Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#1197
০১। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?= বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
০২। আধুনিক বাংলা উপন্যাসের জনক কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
০৩। সাহিত্য সম্রাট কাকে বলা হয় ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
০৪। বক্মিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কোনটি ? = দুর্গেশনন্দিনী ।
০৫। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশ নন্দিনী’ কত সালে রচিত হয় ? = ১৮৬৫ ।
০৬। বক্মিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্র কি কি ? = গবিন্দলাল ও রোহিণী ।
০৭। বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন – = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
০৮। কোনটি রোমান্টিক উপন্যাস ? = কপালকুণ্ডলা।
০৯। ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ ? উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের ? = কপালকুণ্ডলা ।
১০। ‘পথিক তুমি পথ হারাইয়াছ ? ‘কথাটি কার ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১১। ‘পথিক তুমি পথ হারাইয়াছ’- কে কাহাকে বলিয়াছিল ? = কপালকুণ্ডলা নবকুমারকে ।
১২। রোহিণী – বিনোদিনী – কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র ? = কৃষ্ণকান্তের উইল – চোখের বালি – চরিত্রহীন ।
১৩। ‘রোহিণী’কোন উপন্যাসের নায়িকা ? = কৃষ্ণকান্তের উইল ।
১৪। ‘সাম্য’গ্রন্থের রচয়িতা কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৫। বক্মিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম – দুর্গেশ নন্দিনী; বিষবৃক্ষ; সীতরাম।
১৬। ‘আলালের ঘরে দুলাল’- = বক্মিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ ।
১৭। ‘কমলাকান্তের দপ্তর’বক্মিমচন্দ্রের একটি – = রম্যরচনা গ্রন্থ ।
১৮। বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শে প্রথম সার্থক উপন্যাস রচয়িতা কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
১৯। ‘কৃষ্ণকান্তের উইল’গ্রন্থটির রচয়িতা কে ? = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
২০। ‘তুমি অধম’তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ?’কোন উপন্যাস থেকে সংকলিত ? = বক্মিচন্দ্র ‘কপালকুণ্ডলা ।
২১। কোনটি বক্মিমচন্দ্রের উপন্যাস ? = কপাল কুণ্ডলা ।
২২। কোনটি ঠিক ? = বিষবৃক্ষ – উপন্যাস ।
২৩। বাংলা স্কট বলা হয় ?- = বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে

সংগৃহিতঃ- ‎Mohammad Ashraful Islam
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    535 Views
    by rafique
    0 Replies 
    387 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    211 Views
    by shohag
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]