Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1434
১. প্রশ্ন: সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
উত্তর: কাহ্নপা
২. প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
উত্তর: দোহাকোষ
৩. প্রশ্ন: “তাম্বুল রাতুল হইল অধর পরশে।”– অর্থ-
উত্তর: ঠোঁটের পরশে পান লাল হল
৪. প্রশ্ন: ‘হপ্তপয়কর’ কার রচনা?
উত্তর: সৈয়দ আলাওল
৫. প্রশ্ন: মঙ্গলকাব্যের কবি নন-
উত্তর: দাশু রায়
৬. প্রশ্ন: ‘সমাচার দর্পন’ পত্রিকার সম্পাদক ছিলেন-
উত্তর: জন ক্লার্ক মার্সম্যান
৭. প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী-
উত্তর: আত্মচরিত
৮. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি ছিল-
উত্তর: খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে
৯. প্রশ্ন: ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ?
উত্তর: প্রমথ চৌধুরী
১০. প্রশ্ন: বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
উত্তর: কৃষ্ণকুমারী
১১. প্রশ্ন: ‘কপালকুন্ডলা’ কোন প্রকৃতির রচনা?
উত্তর: রোমান্সমূলক উপন্যাস
১২. প্রশ্ন: কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
উত্তর: “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আর্তনাদ”।
১৩. প্রশ্ন: দ্রৌপদি হলো-
উত্তর: মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
১৪. প্রশ্ন: ‘মিলির হাতে স্টেনগান’ – গল্পটির লেখক-
উত্তর: আখতারুজ্জামান ইলিয়াস
১৫. প্রশ্ন: ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৬. প্রশ্ন: “প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে।”- গানটির গীতিকার-
উত্তর: শেখ ওয়াহিদ
১৭. প্রশ্ন: ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা-
উত্তর: তারেক মাসুদ
১৮. প্রশ্ন: ‘হুলিয়া’ কবিতা কার রচনা?
উত্তর: নির্মলেন্দু গুণ
১৯. প্রশ্ন: কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন?
উত্তর: সোমেন চন্দ
২০. প্রশ্ন: কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে?
উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব- পশ্চিম’
২১. প্রশ্ন: ‘চর্যাপদ’ আবিষ্কৃত হয়-
উত্তর: ১৯০৭ সালে
২২. প্রশ্ন: "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"--এ গানের প্রথম সুরকার-
উত্তর: আব্দুল লতিফ
২৩. প্রশ্ন: ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
২৪. প্রশ্ন: বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝায়-
উত্তর: ১২০১-১৩৫০
২৫. প্রশ্ন: মধ্যযুগের কবি নন-
উত্তর: জয়নন্দী
২৬. প্রশ্ন: বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি
২৮. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়-
উত্তর: বেতাল পঞ্চবিংশতি
২৯. প্রশ্ন: কুলীন কুলসর্বস্ব নাটকটি লিখেছেন-
উত্তর: রামনারায়ণ তর্করত্ন
৩০. প্রশ্ন: ‘নীল দর্পণ’ নাটকটির বিষয়বস্তু কি?
উত্তর: নীলকরদের অত্যাচার
৩১. প্রশ্ন: ‘ঘরে বাইরে’ উপন্যাসটির লেখক-
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
৩২. প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ-
উত্তর: পঞ্চতন্ত্র
৩৩. প্রশ্ন: ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
উত্তর: অক্ষয়কুমার দত্ত
৩৪. প্রশ্ন: ভাষা আন্দোলনভিত্তিক নাটক-
উত্তর: কবর
৩৫. প্রশ্ন: কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?
উত্তর: রাখালী
৩৬. প্রশ্ন: ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’- কার কবিতা?
উত্তর: শামসুর রাহমান
৩৭. প্রশ্ন: ‘দেয়াল’ রচনাটি কার?
উত্তর: হুমায়ূন আহমেদ
৩৮. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর: হাঙর নদী গ্রেনেড
৩৯. প্রশ্ন: ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?
উত্তর: সৈয়দ আলী আহসান
৪০. প্রশ্ন: বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ-
উত্তর: ৬৫০-১২০০
৪১. প্রশ্ন: ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-
উত্তর: রামরাম বসু
৪২. প্রশ্ন: ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয় মুখপাত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর: জ্ঞানান্বেষণ
৪৩. প্রশ্ন: হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তর: গ্রামবার্তা প্রকাশিকা
৪৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের উপন্যাস-
উত্তর: কুহেলিকা
৪৫. প্রশ্ন: মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য-
উত্তর: বীরাঙ্গনা
৪৬. প্রশ্ন: ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তর: সোনার তরী
৪৭. প্রশ্ন: ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ
৪৮. প্রশ্ন: কোনটি শওকত ওসমানের রচনা নয়?
উত্তর: ভেজাল
৪৯. প্রশ্ন: কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
উত্তর: বালুচর
৫০. প্রশ্ন: সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
উত্তর: ১৯১৪ সালে
৫১. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-
উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়
৫২. প্রশ্ন: জসীম উদ্দীনের নাটক-
উত্তর: বেদের মেয়ে
৫৩. প্রশ্ন: মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
উত্তর: শ্রীচৈতন্যদেব
৫৪. প্রশ্ন: মুনীর চৌধুরীর অনুদিত নাটক-
উত্তর: মুখরা রমণী বশীকরণ
৫৫. প্রশ্ন: উপন্যাস নয়-
উত্তর: কবিতার কথা
৫৬. প্রশ্ন: ‘ বিষাদসিন্ধু’ একটি -
উত্তর: ইতিহাস আশ্রয়ী উপন্যাস
৫৭. প্রশ্ন: মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৭৬০ সালে
৫৮. প্রশ্ন: ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উত্তর: আলাওল
৫৯. প্রশ্ন: এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তর: কবিগান
৬০. প্রশ্ন: ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়-
উত্তর: চার ইয়ারী কথা

Collected
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    206 Views
    by mousumi
    0 Replies 
    1848 Views
    by romen
    0 Replies 
    90 Views
    by raihan
    0 Replies 
    936 Views
    by mousumi
    0 Replies 
    16124 Views
    by tasnima
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]