Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8347
 প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবিাদ ?-উঃ কমেডি অব এররস।
 শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন?-উঃঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 শকুন্তলা কার লেখা গ্রন্থ ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
 ১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?-উঃ বর্ণপরিচয়।
 মাইকেল মধূসুদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?-উঃ ঊনবিংশ শতাব্দী (১৮২৪-১৮৭৩)।
 কোন গ্রন্থে মাইকেল মুসূদন দত্ত সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন?-উঃ পদ্মাবতী নাটকে।
 অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম গ্রন্থ কোনটি?-উঃ তিলোত্তমা সম্ভব কাব্য ।
 মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি ?-উঃ১৮২৪ সালে।
 মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি?-উঃ ১৮২৪-১৮৭৩।
 কোনটি শুদ্ধ ?-উঃ মধুসূদন ।
 মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?-উঃ উনবিংশ শতাব্দী।
 মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?-উঃ কেশবপুর।
 মধুসূদন খ্রিস্টধর্মে দীক্ষিত হন- ১৮৪৩ খ্রিস্টাব্দে।
 মধুসূদনের মৃত্যু হয় কোথায়?-উঃ আলিপুর হাসপাতালে।
 মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?-উঃ মহাকাব্য।
 বাংলা সনেট এর প্রথম রচয়িতা কে?-উঃ মাইকেল মধুসূদন দত্ত ।
 মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো –মেঘনাদ বধ।
 বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্য রচনা করেছেন –উঃ মেঘনাদ বধ।
 বাংলা সাহিত্যের প্রথম মহাকবি-উঃ মা্ইকেল মধুসূদন দত্ত।
 মেঘনাদ বধ কাব্যের রচয়িতা কে?-উঃ মাইকেল মধুসূদন দত্ত।
 মেঘনাবাদ বধ কব্যে সর্গ সংখ্যা কয়টি?-উঃ ৯টি।
 মধুসূদন দত্তের মেঘনাবধ কাব্য প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?-উঃ বীররস।
 নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের রচনা নয়?-উঃ অশ্রুমালা।
 মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তমাসম্ভব কাব্য একটি-উঃ কাহিনীকাব্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    861 Views
    by kajol
    0 Replies 
    342 Views
    by shanta
    0 Replies 
    256 Views
    by shanta
    0 Replies 
    195 Views
    by shanta
    0 Replies 
    216 Views
    by shanta

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]