Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8223
২৩. কবির মতে , সর্বত্র বিস্তারিত বা বিরাজমান নয় – শুভচেতনা ।
২৪. তাহারেই পড়ে মনে কবিতায় যেই গানের কথা বলেছেন-বসন্তের আগমনী গান।
২৫. সুকান্ত ভট্টাচার্যকর্তৃক রচিত গ্রন্থ-হরতাল ।
২৬. আঠারো বছর বয়সে কবিতায় তবুও –শুনেছি জয়ধ্বনি আঠারো বার।
২৭. ১৯৬৯-এ ১১ দফা দাবি উথ্থাপন করে-ছাত্ররা ।
২৮. সালামের চোখ আজ –আলোচিত ঢাকা।
২৯.ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় হৃদয়ের হরিৎ উপত্যকা দ্বারা বোঝানো হয়েছে-পূর্ব বাংলাকে ।
৩০. সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার চেতনা প্রকাশ পায়-সদা প্রজ্বলিত চেতনা ।
৩১. প্রপাত শব্দের অর্থ – নির্ঝরের পতন স্থান ।
৩২. যখন আমান স্বপ্ন লুট হয়ে যায় –চরণটি দ্বারা প্রকাশ পায় –বেদনা।
৩৩. ছবি কবিতায় কবি যে বিখ্যাত চিত্রশিল্পীর প্রসঙ্গ তুরে ধরেছেন- ভ্যানগণ।
৩৪.একরারনামা অর্থ- স্বীকারনামা , অঙ্গীকারনামা ।
৩৫.কাপুরুষ ,বেইমান । জ্বলন্ত আগুনের মুখে বন্ধুদের ফেলে পালিয়ে যায়-উক্তিটি –ক্লেটনের।
৩৬. ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি প্রদান করে- দিল্লির বাদশাহ ফররুখ শিয়র।
৩৭. কলকাতায় ব্যবসা করার জন্য মানিকচাঁদকে নজরানা দিতে হয়েছে- ১২ হাজার টাকা।
৩৮.লালসালু উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশ করে- কমরেড পাবলিশার্স; প্রকাশক মুহাম্মদ আতাউল্লাহ।
৩৯. লালসালু উপন্যাসকে তৎকালীন বাঙালি মুসলিম রচিত শ্রেষ্ঠ উপন্যাস বলেছেন – কবি আহসান হাবীব।
৪০. খোদার এলেমে বুক ভবে না –কারণ – তলায় পেট শূণ্য বলে ।
৪১. রূঠাজমি হলো –অনুর্বর ভূমি , নিষ্ফলা জমি ।
৪২. মাজারটি তার শক্তির মূল বলতে বোঝানো হয়েছে- বিশ্বাস ।
৪৩.কী মিঞা ? তোমার দিলে কি ময়লা আছেেউক্তিটি-মজিদের ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    10 Views
    by rajib
    0 Replies 
    22 Views
    by apple
    0 Replies 
    255 Views
    by rajib
    0 Replies 
    25 Views
    by apple
    0 Replies 
    1419 Views
    by tasnima

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]