়ক আলোচনা
#1538
➤Bangladesh should welcome Chinese investment
চীনা বিনিয়োগকে বাংলাদেশের স্বাগত জানানো উচিৎ ➤Do everything to cash in
সুযোগটি কাজে লাগানোর জন্য সব কিছু করুন

➤ With the ongoing US-China trade war and because the Chinese economy is also currently undergoing some structural changes, a number of Chinese garment makers are looking to set up factories in Bangladesh under joint ventures.

➊ With the ongoing US-China trade war
চলমান মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধ সহ
➋ and এবং
➌ because the Chinese economy is also currently undergoing some structural changes,
চীনা অর্থনীতি বর্তমানে কিছু কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার কারনে
➍ a number of Chinese garment makers
বেশ কিছু চীনা পোশাক প্রস্তুতকারক
➎ are looking to set up factories in Bangladesh
বাংলাদেশে কারখানা স্থাপন করতে চাচ্ছে
➏ under joint ventures.
যৌথ উদ্যোগে

সাজানো অনুবাদঃ চলমান মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের পাশাপাশি চীনা অর্থনীতি বর্তমানে কিছু কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায় বেশ কিছু সংখ্যক চীনা পোশাক প্রস্তুতকারক বাংলাদেশে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনে আগ্রহী।

➤ Because of rising production costs in China, Chinese textile and garment industry owners have for the last two decades invested heavily in Vietnam and Cambodia.

➊ Because of rising production costs in China,
চীনে বর্ধনশীল উৎপাদন খরচের কারনে
➋ Chinese textile and garment industry owners
চীনা বস্ত্র এবং পোষাক শিল্প মালিকরা
➌ have for the last two decades invested heavily
গত দুই দশক ধরে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে
➍ in Vietnam and Cambodia.
ভিয়েতনাম ও কম্বোডিয়ায়

সাজানো অনুবাদঃ চীনে বর্ধনশীল উৎপাদন খরচের কারণে, চীনা বস্ত্র এবং পোষাক শিল্প মালিকরা গত দুই দশক ধরে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে।

➤ And this apparently has led to overinvestment in both countries.
অনুবাদঃ আর এটা স্পষ্ট যে চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে।

● relocate (verb)
[রীলোকেইট্]
=নতুন স্থান বা এলাকায় প্রতিষ্ঠিত করা বা হওয়া।
● relocation [ (noun)]
রীলোকেইশ্‌ন্‌]
=নতুন স্থান বা এলাকায় প্রতিস্থাপন; পরিস্থাপন:
the relocation of industry.

➤ As Bangladesh is still relatively new ground, Chinese entrepreneurs are looking to relocate their “sunset industries”—old and less successful in terms of profitmaking—to Bangladesh in order to take advantage of its low labour costs.

➊ As Bangladesh is still relatively new ground,
তুলনামূলকভাবে বাংলাদেশ যেহেতু এখনো নতুন কর্মক্ষেত্র
➋ Chinese entrepreneurs are looking to relocate their “sunset industries”—
চীনা উদ্যোক্তারা তাদের "অস্তগামী শিল্প" কে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে
➌—old and less successful in terms of profitmaking—
— পুরানো এবং মুনাফা অর্জনের ক্ষেত্রে কম সফল ("অস্তগামী শিল্প" কে) —
➍ to Bangladesh
বাংলাদেশে (প্রতিষ্ঠিত করতে চাচ্ছে)
➎ in order to take advantage of its low labour costs. যাতে করে বাংলাদেশের স্বল্প শ্রম মজুরীর সুবিধা নিতে পারে

সাজানো অনুবাদঃ তুলনামূলকভাবে বাংলাদেশ এখনো নতুন কর্মক্ষেত্র হওয়ায় চীনা উদ্যোক্তারা তাদের "অস্তগামী শিল্প"কে যা মূলতঃ পুরানো এবং মুনাফা অর্জনের ক্ষেত্রে কম সফল সেগুলিকে বাংলাদেশে স্থানান্তর করতে চাচ্ছে যাতে করে বাংলাদেশের স্বল্প শ্রম-মজুরীর সুবিধা নিতে পারে।

● On someone's radar (কারো পর্যবেক্ষণ বা বিবেচনায় থাকা)- being something someone is at all considering or thinking about. To be noticed or important.

➤ However, Bangladesh isn’t the only country these investors are looking at, as Myanmar, too, is on their radar.
সাজানো অনুবাদঃ তবে এসব বিনিয়োগকারীরা যে শুধুমাত্র বাংলাদেশের দিকেই চেয়ে আছে এমনটি নয়, মায়ানমারকেও তাদের বিবেচনায় রেখেছে।

● Have one’s work cut out: (খুব কঠিন কাজ কিন্তু যথাযথভাবে করবেই/করে নিবে এমন/যত খাটুনি লাগে খাটবে)।
If you say that you will have your work cut out to do something, you mean that it will be a very difficult task.
→He will have his work cut out to get into the team.

➤ This means that Bangladesh, despite having the advantage of cheap labour, will have its work cut out if it wants to be the main beneficiary of Chinese investments.

