Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8282
কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহমদ একত্রে সম্পাদনা করেছিলেন?-উঃ নবযুগ।
দৈনিক নবযুগ পত্রিকার সম্পাদক কে?-উঃ কাজী নজরুল ইসলাম।
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-উঃ লাঙ্গল।
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?-উঃ ক্রান্তি।
কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয়?-উঃ লোকায়ত।
সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? – উঃসিকান্দার আবু জাফর।
সমকাল পত্রিকা প্রকাশিত হয়-উঃ পাটনা থেকে।
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কি?-উঃ সমকাল।
কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল?উঃ সমকাল।
ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররূপে প্রকাশিত পত্রিকাটির নাম কী?-উঃ শিখা।
গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশ করেছিলেন?-উঃ কাঙ্গাল হরিনাথ।
কাঙাল হরিনাথ সম্পাদিত পত্রিকার নামঃ গ্রামবার্তা প্রকাশিকা ।
সপ্তাহিক বেগম পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয়?-উঃ১৯৪৭ সালে।
চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন?-উঃ হুমায়ূন কবির।
বাংলাদেশে মহিলাদের সম্পাদনায় প্রথম প্রকাশিত পত্রিকার সম্পাদকের নাম কি?-উঃ নূরজাহান বেগম।
কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত?-উঃ উত্তরাধিকার।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মসিক পত্রিকা কোনটি?-উঃ ধান শালিকের দেশ।
নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত?-উঃ ডাঃ লুৎফর রহমান।
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের নাম মানিক মিয়া হলেও প্রকৃত নাম –উঃ তফাজ্জল হোসেন।
আধুনিক লক্ষণ কি?-উঃ স্বদেশ প্রেম ও মানবতারোধ।
কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?-উঃ উত্তরাধুনিকতাবাদ।
গণসাহিত্য শব্দে গণ কথাটি ব্যবহৃত হয়?-উঃ সাধারণ মানুষ অর্থে।
আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থনাটি করেছে-ঈশ্বরী পাটনী ।
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে লাইনটি নিরম্নাক্ত একজনের কাব্যে পাওয়া-ভারতচন্দ্র রায়।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3203 Views
    by rana
    0 Replies 
    10096 Views
    by shanta
    0 Replies 
    3744 Views
    by rana
    0 Replies 
    12689 Views
    by kajol
    0 Replies 
    2855 Views
    by raihan

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]