Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8484
১. শনিবারের চিঠি যে ধরনের সাহিত্য পত্রিকা- হাস্যরসাত্মক
২. ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৩. হেলায় সুযোগ হারিও না , নিম্নরেখ শব্দটি- করণে ৭মী
৪. আগুন –এর সমার্থক শব্দ- অনল
৫.বাংলা ও তৎসম উভয়ক্ষেত্রের ব্যবহৃত হয় যে উপসর্গ- সু
৬. অভয় চরিত্রটি শরৎচন্দ্রের যে উপন্যাসের অন্তর্গত-শ্রীকান্ত
৭. তৎসম শব্দের ব্যবহার যে রীতিতে বেশি হয়- সাধু রীতি
৮. একাদশে বৃহস্পতি অর্থ- সৌভাগ্যের বিষয়
৯. স্বৈর শব্দটির সন্ধি বিচ্ছেদ- স্ব+ ঈর
১০. নিন্দা করার ইচ্ছা- জুগপ্সা
১১. খিচুড়ি পাকানো অর্থ –বিশৃঙ্খলা সৃষ্টি করা
১২. মস্কোতে কয়েকদিন ভ্রমণকাহিনির রচয়িতা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১৩. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক- যে অরণ্যে আলো নেই
১৪. দুরবস্থা শব্দটির সন্ধিবিচ্ছেদ – দুঃ + অবস্থা
১৫. খোদা + আই যে প্রত্যয় – তদ্ধিত প্রত্যয়
১৬. কদাকার শব্দটি যে উপসর্গেযোগে গঠিত- দেশি উপসর্গ
১৭. স্টুডিও যে দেশি শব্দ- ইংরেজি
১৮. তোমার কাছে সুখ চেয়ে পেলাম শুধু বঞ্চনা –বাক্যটিতে অনুসর্গ- কাছে
১৯. দুরন্ত থেকে দুরন্তপনা যে ধরনের পরিবর্তন – বিশেষণ >বিশেষ্য
২০ . বৃষ্টি –এর সন্ধি বিচ্ছেদ – বৃষ+তি
২১. ঢাকের কাঠি বাগধারার অর্থ – মোসাহেব
২২. চীনা ভাষা হতে আগত যে শব্দ – চা ও চিনি
২৩. মুন্ময়ী রবীন্দ্রনাথের যে ছোটগল্পের নায়িকা- সমাপ্তি
২৪. চতুরঙ্গ পত্রিকার সম্পাক ছিলেন- হুমায়ুন কবির
২৫. আবোল-তাবোল এর লেখক-সুকুমার রায়
২৬. চাঁদ যে শ্রেণির শব্দ- তদ্ভব
২৭. গুণবাচক বিশেষ্য পদ –সুখ দুঃখ, পাপ, পণ্য
২৮. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৯. শশী ও কুমুদ যে উপন্যাসের দুটি চরিত্র- পুতুল নাচের ইতকথা
৩০. ব্রজবুলি বলতে বোঝায় – একরকম কৃত্রিম কবিভাষা
৩১.অভিনিবেশ শব্দের অর্থ – মনোযোগ
৩২. ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ –ষট্ +ঋতু
৩৩. অপবাদ শব্দে অপ উপন্যাসটি যে অর্থে র্ববহৃত-বিপরীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    314 Views
    by shohag
    Combined Bank Job Preparation: Mathematics
    by apple    - in: পাটি গণিত
    0 Replies 
    124 Views
    by apple
    0 Replies 
    403 Views
    by apple
    0 Replies 
    4035 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2618 Views
    by bdchakriDesk