Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1315
১।নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের অন্তর্ভূক্ত নয়?
(ক) আনন্দমঠ (খ) দেবী চৌধুরানী (গ) সীতারাম (ঘ) রজনী

২।পথিক তুমি পথ হারাইয়াছে?”- এটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের বিখ্যাত সংলাপ ?
(ক) কপালকুণ্ডলা (খ) দুর্গেশনন্দিনী (গ) মৃণালিনী (ঘ) রাজসিংহ

৩।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কী?
(ক) বঙ্গদর্শন (খ) নবদূত (গ) সবুজপত্র (ঘ) সমকাল

৪।বঙ্কিমচন্দ্রের ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসের চরিত্র কোনটি?
(ক) ভ্রমর, সূর্যমুখী (খ রোহিণী, গোবিন্দলাল (গ) কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ (ঘ) বিমলা, জগৎসিংহ

৫।বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (খ) রাজা রামমোহন রায় (গ) প্রমথ চৌধুরী (ঘ) মধুসূদন দত্ত

৬।বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
(ক) তিলোত্তমাসম্ভার কাব্য (খ) ব্রজঙ্গনা (গ) বীরাঙ্গনা (ঘ) কৃষ্ণকুমারী

৭।মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
(ক) শর্মিষ্ঠা (খ) পদ্মাবতী (গ) মায়া কানন (ঘ) মেঘনাদবধ কাব্য

৮।বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম কী?
(ক) বঙ্গবাণী (খ) বঙ্গদূত (গ) বঙ্গভাষা (ঘ) বঙ্গনারী

৯।বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য কোনটি?
(ক) কৃষ্ণকুমারী (খ) বীরাঙ্গনা (গ) বঙ্গভাষা (ঘ) কৃষ্ণকুমারী।

১০।ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে?
(ক) কলকাতা বিশ্ববিদ্যালয় (খ) ফোর্ট উইলিয়াম কলেজ (গ) প্রেসিডেন্সি কলেজ (ঘ) সংস্কৃত কলেজ

১১।নিচের কোনটি ঈশ্বরচন্দ্রের রচনা নয়?
(ক) বর্ণ পরিচয় (খ) সীতারাম (গ) প্রভাবতী সম্ভাষণ (ঘ) শকুন্তলা

১২।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম তাঁর কোন গ্রন্থে বিরাম চিহ্নের সফল প্রয়োগ দেখান?
(ক) বেতাল পঞ্চবিংশতি (খ) শকুন্তলা (গ) সীতার বনবাস (ঘ) ভ্রান্তিবিলাস

১৩।শেক্সপিয়ারের ‘কমেডি অব এরর ‘ অবলম্বনে ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থ রচনা করেন?
(ক) কথামালা (খ) বোধোদয় (গ) ভ্রান্তিবিলাস (ঘ) বর্ণ পরিচয়

১৪।বাল্মীকির রামায়ণ অবলম্বনে ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থ রচনা করেন?
(ক) রত্নপরীক্ষা (খ) আখ্যানমঞ্জরী (গ) ব্রজবিলাস (ঘ) সীতার বনবাস

১৫।কোনটি বঙ্কিমচন্দ্রের কাব্য ?
ক. সাম্য। খ. লোক রহস্য
গ. কৃষ্ণ চরিত্র। ঘ . ললিতা ও মানস
১৬।১৮৬৫ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
(ক) সীতারাম (খ) বিষবৃক্ষ (গ) রাধারানী (ঘ) দুর্গেশনন্দিনী

উত্তর : ১।ঘ ২।ক ৩।ক ৪।ঘ ৫। ঘ ৬। ক ৭।ঘ ৮। গ ৯। খ ১০।ঘ ১১।খ ১২।ক ১৩।গ ১৪। ঘ ১৫।ঘ ১৬।ঘ

Raisul Islam Hridoy
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    77 Views
    by raihan
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]