Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8315
 সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের সোতখানি বাঁকা –রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা ?-উঃ বলাকা ।
 একখানি ছোটো খেত, আমি একেলা –রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ?-উঃ সোনার তরী।
 একবার মনে হইল ফিরিয়া যাই .জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি –নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয় এই তথ্যের উদয় হইল? ফিরিয়া ফল কি-এ পৃথিবীতে কে কার ?-উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
 আমি শুনে হাসি , আঁখিজলে ভাসি,এ ছির মোর ঘটে
তুমি মহারাজ সাধু হলে আজ , আমি আজ চোর বটে। -পঙক্তিটির রচয়িতা কে?-উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
 শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?-উঃসমাপ্তি
 কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল –উদ্বৃতাংশটুকু রবিঠাকুরের কোন প্রবন্ধ থেকে নেয়া হয়েছে?-উঃ কাবুলিওয়ালা
 পরের মাস দেড়ে ভিটেমাটি ছেড়ে বাহির হইনু পথে – করিল ডিক্রি , ববই বিক্রির মিথ্যা দেনার খতে। পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কবিতার অংশ ?-উঃ দুই বিঘা জমি
 গ্রহণ করেছ যত ,ঋণী তত করেছ আমায়। উদ্বৃত বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা উপন্যাসের বোন চরিত্রের বক্তব্য?-উঃ অমিত রায়।
 আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রিছায়ে উদ্বৃতাংশটি কোন কবির কোন কবিতার অংশ ?-উঃ প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর।
 এনেছিলে সাথি করে মৃত্যুহীন প্রাণ ,
মরণে তাই তুমি করে গেলে দান ।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখেছিলেন?-উঃ চিত্তরঞ্জন দাস
 আজ হতে শর্ত পরে, কে তুমি পড়িছ বসি , আমার ………..কবিতাখানি কৌতুহলভরে। শূন্যস্থানে প্রচলিত শব্দটি চিহ্নিত করুন?-উঃ কবিতাখানি ।
 সম্মুখে শান্তি পারাবার
ভাসাও তরী হে কর্ণার
তুমি হবে চিরসাথী লও লও হে ক্রেড়পতি
অসীমের পথে জ্বলিবে জ্যোতি ধ্রুবতারার । উদ্বৃতাংশটুকু রচয়িতা কে?-উঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।
 ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী কার লেখা?-উঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুর ।
 নমো নমঃ সুন্দরী মম জননী বঙ্গভূমি উদ্বৃতাংশের লেখক- উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
 বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান কার রচনা ?-উঃরবীন্দ্রনাথ ঠাকুর ।
 চাষী ওরা , নয়কো চাষা, নয়কো ছোট লোক বলেছেন-উঃ নজরুল ইসলাম ।
 দুর্গম গিরি কাস্তার মরু দুস্তর পারাপার গানটির রচয়িতা কে?-উঃ কাজী নজরুল ইসলাম।
 রমযানের ঐ রোযার মেষে এল খুশির ঈদ গানটির রচয়িতা কে?-উঃ কাজী নজরুল ইসলাম।
 মম একহাতে বাঁকা বাঁশের বাঁশরী , আর হাতে রণ তুর্য নজরুল ইসলামের- বিদ্রোহী কবিতার একটি চরণ।
 দেখিয়া ক্ষেপিয়ে গিয়েছি, তাই যাহা আসে কই মুখে এ ই কবিতাংশটি কোন কবিতার অন্তর্গত ?- উঃ আমার কৈফিয়ৎ।
 গাহি সম্যের গান, ধরণী হাতে দিল যারা আনি ফসলের ফরমান । পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ ?-উঃ জীবন –বন্দনা।
 সাম্যের গান গাই ,আমার চক্ষে পুরুষ –রমণী কোন ভেদাভেদ নেই । কবিতাংশটির রচয়িতা কে?-উঃ কাজী নজরুল ইসলাম ।
 নিচের উদ্বৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে ?-উঃ কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা
দাঁড়ী মুখে সারিগান – লা শরীক আল্লাহ । -উঃ খেয়াপারের কতরণী।
 বউ কথা কও, বউ কথা কও
কও কথা অভিমানী
সেধে সেধে কেঁদে কেঁদে
যাবে কত যামিনী । -এই কবিতাংশটুকুর কবি কে ?-উঃ কাজী নজরুল ইসলাম।
 নিশেষে নিশাচর নিশাচর ,গ্রাসে মহাবিশ্বে , ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশেষে । কবিতাংশটুকু কোন কবির লেখা?-উঃ কাজী নজরুল ইসলাম ।
 কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা
দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা – এ্ উদ্বৃতাংশটি কোন কবির রচনা ?-উঃ কাজী নজরূল ইসলাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    227 Views
    by rana
    0 Replies 
    431 Views
    by rana
    0 Replies 
    869 Views
    by kajol
    0 Replies 
    376 Views
    by shanta
    0 Replies 
    269 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]