Get on Google Play

বাংলা সাহিত্য বিষয়ক আলোচনা
#8095
১.মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত - ধর্ম বিষয়ক অ্যাখান।
২. কোন দেবীর কাহিনী নিয়ে মনসামঙ্গল কাব্য রচিত ?- মনসা দেবী ।
৩. মঙ্গলকাব্য রচনার মূলে উলিখিত কারণ কি ?- স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ ।
৪. মনসামঙ্গল কাব্যের আদিকবি কে?- কানা হরিদত্ত।
৫. মনসামঙ্গল –এর লেখক কে?- কানা হরিদত্ত ।
৬.মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?- ভারতচন্দ্র রায়গুণাকর ।
৭. বাংলা সাহিত্যে মধ্যযু্গের শেষ কবি কে?- ভারতচন্দ্র রায়।
৮. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?- ভারতচন্দ্র।
৯. শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনী কাব্য কে রচনা করেন?- বৃন্দাবন।
১০. নবীবংশ পুস্তকটি কে রচনা করেছেন ?- সৈয়দ সুলতান ।
১১. মর্সিয়া কি ?- শোক গীতি ।
১২.জঙ্গনামা কাব্যের বিষয় কি?- যুদ্ধ বিগ্রহ।
১৩. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান –চট্টগ্রাম ।
১৪.লোকসাহিত্য বলতে কি বুঝায় ?-ছড়া ,গান , ধাঁধা প্রবাদপ্রবচন ।
১৫. Ballad কি? – লোকগাথা।
১৬. ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন- দীনেশচন্দ্র সেন।
১৭. মৈমনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে?- দ্বিজ কানাই।
১৮. দেওয়ানা মদিনা কোন কাব্যের অন্তর্গত ?- ময়মনসিংহ গীতিকা।
১৯. ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত ?- ২৩ ।
২০. হারামণি কি?সংকলক কে?- প্রাচীন লোকগীতি , মুহাম্মদ মনসুর উদ্দীন।
২১.বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?- মধ্যযুগে ।
২২. রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?- চন্দ্রাবতী।
২৩. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?- শাহ মোহাম্মদ সগীর।
২৪. ইউসুফ –জোলেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে?- শাহ মুহাম্মদ গরীবুল্লা ।
২৫. ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা ?- রোমান্টিক প্রণয়োপ্যাখ্যান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    469 Views
    by kajol
    0 Replies 
    273 Views
    by raihan
    0 Replies 
    302 Views
    by rana
    0 Replies 
    379 Views
    by rafique
    0 Replies 
    305 Views
    by rafique

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]