Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8258
জীবনানন্দ দাশ প্রধানত – উঃ প্রকৃতির কবি।
বাংলা সাহিত্যে পল্লী কবি বলা হয়-উঃজসীমউদ্দীনকে।
পল্লীকবি উপাধি হলো –জসীমউদ্দীনের।
এঁরা পল্লীনিষ্ঠ কবি- উঃজসীমউদ্দীন, কুমুদ রঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া ।
বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি ?- উঃ আবদুল করিমের ।
বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়?- সত্যেন্দ্রনাথ দত্ত।
বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে কে অগ্রদূত ?-উঃ বেগম রোকেয়া সাখাওয়াত ।
বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?- উঃ বেগম সুফিয়া কামাল।
যুগ সন্ধিক্ষণ এর কবি – উঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? –উঃ দুই যুগের মিলনকারী।
বাংলা সাহিত্যে স্বভাব কবি হিসাবে পরিচিত- উঃ গোবিন্দ্রচন্দ্র দাস।
কিশোর কবি কার উপাধি- উঃ সুকান্ত ভট্টাচার্য।
নিচের কোনজন শিশু সাহিত্যিক হিসাবে সমাদূত?-উঃ হাবিবুর রহমান।
বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?-উঃ বনফুল।
পাঠকের মৃত্যুর রচয়িতা বনফুলের প্রকৃত নাম-উঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়।
যাযাবর ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-উঃ বিনয় মুখোপাধ্যায়।
বীরবল নিম্রোক্ত একজন লেখকের ছদ্ম নাম- উঃ প্রমথ চৌধুরী।
ভানু সিংহ কার ছদ্মনাম ?-উঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো-উঃ ভানুসিংহ ঠাকুর।
সুনন্দ কার ছদ্মনাম ছিল?-উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়।
দৃষ্টিহীন কার ছদ্মনাম ?-উঃ মধুসূদন মজুমদার।
বাংলা সাহিত্যে গাজী মিঞা কে?-উঃ মীর মশাররফ হোসেন।
প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি?-উঃ শেখ আজিজুর রহমান।
কবি কায়কোবাদের আসল নাম কি?-উঃ কাজেম আল কোরেশী।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    870 Views
    by kajol
    0 Replies 
    269 Views
    by shanta
    0 Replies 
    208 Views
    by shanta
    0 Replies 
    2036 Views
    by shanta
    0 Replies 
    231 Views
    by shanta
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]