- Wed Jan 08, 2025 3:32 pm#8212
১.অর্থের উদ্দেশ্য লিখতে গেলে আমাদের যে প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে –উঃ লোকরঞ্জন প্রবৃত্তি।
২.অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে – উঃ অপ্রাপ্তির বেদনা।
৩.অনুপমের মতে, কন্যার পিতামাত্রই স্বীকার করবেন- উঃ অনুপম সৎপাত্র।
৪.বলিতে আপন দুঃখ পরনিন্দা হয় বাক্যের মাধ্যমে লেখিকা বুঝিয়েছেন –উঃ ভগ্নির দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হয়ে পড়ে ।
৫.আমাদের সওয়ারির দরকার হয় না –উক্তিটি – উঃ জমিলার।
৬.বুড়ির মৃত্যুর সংবাদ গল্পের কথককে দেয়- উঃ পরশু সরদারের বউ ।
৭. আমার পথ প্রবন্ধে যে ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে –উঃ মানবধর্ম।
৮. অতি বিনয় প্রকাশে স্পষ্ট হয়ে উঠে- উঃ আত্ম-অবমাননা।
৯. দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করা – উঃ সংকীর্ণ মনোভাবের পরিচায়ক।
১০. দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে –বাক্যটিকে প্রকাশ পেয়েছে –উঃ চূড়ান্ত অবহেলিত দিন যাপন।
১১. মাসি-পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জল্য লাভ করেছে-উঃ মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ।
১২. ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম –উঃ La parure
১৩. রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে –উঃ ড. আফাজ আহমদ ।
১৪.কল্যাণীর বাবা পেশায় ছিলেন-উঃ ডাক্তার।
১৫. পঞ্চশ্বর নিক্ষেপ করেন- উঃ মদন দেব ।
১৬. রবীন্দ্রনাথের মুসলমানীর গল্প’র চরিত্র –উঃ হবির খাঁ।
১৭. প্রগলভে অর্থ- উঃ নির্ভীক চিত্তে।
১৮. সোনাতরী কবিতায় চরিত্র পাওয়া যায়-উঃ ২টি।
১৯. মহাকাল মানুওষর কর্মকে গ্রহণ করে কারণ- উঃ কর্ম অক্ষয়।
২১.নাটরাজ হলো- উঃ মহাদেব বা শিবের আরেক নাম ।
২২. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যার সুত হিসেবে পরিচয় দিয়েছেন –উঃ ইন্দ্রানী ।
২.অপরিচিতা গল্পে যে দিকটি প্রকাশিত হয়েছে – উঃ অপ্রাপ্তির বেদনা।
৩.অনুপমের মতে, কন্যার পিতামাত্রই স্বীকার করবেন- উঃ অনুপম সৎপাত্র।
৪.বলিতে আপন দুঃখ পরনিন্দা হয় বাক্যের মাধ্যমে লেখিকা বুঝিয়েছেন –উঃ ভগ্নির দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হয়ে পড়ে ।
৫.আমাদের সওয়ারির দরকার হয় না –উক্তিটি – উঃ জমিলার।
৬.বুড়ির মৃত্যুর সংবাদ গল্পের কথককে দেয়- উঃ পরশু সরদারের বউ ।
৭. আমার পথ প্রবন্ধে যে ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে –উঃ মানবধর্ম।
৮. অতি বিনয় প্রকাশে স্পষ্ট হয়ে উঠে- উঃ আত্ম-অবমাননা।
৯. দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করা – উঃ সংকীর্ণ মনোভাবের পরিচায়ক।
১০. দূর ছাই সয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে –বাক্যটিকে প্রকাশ পেয়েছে –উঃ চূড়ান্ত অবহেলিত দিন যাপন।
১১. মাসি-পিসি গল্পে শেষ পর্যন্ত ঔজ্জল্য লাভ করেছে-উঃ মাসি-পিসির বুদ্ধিদীপ্ত প্রতিরোধ।
১২. ফরাসি ভাষায় নেকলেস গল্পটির নাম –উঃ La parure
১৩. রেইনকোট গল্পে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য উদ্বিগ্ন থাকে –উঃ ড. আফাজ আহমদ ।
১৪.কল্যাণীর বাবা পেশায় ছিলেন-উঃ ডাক্তার।
১৫. পঞ্চশ্বর নিক্ষেপ করেন- উঃ মদন দেব ।
১৬. রবীন্দ্রনাথের মুসলমানীর গল্প’র চরিত্র –উঃ হবির খাঁ।
১৭. প্রগলভে অর্থ- উঃ নির্ভীক চিত্তে।
১৮. সোনাতরী কবিতায় চরিত্র পাওয়া যায়-উঃ ২টি।
১৯. মহাকাল মানুওষর কর্মকে গ্রহণ করে কারণ- উঃ কর্ম অক্ষয়।
২১.নাটরাজ হলো- উঃ মহাদেব বা শিবের আরেক নাম ।
২২. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যার সুত হিসেবে পরিচয় দিয়েছেন –উঃ ইন্দ্রানী ।