Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8333
• হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তেরে বরিয়া তুমি বলবে নাকি তব বন্দনায় ?-উঃ শামসুর রহমান
• ঘুম থেকে জেগে বৈশাখি ঝড়ে কুড়ায়েছি ঝড়া আম এই লাইনটি লেখক বা কবি কে?-উঃ বেগম সুফিয়া কামাল
• মোদের গরব , মোদের আশা আ মরি বাংলা ভাষা। রচয়িতা- উঃ অতুল প্রসাদ সেন
• পাখি সব করে রব রাতি পোহাইল । পঙক্তির রচয়িতা –উঃ মদনমোহন তর্কালংকার
• মেঘনা নদী দেবো পাড়ি
কল-অলা এক নায়ে।
আবার আমি যাবো আমার
পাহাড়তলী গাঁয়ে।
-উপরোক্ত পঙক্তিটি কোন কবির রচনা?-উঃ আহসান হাবীব
• বাশরি আমার হারিয়ে গেছে বালুর চরে, কেমনে পশবি গোধন লইয়া গোয়াল ঘরে। এটি কোন কবির রচনা?-উঃ কবি গোবিন্দ চন্দ্র দাশ
• যে বইতে যাযাবর বলেছেন আধুনিক সভ্যতা দিয়েছে বেগ, নিয়েছে আবেগ তার নাম – উঃ দৃষ্টিপাত
• বহুদিন ধরে সাবান ছিল না বলে আবদুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের পাগড়ি আর শুভ্রতর আবদুর রহমানের হৃদয় । কোন গ্রন্থের উপসংহার?-উঃ দেশে বিদেশে
• ……. কে হায় হৃদয় খুড়ে বেদনা জাগাতে ভালবাসে । কবিতাংশটি কোন কবির রচনা?-উঃ বিষ্ণু দে
• একি অকস্মাৎ হোল বজ্রপাত ! কি আর লিখিবে কবি।
বঙ্গের ভাস্কর প্রতিভা আকর অকালে লুকানো ছবি।
এই ছন্দ দুটি কোন কবির লেখা?-উঃ ইসমাইল হোসের সিরাজী
• আমরা হিন্দু বা মুসলমানযেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি –উক্তটি করেন-উঃ ড.,মুহম্মদ শহীদুল্লাহ
• শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ। -রচয়িতা কে?-উঃ শামসুর রাহমান
• ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী –উঃ আব্দুল লতিফ
• তোমাকে দেখব বলে যতোবারই চোখ খুলতে চাইছি ততোবারই রক্তের ঝাপটায় সব গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। উক্তিটি কার?-উঃ ইব্রাহীম কার্দি
• এখানে যারা প্রাণ দিয়েছে
রমনার উর্দ্ধমুখী কৃষ্ণচূড়ার নীচে
সেখানে আমি কাঁদতে আসিনি । এর রচয়িতা –উঃ মাহবুব আলম চৌধুরী
• জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরানো শকুন –স্বাধীনতা বিরোধী শক্তির পুনরুথ্থানে রচিত বাতাসে লাশের গন্ধ কবিতার বহুল উচ্চারিত এই পঙক্তির বিক্ষুব্ধ কবির নাম- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
• কবিতায় আর কি লিখব ? যখন বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ । উল্লেখিত কবিতাংশটি কোন কবিতার অংশ ?-উঃশহীদ স্মরণে
• সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালবাসি ,রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে , আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। -উদ্বৃতটি কোন কবির কবিতাংশ?-উঃ নির্মলেন্দু গুণ
• বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ঐ কোন কবির কবিতায় আছে?-উঃ যতীন্দ্রমোহন বাগচী
• ঘোড়ায় চড়িয়া মর্দ……….. চলিল। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?-উঃ হাঁটিয়া
• ধ্বনিতেছে …….. অনাদ্যঙ্ক রব্ । শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?-উঃকুহুধ্বনী
• কাণ্ডরী এ তরীর পাকা মাঝিমাল্লা ,
দাঁড়ী –মুখে সারি গান লা –শরীক আল্লাহ। -এখানে দাঁড়ী –মুখে বলতে কী বোঝঅনো হয়েছে?-উঃ দাঁড়বাহীদের মুখে
• যে তোমার পুত্র নহে তারো………. আছে ।শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?-উঃ পিতা
• শৈবাল দীঘির কহে উচ্চ করি শির,
লিখে রেখ , এক বিন্দু দিলেম শিশির।– এ অংশটুকু মূল প্রতিবাদ। -উঃ অকুহজ্ঞতা
• পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা
জ্ঞান না আমার সঙ্গে সূর্যের শত্রুতা। -এর মূল প্রতিপাদ্য কোনটি?-উঃ বাগাড়ম্বর
• কোন কালে একা হয়নিক জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষী নারী। কোন রচনার জন্য কবিতার অংশটি প্রযোজ্যা?-উঃ স্ত্রী শিক্ষা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    524 Views
    by rana
    0 Replies 
    176 Views
    by shanta
    0 Replies 
    775 Views
    by rana
    0 Replies 
    426 Views
    by kajol
    0 Replies 
    553 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]