- Sat Dec 14, 2024 4:47 pm#8139
১.দি ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদক কে?-হেরাসিম লেবেদফ।
২. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?- ভদ্রার্জুন।
৩. প্রথম বিয়োগাস্তক নাটক- কীর্তিবিলাস নাটক।
৪. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?-মাইকেল মধূসুদন দত্ত।
৫. প্রথম সার্থক বাংলা নাটক- শর্মিষ্ঠা।
৬. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম – কৃষ্ণকুমারী।
৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটক- কৃষ্ণকুমারী ।
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?- রামরায়ণ তর্করত্ন।
৯. রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন ?- ড. নীলিমা ইব্রাহীম ।
১০. আনোয়ার পাশা নাটকটির রচয়িতা কে?- ইব্রাহিম খাঁ।
১১. গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক- প্রফুল্ল।
১২. সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?- দ্বিজেন্দ্রলাল রায়।
১৩. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত –নাট্যকার।
১৪. ঐতিহাসিক নাটক কোনটি?-নূরজাহান ।
১৫. নেমেসিস – এর লেখক কে ?- নুরুল মোমেন।
১৬.নেমেসিস নাটকের নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?- উনপঞ্চাশের মন্বন্তর ।
১৭. ছেঁড়া তার নাটকটি কে লিখেছেন?- মামুনুর রশীদ।
১৮. মৃচ্ছকটিক নাটকের রচয়িতার নাম কী?-শুদ্রক।
১৯. কালবেলা নাটকটির লেখক কে?-সাঈদ আহমেদ।
২০. সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার – গিরিশচন্দ্র ঘোষ।
২১. বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন ?- সিকান্দার আবু জাফর।
২২. নবান্ন নাটক লিখেছেন – বিজন ভট্টাচার্য ।
২৩.মসনদের মোহ নাটকটির রচয়িতা কে?- শাহাদৎ হোসেন।
২৪. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?-দীনেশ চন্দ্র সেন ।
২৫.কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?- বঙ্গভাষা ও সাহিত্য।
২. বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?- ভদ্রার্জুন।
৩. প্রথম বিয়োগাস্তক নাটক- কীর্তিবিলাস নাটক।
৪. কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?-মাইকেল মধূসুদন দত্ত।
৫. প্রথম সার্থক বাংলা নাটক- শর্মিষ্ঠা।
৬. বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম – কৃষ্ণকুমারী।
৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডী নাটক- কৃষ্ণকুমারী ।
৮. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?- রামরায়ণ তর্করত্ন।
৯. রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন ?- ড. নীলিমা ইব্রাহীম ।
১০. আনোয়ার পাশা নাটকটির রচয়িতা কে?- ইব্রাহিম খাঁ।
১১. গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক- প্রফুল্ল।
১২. সাজাহান নাটকের প্রথম রচয়িতা কে?- দ্বিজেন্দ্রলাল রায়।
১৩. দ্বিজেন্দ্রলাল রায় প্রধানত –নাট্যকার।
১৪. ঐতিহাসিক নাটক কোনটি?-নূরজাহান ।
১৫. নেমেসিস – এর লেখক কে ?- নুরুল মোমেন।
১৬.নেমেসিস নাটকের নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?- উনপঞ্চাশের মন্বন্তর ।
১৭. ছেঁড়া তার নাটকটি কে লিখেছেন?- মামুনুর রশীদ।
১৮. মৃচ্ছকটিক নাটকের রচয়িতার নাম কী?-শুদ্রক।
১৯. কালবেলা নাটকটির লেখক কে?-সাঈদ আহমেদ।
২০. সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার – গিরিশচন্দ্র ঘোষ।
২১. বাংলাদেশের সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন ?- সিকান্দার আবু জাফর।
২২. নবান্ন নাটক লিখেছেন – বিজন ভট্টাচার্য ।
২৩.মসনদের মোহ নাটকটির রচয়িতা কে?- শাহাদৎ হোসেন।
২৪. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা ?-দীনেশ চন্দ্র সেন ।
২৫.কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস?- বঙ্গভাষা ও সাহিত্য।