Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8112
১. বাংলা ভাষার বয়স প্রায়-১০০০ বছর।
২.ড. সুনীতকুমার চট্টোপধ্যায় ও জর্জ গ্রিয়ারসনের মতানুসারে বাংলা ভাষার উদ্ভব হয়েছে –মাগধী প্রাকৃত থেকে ।
৩. বাংলা ভাষার জন্ম –বঙ্গকমরূপী ভাষা থেকে (ড. মুহম্মদ শহীদুল্লাহ মতে)।
৪. বাংলা ভাষার আদি উৎস –ইন্দো-ইউরোপীয় ভাষা ।
৫. প্রকৃত শব্দটির অর্থ – স্বাভাবিক।
৬. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত –এর রচয়িতা – মুহম্মদ শহীদুল্লাহ ।
৭. বাংলা ভাষার আদি স্তরেরস্থিতিশীলতা – দশম থেকে চতুর্দশ শতাব্দী ।
৮. বাংলা ভাষা যে ভাষাগোষ্ঠীর সদস্য-ইন্দো-ইউরোপীয়।
৯. বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন- প্রমথ চৌধুরী।
১০.বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম – প্রাকৃত ।
১১. যে ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড. মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন –গৌড় অপভ্রংশ ।
১২. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস- অনার্য ভাষা।
১৩.বাংলা ভাষা ও সাহিত্য যার কাছে প্রত্যক্ষভাবে ঋণী –অপভ্রংশ।
১৪.বাংলা ভাষার উদ্ভব ঘটে – ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে,খ্রিস্টীয় সপ্তম শতক , ড. সুনীতিকুমারের মতে,খ্রিস্টীয় দশম শতক ।
১৫.যে লিপির ডানদিক থেকে লেখা হতো –খরোষ্ঠী লিপি।
১৬. বাংলা ভাষার মুদ্রিত প্রথম গ্রন্থ – কথোপকথন।
১৭. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে , বাংলা লিপির উৎপত্তি-খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে ।
১৮. ভারতীয় লিপির রূপ – ২টি ।
১৯.বাংলা লিপির অক্ষর স্থায়ীরূপ পায়- পনের শতকে।
২০. বাংলা লিপির অক্ষর বা বর্ণ মুদ্রণ উপযোগী করে তোলেন – চার্লস উইলকিন্স ও পঞ্চানন কর্মকার।
২১. বাংলা লিপির অক্ষর বা বর্ণের আধুনিক রূপ দেন- পঞ্চানন কর্মকার।
২২. ব্যুৎপত্তিগত দিক থেকে Dictionary শব্দের অর্ত –শব্দভান্ডার।
২৩. বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদক – আহমদ শরীফ।
২৪.চলিষ্ণু একাডেমির সংক্ষিপ্ত বাংলা হতো –মুহম্মদ শহীদুল্লাহকে ।
২৫. বাংলা একাডেমির ইংরেজি –বাংলা অভিধানের প্রধান সম্পাদক –জিল্লুর রহমান সিদ্দিকী ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    407 Views
    by masum
    0 Replies 
    642 Views
    by shanta
    0 Replies 
    420 Views
    by shanta
    0 Replies 
    435 Views
    by raihan
    0 Replies 
    395 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]