Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8216
১.অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর (ক-গ) উত্তর দাও।
সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুথ্থান কবিতা
সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সংগীত কবিতা
জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা
রক্তজবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা।
আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারবো
আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো।
ক. সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুথ্থান কবিতা—বুঝিয়ে লেখ।
খ. জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা—বুঝিয়ে লেখ।
ঘ. আমরা কি তাঁর মতো স্বাধীনতার কথা বলতে পারবো চরণটি ব্যাখ্যা করো।
২. সারমর্ম লেখ
বসুমতী , কেন তুমি এতই কৃপণা ,
কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা ।
দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—
কেন এ মাথার ঘাম পায়েতে বহাস?
বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি ?
শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি,
আমার গৌরব তাহে সামান্যই বাড়ে;
তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।
৩. উপসর্গযোগে ছয়টি শব্দ তৈরি কর।
গর, প্রতি , অভি, অজ, পাতি , নিম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    21 Views
    by sakib
    0 Replies 
    82 Views
    by rekha
    0 Replies 
    103 Views
    by shahan
    0 Replies 
    17 Views
    by shanta
    0 Replies 
    49 Views
    by romen

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]