➊ This means that
এর মানে হল এই যে
➋ Bangladesh, despite having the advantage of cheap labour,
সস্তা শ্রমের সুবিধা থাকা সত্ত্বেও, বাংলাদেশকে
➌ will have its work cut out
অনেক খাটতে হবে
➍ if it wants to be the main beneficiary of Chinese investments.
বাংলাদেশ যদি চীনা বিনিয়োগের প্রধান সুবিধাভোগী হতে চায়

সাজানো অনুবাদঃ এর মানে হল এই যে বাংলাদেশে সস্তা শ্রমের সুবিধা থাকলেও চীনা বিনিয়োগের প্রধান সুবিধাভোগী হওয়ার জন্য বাংলাদেশকে অনেক খাটতে হবে।

➤ So far, Bangladesh has not allowed foreign investment in basic apparels, limiting their presence in high-end and value-added textile and garment items.

➊ So far,
এইপর্যন্ত
➋ Bangladesh has not allowed foreign investment in basic apparels,
মৌলিক পোষাক শিল্পে বিদেশী বিনিয়োগের অনুমতি দেয়নি
➌ limiting their presence in high-end and value-added textile and garment items.
উন্নত ও উচ্চ মান সম্পন্ন কাপড় ও তৈরি পোশাক পণ্যতে নিজেদের আগ্রহ সীমাবদ্ধ রেখে

সাজানো অনুবাদঃ এ পর্যন্ত বাংলাদেশ উন্নত ও উচ্চ মান সম্পন্ন কাপড় ও তৈরি পোশাক পণ্যতে নিজেদের আগ্রহ সীমাবদ্ধ রেখে মৌলিক পোষাক শিল্পে বিদেশী বিনিয়োগের অনুমতি দেয়নি ।

➤ But given that investment—other than public—has remained stagnant for years, the possibility of the Chinese investing in the sector should not be dismissed without carefully analysing the opportunities that it may present us.

➊ But given that investment—other than public—has remained stagnant for years,
কিন্তু সরকারি নয়, অন্যান্য বিনিয়োগ অনেক বছর ধরে বন্ধ থাকায়
➋ the possibility of the Chinese investing in the sector এই খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনাটি
➌ should not be dismissed
বরখাস্ত করা উচিত হবে না
➍ without carefully analysing the opportunities that it may present us.
আমাদেরকে যে সুযোগ-সুবিধা দিতে পারে তা সতর্কতার সাথে বিশ্লেষণ না করেই

সাজানো অনুবাদঃ কিন্তু সরকারি নয়, অন্যান্য বিনিয়োগ অনেক বছর ধরে বন্ধ থাকায় এই খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনাটি আমাদেরকে যে সুযোগ-সুবিধা দিতে পারে তা সতর্কতার সাথে বিশ্লেষণ না করেই আমাদের সেগুলি বরখাস্ত করা উচিত হবে না।

➤ What also needs to be thought out is how we can make the best of this opportunity.
অনুবাদঃ এর সাথে সাথে কিভাবে আমরা এই সুযোগের সর্বোচ্চটা লুফে নিতে পারি সেটা নিয়ে ভাবা দরকার।

● prudent
বিচক্ষণ, দূরদর্শী

➤ Simply having a comparative advantage through cheap labour is not a prudent long-term strategy.
কেবল সস্তা শ্রম দিয়ে তুলনামূলক কিছু সুবিধা পাওয়াই দূরদর্শী ও দীর্ঘমেয়াদী কোন কৌশল নয়।

●Lead time: The time between the design of a product and its production.
অর্থাৎ কোন পণ্য বানানোর শুরু থেকে ভোক্তাদের কাছে তা পৌঁছে দেয়ার মধ্যবর্তী সময়।

➤ And as the Chinese have said, they are worried about the high lead time in Bangladesh’s garment sector—much of it being the result of weak infrastructure and poor transportation facilities.

➊ And as the Chinese have said,
আর চীনারা যেমনটা বলেছে,
➋ they are worried about the high lead time in Bangladesh’s garment sector—
বাংলাদেশের পোশাক খাতে কোন পণ্য প্রস্তুত ও সরবরাহে ব্যয়িত দীর্ঘ সময় সম্পর্কে তারা উদ্বিগ্ন
➌ much of it being the result of weak infrastructure and poor transportation facilities.
যার বেশিরভাগই দুর্বল অবকাঠামো ও অপর্যাপ্ত পরিবহন সুবিধাদির ফলে হয়ে থাকে

সাজানো অনুবাদঃ আর চীনারা যেমনটা বলেছে, তারা বাংলাদেশের পোশাক খাতে দুর্বল অবকাঠামো ও অপর্যাপ্ত পরিবহন সুবিধার কারনে কোন পণ্য প্রস্তুত ও সরবরাহে ব্যয়িত দীর্ঘ সময় নিয়ে উদ্বিগ্ন।

➤ These are things that the government must take into account and actively work to overcome.
এইসব বিষয়গুলি সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে এবং তা কাটিয়ে ত্তঠার জন্য সক্রিয়ভাবে কাজ করতে হবে।

----------By Razibul Hoq Raz---------

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]